Site icon Trickbd.com

[Hot]Gta Sa Mod Lite,Like Gta V(Visa3) All CPU ইন্সটল করুন যে কোন Android এ (Only 280Mb)

Unnamed

প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন,আপনাদের দোয়াই আমিও ভালো আছি।

আজকে আমি শেয়ার করতে যাচ্ছি,Gta San adress এর মোড করা গেইম অনেক টাই Gta V এর মত।ইউটিউবএ আমরা অনেক ভিডিও ই দেখি Gta v মোড প্যাক নিয়ে কিন্তু এর মধ্যে অনেক গুলোই অকেজো,আর কাজ করলেও ল্যাগ করে ২ জিবি র‍্যাম এর ডিবাইস গুলোতেও।আজকে আমি শেয়ার করতে যাচ্ছি Gta Sa Mod করা গেইম।
আমি আগেই বলে দিচ্ছি যে Gta V এর সব ফিচারস+গ্রাফিক্স পাবেন না ৫০%+ এর মত পাবেন।Gta V Sound Pack,Gta V Road Texture, Gta V Camera Gta V Cars,Gta V Sky,Gta V Maps,etc আর সব থেকে বড় কথা হলো আপনি ৫১২ এম্বি র‍্যাম এর ডিবাইস এ স্মোথলি ভাবে খেলতে পারবেন কোন ল্যাগ থাকবে না।
বেশি কথা বলবো না,কাজের কথাই আসা যাক।
আপনারা প্রথমে নিচ থেকে Apk+Data কম্প্রেস করা যিপ ফাইল টি ডাউনলোড করুন।
Gta Sa Mod,Gta V(visa 3)280Mb.zip
Zip ফাইল এক্সট্রাক্ট করার জন্য Zarcriver ব্যবহার করুন প্লে স্টোর থেকে ডাউনলোড করে।
প্রথমে Gta V(Visa3) এপ টা ইন্সটল করুন।


তারপর Com.rockstargames.gtasa File টা Android/Data তে রাখুন।


তারপর আপনি প্লে স্টোর থেকে Cpu-Z এপ টা ডাউনলোড করুন।

তারপর দেখুন যে আপনার Cpu কি!


তারপর আপনি Android/Data/com.rockstargames.gtasa ফোল্ডার এ যান,

তারপর Files এ যান

Texdb তে যান

নিচের স্ক্রিনশট টা লক্ষ্য করুন যে,যে ফোল্ডার গুলো সিলেক্ট করা আছে সেই গুলো তে ১ টা করে ওপেন করেন আর নিচের মত Etc এর যাইগাই,আপনার CPU যদি Adreno হয় তাহলে dxt বসিয়ে সেইভ করবেন।আপনার CPU যদি PowerVR হয় তাহলে pvr দিয়ে সেইভ করবেন।


একে একে সব গুলো ফোল্ডার এ ই রিনেম করবেন,,যাদের CPU Mali তাদের কোন রিনেম করা লাগবে না।
এবার গেইম ওপেন করুন।


স্ক্রিনশটসঃ













আশা করি সবাই গেইম টা সুন্দর ভাবে ইন্সটল করেছেন,কারো যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আজকের মত পোস্ট এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

এবং ট্রিকবিডির সাথেই থাকুন।

Find Me on Facebook