Site icon Trickbd.com

৩৭ বছর পর ভারতে আসছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে!

ভারতে আসছেন ব্রাজিল ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। ‘সুব্রত কাপ’ ফুটবলের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে পেলেকে আনার পরিকল্পনা করেছে টুর্নামেন্টের আয়োজকরা। এবারের আসরে বাংলাদেশ থেকে কয়েকটি বিদ্যালয় অংশ নেবে। এছাড়া থাকছে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৭ দলের অংশ নেওয়ার সুযোগ।

এর আগে ১৯৭৭ সালে প্রথম ভারতের মাটিতে পা রেখেছিলেন পেলে৷ সৌজন্যে মোহনবাগান৷তবে ৭৭-এ পেলেকে আনতেই মোহনবাগানের চার কোটি টাকা খরচ হয়েছিল৷ প্রয়াত বাগান কর্তা ধীরেন দে’র সুবাদে নিউ ইয়র্ক কসমসের হয়ে কলকাতায় খেলতে এসেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি৷ মোহনবাগানের সঙ্গে কসমসের সেই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী ছিল ইডেন গার্ডেন্স৷ ৮০ হাজার দর্শক দেখেছিলেন তিনবারের বিশ্বকাজ জয়ী ফুটবলারকে৷ ৩৭ বছর পর ফের ভারতে আসছেন পেলে৷

৫৬ তম সুব্রত কাপ শুরু হচ্ছে ১১ অক্টোবর৷ আগামী ১৬ অক্টোবর ‘সুব্রত কাপ’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।ভারত. বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও কোরিয়া, সুইডেন, ব্রাজিল, ইউক্রেন ও আফগানিস্তানের অনূর্ধ্ব ১৪ (পুরুষ) ও অনূর্ধ্ব-১৭ (মহিলা) স্কুল টিমগুলি অংশ নেবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস৷ যিনি আবার আইএসএল-টুতে দিল্লি ডায়নামোজের ম্যানেজার৷

জানা যাচ্ছে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৭ টিমওনাকি এই সুব্রত কাপে অংশ নিতে চেয়েছে৷ এ প্রসঙ্গে সিনহা বলছেন,‘ আমাদের টিমের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে৷ তাই রিয়াল মাদ্রিদের অনুরোধ রাখতে পারলাম না৷ কিন্তু যদি কোনও টিম নাম প্রত্যাহার করে নেয় তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিদও খেলতে আসবে৷