Site icon Trickbd.com

আপনার সকল Contact সেভ করে /ব্যাকআপ দিয়ে রাখুন অনলাইনে।আর নয় নাম্বার হারিয়ে যাওয়ার চিন্তা।

আপনার সকল Contact সেভ করে /ব্যাকআপ দিয়ে রাখুন অনলাইনে।আর নয় নাম্বার হারিয়ে যাওয়ার চিন্তা।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আসসালামু আলাইকুম।আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ খুবই ভালো আছি।
আলেকজান্ডার গ্রাহাম বেল মোবাইল ফোন আবিষ্কার করে পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিলেন।আজ পর্যন্ত এটি মানুষের বহুল ব্যবহৃত একটি ডিভাইস।অন্য কোনো স্থানে কোনো সংবাদ পৌঁছাতে এখন আর সেখানে যাওয়ার প্রয়োজন পড়ে না।শুধুমাত্র একটি ফোন কল এর মাধ্যমেই দুরদুরান্তে যেকোনো খবর পাঠানো যায় শুধুমাত্র মুহুর্তের মধ্যেই।আজকাল স্মার্ট ফোন এ কি না করা যায়।গেম খেলা থেকে শুরু করে,ভিডিও দেখা,গান শোনা এমনকি ইন্টারনেট ব্যবহার পর্যন্ত। কিন্তু আজও মোবাইল ফোন এর সবচেয়ে বেশি ব্যবহার হয় কথা বলার জন্যে।সেখানেই কথা ওঠে নম্বর এর।মোবাইল নম্বর ছাড়া কল দেওয়া সম্ভব নয় এটা সবাই জানে।সেইসব নম্বর সেভ করে রাখার জন্যে আমরা Contact ব্যবহার করি।কিন্তু দেখা যায়,যখন সিম বা মোবাইল হারিয়ে যায় তখন আমরা সিম রিপ্লেস করে সেই সিম পেয়েই যায়,কিন্তু সিম এ সেভ হয়ে থাকা Contact গুলো সব হারিয়ে যায়।সেক্ষেত্রে কত যে ঝামেলা তা একমাত্র সেই বূঝে যার সাথে এটি হয়েছে।এই সমস্য এড়াতে জিপি এবং গুগল পদক্ষেপ নিয়েছে যা নিয়েই আজকের এই পোস্ট।অনেকে হয়ত জানেন এই বিষয়ে কিংবা ব্যবহারও করেছেন।
আপনি জিপি কন্টাক্ট কিংবা গুগল কন্টাক্ট যেটিই ব্যবহার করেন না কেন,আপনাকে আগে সব কন্টাক্ট এর .vcf টাইপের একটা ফাইল Export করতে হবে।তাই নিচে দেখানো মতে কাজ করুনঃ-প্রথমে আপনার Contacts এর মধ্যে প্রবেশ করুন।

3 Dots এ ক্লিক করুন।Import/Export এ ক্লিক করুন।

Export করে ফোনে রাখতে চাইলে Export to internal storage এ অথবা মেমরি কার্ডে রাখতে চাইলে Export to external storage এ ক্লিক করুন।


সিলেক্ট করে ফেলুন এবং Done এ ক্লিক করুন।


OK ক্লিক করে দিন।


দেখুন স্টোরেজে ব্যাকআপ ফাইল সেভ হয়ে গেছে।


এখন অনলাইনে আপলোড দেওয়ার পালা।আপনি ইচ্ছা করলে গুগল অথবা জিপি কন্টাক্ট ব্যবহার করতে পারেন।দুইটাই দেখানো হচ্ছে।
প্রথমে contacts.google.com এই লিংক এ প্রবেশ করুন।

Got it ক্লিক করুন।


কোনো একটি কন্টাক্ট লিখে সেভ করে রাখতে Create Contact এ ক্লিক করুন।একসাথে সবগুলো ব্যাকআপ দিতে Import Contacts এ ক্লিক করুন।


Select file এ ক্লিক করুন


কাঙ্ক্ষিত লোকেশান থেকে ফাইল সিলেক্ট করে দিন।


Import এ ক্লিক করুন।


দেখুন কন্টাক্ট ইম্পোর্ট হচ্ছে।


দেখুন সব কন্টাক্ট চলে এসেছে।এখানে এইভাবে কন্টাক্ট সেভ করে রাখা খুবই নিরাপদ।


জিপিতে রাখার জন্য প্রথমে এই লিংকে যান।
Login এ ক্লিক করেন।


ফোন নাম্বার দিন,পাসওয়ার্ড দিন আর লগিন করে নিন।


Import Contacts এ ক্লিক করেন।


আগের নিয়মে ফাইল সিলেক্ট করে Upload ক্লিক করুন।


দেখুন সব কন্টাক্ট অ্যাড হয়ে গেছে।


আমি ল্যাপটপে দেখিয়েছি ঠিকই কিন্তু আপনারা মোবাইলেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই???।সেক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীরা জিপি এর My Contact app ইউজ করতে পারেন।একবার লগিন করে নিলে অটোমেটিক sync করে সব কন্টাক্ট সেভ হয়ে থেকে যাবে।এই লিংক থেকে ডাউনলোড করে নিন।
কিন্তু ভাইয়া,একটু সমস্যা আছে যে??।জিপি কন্টাক্ট শুধুমাত্র জিপি ইউজাররাই ব্যবহার করতে পারবেন,অন্যরা নয়।তাই গুগল ব্যবহার করাই বেস্ট হবে আমার মতে।তাছাড়া ব্যবহার করাও অনেক সহজ হবে।গুগলের কন্টাক্ট অ্যাপ ব্যবহার করতে পারেন।
যদি প্রয়োজন হয় আবার কন্টাক্ট ফিরিয়ে আনার,তাহলে Export করে .vcf file ডাউনলোড করে ফোন কন্টাক্ট এ Import করে নেন।তাহলেই হয়ে যাবে।
এতক্ষণ ধরে পোস্ট পড়ার জন্যে ধন্যবাদ।আসসালামু আলাইকুম।