Site icon Trickbd.com

মোবাইল দিয়েই প্রোফেশনাল কার্টুন ভিডিও বানান খুব সহজেই। (পর্ব ২)

Unnamed

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল, আর না থাকলে আল্লাহর কাছে দুআ করি দ্রুত সুস্থ হয়ে যান।
তো আসি কাজের কথায়।ইতিমধ্যে আপনারা জেনেগেছেন যে আজকে কি বিষয় নিয়ে পোস্ট হবে।
মোবাইল দিয়েই প্রোফেশনাল কার্টুন ভিডিও বানান খুব সহজেই। (পর্ব ২)

যারা প্রথম পর্ব পড়েন নি তারা নিচের লিংক থেকে পড়ে নিন।

মোবাইল দিয়েই প্রোফেশনাল কার্টুন ভিডিও বানান খুব সহজেই। (পর্ব ১)
তো আপনারা পূর্বের পর্বটা পড়ে থাকলে সামনে এগুতে পারেন।

মূল কাজঃ

বিঃ দ্রঃ আপনারা যদি ডেমো দেখতে চান তাহলে নীচে দেওয়া আছে দেখে নিন।
অ্যাপ ওপেন করুন,

ওপেন করলে এমন লোড নিবে।

তারপর ভিডিও বাটনে ক্লিক করুন,

তারপর create new plot

তারপর scene বাটনে ক্লিক করুন।

তারপর scene Layer এ ক্লিক করে একটা ইচ্ছানুযায়ী সিন সিলেক্ট করুন।

তারপর character layer এ ক্লিক করুন।

এখন আপনাদের যেকোন একটি ক্যারেক্টার সিলাক্ট করুন।
এখন আপনাদের এই ক্যারেক্টারের মাধ্যমে কথা বলা তে হবে।
তাই উপরে ডায়ালগ বাটনে ক্লিক করতে হবে।

তারপর এই ডায়ালগ কার মাধ্যমে করাবেন তাকে সিলেক্ট করতে হবে, তাই আপনারা character এ ক্লিক করুন।

এখন যার মাধ্যমে কথা বলাবেন তাকে সিলেক্ট করুন।

তো এখন আপনারা এর মাধ্যমে কথা বলানোর জন্য মাইক্রোফোন এ ক্লিক করুন,

তারপর প্লে বাটনে ক্লিক করুন।

এখন যা বলার তা এখানে বলে পজ বাটনে ক্লিক করুন,

তারপর রাইট বাটনে ক্লিক করুন,

আপনারা চাইলে ইংরেজীতে লিখে দিতে পারেন আপনাদের ডায়ালগ যা সে Text to speech এর মত বলে দেবে।
আর তা করার জন্য নীচের মত করুন

এখানে ক্লিক করার আপনাদের সামনে লেখার অপশন আসবে আপনারা সেখানে আপনাদের ডায়ালগ লিখে দিন। নিচের মত আর প্লে করে দেখুন যা লিখেছেন তাই বলে দিচ্ছে।

এরপর আপনারা কার্টুন কথা বলার সময় বিভিন্ন ধরণের ভাব ভঙ্গি যোগ করতে পারেন। আর তা করার জন্য আপনাদের
Neutral লেখায় ক্লিক করে অনেক ফিলিংস পাবেন

আপনারা যেকোন একটা সিলেক্ট করে দিন,

এখন আপনারা যদি ভাল ভাবে একটা ভিডিও বানাতে পারেন তাহলে আপনাদের ভীডিও সেভ করতে হবে,
আর সেভ যেভাবে করবেন।
সেভ করার জন্য আপনাদের সেভ বাটনে ক্লিক করতে হবে

তারপর save video

এরপর রেন্ডারিং হবে

১০০% হলে সেভ টু গ্যালারি।

তাহলেই ভিডিও টি সেভ হয়ে যাবে।

তো বন্ধুরা পোস্ট অনেক বড় হয়ে গেছে। আশা করি পোস্টি আপনাদের ভাল লেগেছে। অনেক কাজ আছে যেগুলো ফোটো বা স্ক্রিনশটে বুঝানো সম্ভব না তাই কোন প্রকার ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো বিস্তারিত ভাবে জানার জন্য এই ভিডিও টি দেখুন।

আমাদের চ্যানেলঃ TipTop BD

একটা লাইক তো পেতেই পারি। প্লিজ লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।