সবাইকে সালাম জানিয়ে আজকেও আবার আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।
আজকের পোস্ট এ আমি ২ টি গেইম রিভিও এবং গেইম গুলু কিভাবে ইন্সটল করবেন আপনার পিসিতে এবং এর জাবতিয় সেটিংস গুলি নিয়ে আমি স্ক্রিটসট দিয়ে পুরো পোস্ট টি সাজাবো আসা করি সবার ভালো লাগবে।
গেইম দুটির নাম হচ্ছে আমাদের সবার প্রিয় FREE FIRE & PUBG
১) ফ্রি ফাইয়ার ইনিস্টলেশন
ফ্রি ফাইয়ার মুলত এন্ড্রুয়েড মুবাইল এবং আই ও এস এর জন্য ডেভেলাপ করা হয়েছে। কিন্তু আপনারা চাইলেই আপনাদের পিসিতে এই গেইম গুলো খেলতে পারেন। উইন্ডোজ এর জন্য এই গেইম ডিফল্ট ভাবে এখনো ডেভেলপমেন্ট করা হয়নি তাই আমাদের ইমুলেটর এর সাহায্য গেইম খেলতে হবে। এখানে তেমন কষ্টের কুনু কাজ নেই।
স্টেপ ১) প্রথমে আপনাকে একটি ইমুলেটর ডাউনলোড করতে হবে নিচের লিনক থেকে-
Download Garena Free Fire on ব্লুএস্তাচক্স
স্টেপ ২) ইমুলেটর ওপেন করার পর এন্ড্রয়েড এর মতো লাগবে আসলে এটি একটি এন্ড্রয়েড ইমুলেটর যেখানে আপনি এএন্ড্রয়েড এর সকল গেইম খেলতে পারবেন। প্লেস্টর থেকে ফ্রি ফাইয়ার ডাউনলোড করে নিন।
স্টেপ ৩) ডাউনলোড করুন
স্টেপ ৪) গেইম টি এখন আপনি ওপেন করে ফেইসবুক দিয়ে আওঅঅনার আইডি লগিন করে খেলার জন্য রেডি।
স্টেপ ৫) Setting > Control থেকে গেইম সেটিং এডজাস্ট করে নিতে পারবেন ।
কি মেপিং থেকে কন্ট্রোল সেটিং গুলা নিজে থেকে করে নিতে পারবেন
পিসিতে ভালো পারফরম্যান্স পাওয়ার জন্য কিছু টিপস
- 2 CPU cores.
- 2GB RAM.
- OpenGL Graphics Mode (or DirectX
জা আপনার গেইম কে স্মুথলি চলতে সাহায্য করবে।
2)
- 2 CPU cores.
- 2GB RAM.
- OpenGL Graphics Mode (or DirectX
পাব্জি ইনিস্টলেশন
চলুন এবার দেখাই কিভাবে পাবজি আপনার উইন্ডোজ পিসিতে খেলবেন কুনু লেগ ছাড়া। আমরা অনেকেই জানি যে পাবজি কি। এইটা নিয়ে নতুন করে কিছু বলার নেই।
Tencent Gaming Buddy System Requirements
Generally the emulator should work with the following PC specs:
- Windows 7/8/10.
- CPU: Intel Core i3-8100 processor.
- At least 3GB RAM (confirmed on Tencent’s forum).
- Intel HD Graphics 4400 integrated graphics (NVIDIA GTX 660 graphics card recommended).
- DirectX Version 11.
- 2GB HDD storage space.
PUBG MOBILE বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম। সারা বিশ্ব জুড়ে ১০ মিলিয়ন প্লেয়ার এই গেমটি খেলে থাকে।অ্যান্ড্রয়েড ভার্সন ফ্রি হওয়ায় এ জনপ্রিয়তা পেয়েছে। পাবজির পিসি সংস্করণ রয়েছে তবে সেটি আপনাকে কিনে নিতে হবে, আর তার জন্য লাগবে কোর আই ৫ প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম এবং ২ জিবি গ্রাফিক্স কার্ড। তবে পাবজির স্বাদ পিসিতে গ্রাফিক্স কার্ড ছাড়া ও নিতে পারবেন। যাদের পিসিতে ৪ জিবি বা তার বেশি র্যাম রয়েছে তারা সরাসরি অফিসিয়াল পাবজি মোবাইল এমুলেটর দিয়ে কম্পিউটারে PUBG Mobile গেমটি খেলতে পারেন। ইন্টারনেটে তো বেশ কয়েকটি এন্ড্রয়েড এমুলেটর রয়েছে, যেমন Bluestacks, MEMU, NOX ইত্যাদি। তবে এসকল এমুলেটের থেকে তুলনামুলকভাবে অনেক বেশি পারফরমেন্স পাবেন আপনি পাবজির অফিসিয়াল এমুলেটরে। এটি হচ্ছে Tencent Gaming Buddy । এটি একটি পাবজি exclusive এমুলেটর এবং এটি শুধুমাত্র পাবজি গেমটির জন্যই মডিফাই করে বানানো হয়েছে।
এমুলেটরটি ডাউনলোড করে নিন অফিসিয়াল সাইট থেকে:
এখান থেক ডাউনলোড করে ইন্সটল করুন এন্ড ওপেন করুন
ইমুলেটর ডাউনলোড করার কাজ শেষ হয়ে গেলে স্টারট এ ক্লিক করুন এখন পাবজি ডাউনলোড করুন
এর সাইজ প্রায় ২ জিবি এর মতো
ডাউনলোড হয়ে গেলে নিজে থেকে ইন্সটল হয়ে যাবে।
যখন ওপেন হবে তখন একটু আপডেট করবে ১০- থেকে ১৫ মিনিট সময় লাগতে পারে।
এখন এপ আইকনে ক্লিক করে পাবজি ওপেন করুন
আপনার ফেইসবুক আইডি দিয়ে লগিন করুন এখন দেখুন
কিভাবে টেন্সেন্ট ইমুলেটর এবং পাবজি আপডেট করবেন
যখন গেইম আপডেট হবে তখন এমন দেখাবে। যদি আপডেট বাটন স না করে F5 চাপুন।
টেন্সেন্ট এর যখন অফিসিয়াল আপডেট আসবে এরকম পপ আপ স্ক্রিন আসবে
আপডেট দিন
Tencent Emulator কনফিগকনফিগারেশন করুন
Enable পেএকিং বাই ডিফাল্ট এ এই অপসন টি ডিসেবল করা থাকবে জা আপনাকে সেটিং থেকে ইনেবল করে নিতে হবে।
Graphics Settings
গ্রাপিক্স সেটিং থেকে আপনি আপনার পছন্দ মতো মুড সিলেক্ট করতে পারেন এখানে অনেক ধরনের মুড আছে। আপনার পিসির কনফিগারেশন অনুজাই গ্রাপিক্স সিলেক্ট করুন নাহলে গেইমে লেগ সমস্যা দেখা দিতে পারে।
Sensitivity Settings
Tencent Emulator Settings
টেন্সেন্ট ইমুলেটর এর উপরে রাইট করনার এ সেটিং অপ্সন এ গিয়ে
Engine এ ক্লিক করুন
এখন গামে গেইম টেবে ক্লিক করে সেটিং করে নিন
গেইম পারফরম্যান্স চ্যাকিং করতে দেখুন এখানে এফপি এস একটি অপসন দেওয়া আছে সেটি ইনাবল করে দিন
এই কয়েকটি নিয়মে আপনি আপনার পিসিতে
এই গেইম গুলো ইঞ্জয় করতে পারবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন
but ami pubg khelte parsi na
amar graphic card er kono latest update o nai
pubg game company e officially পিসিতে ইউজ করার জন্য নতুন পদ্ধতি বের করেছে,আমি ইউটিউবে দেখেছিল টিউটোরিয়াল…
Sathe graphic card ache 4GB RAM 8GB
CPU 1.9-3.8Ghz. Blue stik er caye valo konta hobe.
amar kace Phonix OS best. ami free fire khali with no lag and cpu o lode hoi na
Core 2 duo
2gb ram
256mb dedicated graphics??