Site icon Trickbd.com

[Hot]Android এর নতুন ভার্সন Android Q(10.0) এর Notification Bar ব্যবহার করুন যে কোন Android এ রুট ছাড়াই

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন,আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি।

আপনারা সবাই হয়তো জানেন যে Android এর প্রত্যেক টা নতুন ভার্সন নিয়ে আপগ্রেড শেয়ার করার সর্বোচ্চ শেয়ার করি ট্রিকবিডি তে,সেই Android Marshmallow(6.0) থেকে শরু হয়ে আজ Android Q(10.0) নিয়ে পোস্ট লিখছি।ইনশাআল্লাহ যতদিন ট্রিকবিডি থাকবে ততদিন নতুন নতুন টপিক শেয়ার করব।

Android Q(10.0):


বরাবরের মত Android Pie(9.0) এর পরেই রিলেসড হতে চলেছে Android Q(10.0),এই ভার্সন এর নামকরন এখনো করা হয় নাই তবে খুভ শীগ্রই এর নাম বের হয়ে যাবে।এই বছরের অর্ধেক,মানে আগস্ট এর দিক দিয়ে এই ভার্সন টি রিলেসড করা হবে।তবে Android Q(10.0) এর বেটা ভার্সন Pixel সহ কয়েক টা ডিবাইস এর জন্য রিলেসড করা হয়েছে।Android Q(10.0) সম্পর্ন ফিচারস ই ডার্ক মোড,ডার্ক মোড দেয়ার কারন হলো ব্যটারীর ক্ষমতা বেশি রাখার জন্য,এবং চোখের ওপর যাতে কোন প্রভাব না ফেলতে পারে তাই,ডার্ক মোড দেয়া হয়েছে।এছাড়াও অনেক চেইঞ্জ এসেছে এই ভার্সন এ,ফিচারস গুলো নিয়ে পোস্ট করবো।

আজকে আমি দেখাবো কিভাবে Android Q(10.0) এর ডার্ক মোড Notification Bar আপনার Android ব্যবহার করবেন কোন প্রকার রুট ছাড়া।

প্রথমে নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন

Power Shade Pro Latest.apk

এপ টা ডাউনলোড করে ইন্সটল করুন,


ওপেন করে নিচের এক্সেক্স গুলোর পারমিশন দিন


তারপর Colors এ যান

Notification Theme এ ডার্ক মোড সিলেক্ট করেন।


Background Color Full Black Select করেন


Done! এবার দেখুন Android Q(10.0) এর মত হয়ে গেছে Status Bar।
এটা অফিশিয়াল Android Q Notification Bar,,
Source Image:Xda-Developers.com

আর এটা আমাদের এখন এপ নিয়ে পোস্ট করসি সেটার স্ক্রিনশট



আশা করি সবার কাছে পোস্ট টি ভালো লেগেছে এবং,,সবার কাজে লাগবে,কারো যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

আজকের মত পোস্ট এখানেই শেষ করলাম,আলাহ হাফেজ।

Find me on facebook