Site icon Trickbd.com

অফলাইনে দেখুন জিমেইল

Unnamed

কম্পিউটারে বসে ইন্টারনেটে কাজ
করছেন। হঠাৎ ইন্টারনেটের সংযোগ
বিচ্ছিন্ন হয়ে গেছে বা গতি খুব ধীর।
কিন্তু জিমেইল খুলে দেখা দরকার।

কী করবেন?


জিমেইলের অফলাইন মোড নামে একটি
সুবিধা আছে, যেটা সক্রিয় রেখে
ইন্টারনেট সংযোগ ছাড়া অর্থাৎ
অফলাইনেও জিমেইল দেখে নিতে
পারবেন।
প্রথমে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে
আপনার জিমেইলে ঢুকুন। 
এবার……
google Link
স্কিনশট দেয়া হলঃ-

ঠিকানায় গিয়ে ওপরে ডান পাশ
থেকে Add to Chrome–এ ক্লিক করুন। ছোট
একটি সফটওয়্যার ইনস্টল করতে বললে
ইনস্টল করুন। এখন ওপরে ডান পাশ থেকে
Visit Website-এ ক্লিক করুন। নতুন পেজ এলে
Allow offline mail নির্বাচন করে Continue-এ
ক্লিক করুন। এখন অফলাইন মোডে আপনার
জিমেইলের ইনবক্স দেখতে পাবেন। এই
পেজটিই হলো অফলাইন মোডে
জিমেইল।

সম্পূর্ণ জিমেইল অর্থাৎ ইনবক্স, আউটবক্স,
সেন্ট মেইল, ড্রাফ্টস, ক্যালেন্ডার, ডকস,
স্প্রেডশিট ইত্যাদি দেখতে চাইলে
বা সম্পাদনা করতে চাইলে ওপরে বাম
পাশে Menu–এ ক্লিক করুন। কারও কাছে
ই-মেইল পাঠাতে হলে Compose আইকনে
ক্লিক করে পাঠাতে পারবেন।
Compose-এ ক্লিক করে মেইলটি লিখে

Send-এ ক্লিক করলে আপনার ই-মেইলটি
যাওয়ার জন্য রেডি হয়ে আউটবক্সে
থেকে যাবে।

যখনই আপনার ব্রাউজার
ইন্টারনেট সংযোগ পাবে সঙ্গে সঙ্গে
আপনার মেইলটি চলে যাবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)