আসালামুআলাইকুম
চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে।টাইটেল দেখেই হয়তো অনেকেই বুঝে গিয়েছেন কি নিয়ে পোস্টটি।তার পরেউ একটু সারমর্ম দিয়ে দেই।
Toast কি ?
আপনারা হয়তো অনেক সময় কোনো app এ ঢুকলে দেখতে পাবেন নিচ দিয়ে কিছু সময় এর জন্য একটি লিখা ভেসে উঠে।২-৩ সেকেন্ড পর তা মিশে যায়। এটাকে Toast বলে। ধরুন আপনি কোনো এপক মোড করলেন।এখন আপনি চান যে যারা এই এপক ইউজ করবে তারা জানুক যে এপকটি আপনি মোড করেছেন।সেই জন্য ক্রেডিট হিসেবে Toast লাগিয়ে দিলেন আর তাতে লিখে দিলেন “Mod by XXx”. এখন যারা আপনার এপকটি ব্যাবহার করবে তারা এপক এ প্রবেশ করলে Mod by xxx দেখতে পারবে। তো শিখে নিন কিভাবে এই Toast লাগাবেন।
Toast লাগানোর জন্য লাগবে Apk Editor Pro
Download :- Click Here
Toast Code :- Download
তো চলুন কাজে লেগে পড়ি।
১- প্রথমে Apk Editor Pro তে যান
২- আপনার Apk যেখানে আছে তা সিলেক্ট করুন। ফাইলে থাকলে উপরেরটাতে যান।আর ইন্সটল করা থাকলে নিচেরটায় ক্লিক করুন
৩- আপনার Apk Selected করুন
৪- এবার Full Edit এ ক্লিক করুন
৫- Dex to Smali তে ক্লিক করুন
৬ কিছুক্ষণ অপেক্ষা করুন।দেখবেন Smali নামে নতুন Folder এসেছে।
৭- Manifest এ ক্লিক করে Search Option এ Activity / Main লিখুন।কিছু এপক এ Activity লিখলে হয়।আবার যেসব এপক এ হয়না সেগুলোর জন্য Main লিখতে হয়।
৮- সার্চ দিলে এরকম আসবে।এখানে MainActivity কোথায় আছে তা খুজুন। Path টি মনে রাখুন।দিয়ে Close করে দিন।
৯- এবার File এ ক্লিক করে Smali Folder এ যান।
১০- দিয়ে Path অনুযায়ী Com>..
..> MainActivity এসে ফাইলটিতে ক্লিক করুন।
১১- এবার সার্চ অপশন এ ক্লিক করুন।
১২- onCreate লিখে সার্চ দিন।
১৩- পেয়ে যাবেন আর দেখবেন তার নিচে Register 1-10 লিখা থাকবে।একেক এপক এ একেক সংখ্যা লিখা থাকে।যেমন এটিতে 5 আছে।
১৪- এবার কোডটি কপি করে নিন।
১৫- Register 5 এর এখানে ক্লিক করে ২ বার Enter চেপে একটু ফাকা করে নিয়ে কোড পেস্ট করুন। আর Your Text Here এ আপনি যা লিখতে চান তা লিখুন।দিয়ে Save করে দিন।
১৬- এবার Build এ ক্লিক করুন
১৭- অপেক্ষা করুন।
১৮- এবার Remove করে installed করুন।
১৯- এবার নতুন ইন্সটল করা এপক এ গিয়ে দেখুন Toast এসে গেছে।যেমন আমারটায় Mod by AfnanX লিখা আসছে।
পোস্ট কেমন হয়েছে তা জানাবেন।আর TrickBD, তে নতুন পোস্ট করছি।তাই কোথাও ভুল হলে তা ধরিয়ে দিবেন।
ধন্যবাদ কস্ট করে পড়ার জন্য
যাই হোক প্রথমে ভাবতাম যে অ্যাপস মুড করার পোস্ট দিলেই অ্যাপস মডিফাই করা শিখে যাবো।কিন্তু গুগল ইউটিউব অনেক খোঁজাখুঁজি করেও অ্যাপস মডিফাই করতে পারলেও তৃপ্তি পাই নি।কারণ এর জন্য জাভাস্ক্রিপ্ট পাইথন ,সুইফ্ট এইসব লেঙ্গুয়েজ শিখা লাগবে আগে।
পোষ্টের seo ঠিক নাই।কষ্ট করে ঠিক করে নিবেন আশা করছি।
আর অথর প্যানেলে আপনাকে স্বাগতম। আরো ভালো পোস্ট চাই।
তুমি তো দেখি author হয়ে গেলো :O
app onen korar por 2-3 second nijer ba jekono pic dekhabe, amon trick thakle janaben.
আর আমি কাটব ঘাস ?????