আসসালামুওয়ালাইকুম
সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।
Internet Explorer
আমরা কমবেশি সবাই জানি যে ইন্টারনেট এক্সপ্লোরার আগের উইনডোজ ভার্সন গুলো তে দেখা যেতো কিন্তু এখন কোনো ভাবেই এটা ওপেন করা যায় না । অনেক ভাবে চেষ্টা করেছেন অনেকেই , কিন্তু তবুও কোনোভাবেই এটা ওপেন করা যায় না । কিন্তু আমি দেখাবো কীভাবে খুবই সহজ পদ্ধতিতে এটা ওপেন করবেন !
প্রসেস শুরু করা যাক
সবার প্রথমে আপনার পিসির যেকোনো যায়গায় একটি “Text Doccument” তৈরি করে ফেলুন !
এরপর সেই টেক্সট ডকুমেন্ট ওপেন করুন !
এবার এখানে টাইপ করুন !
CreateObject(“InternetExplorer.Application”).Visible=true
এবার একেবারে বাম কর্নারে উপরে ফাইল লেখাটিতে চাপ দিন !
এবার যেকোনো একটি ফাইল নেম দিয়ে শেষে “.vbs” ফরমেট এ সেভ করুন ।
ব্যাস , আপনার কাজ শেষ !
এবার এই ফাইলটি তে ক্লিক করলেই Internet Explorer ওপেন হয়ে যাবে ।
এবার Internet Explorer কে যেভাবে খুশি ব্যবহার করুন !
তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।