Site icon Trickbd.com

KillApps এর মাধ্যমে ফোনের চার্য ধরে রাখুন দিগুন।এবং রানিং এপছ ক্লোস করুন।[ Small Apps]

Unnamed

ভূমিকা


কেমন আছেন সবাই??? আশা করি ভাল আছেন। তো বেশি কথা না বলি। একটি এপছ নিয়ে আলোচনা করা জাক।

এপছ আলোচনা


আজকের আমরা KillApps নামক একটি এপছ নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে সহজ ভাবে আপনার ফোনের রানিং এপছ বন্ধ করতে পারবেন। আমরা জানি ফোনে রানিং এপছ থাকার কারনে ফোন লেগ বা ফোন হিট হয়ে থাকে এবং তখন ফোনের চার্য দিগুন হারে শেষ হয়। এপছটির মূল কাজি হলো রানিং এপছ গুলো কে স্টপ করে দেওয়া। যার কারনে ফোনের বেটারি ও দীর্য লাইফ পায় এবং ফোন লেগ বা হিট কম করে। ধরতে পারেন গ্রেনফির মতো অনেকটা। আশা করি বুঝতে পেরেছেন এবং এপছটিও কাজে লাগবে।

এপছ সংরক্ষণ


Name : KillApps
Size :4.03 Mb
PlayStore Link :
Download Now

কাজের নিয়ম



* ডাউনলোডকৃত এপছটি ওপেন করুন।
* তারপর নিচে প্লাস বাটন এ চাপ দিয়ে এপছ সিলেক্ট করুন এবং ওকে করুন ।
*এবার উপরে প্লে বাটন প্রেস করুন। তাহলেই শেষ আপনার কাজ।

এপছ এর কাজের সস

উপসংহার


আজ এটুকু। হয়ত এই এপছটি অনেকের জানা আছে কিন্তু অনেকে জানে না তাদের জন্য। আশা করি ভাল লাগেছে।

যোগাযোগ

Add Me Messenger
Add Me Facebook