আগের পোস্ট এ coin market cap এর কোথায় কি আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা আছে দেখে আসতে পারেন ওটা নইলে এ পোস্ট ভালো বুঝতে পারবেন না
আশা করি title দেখে বুঝে গেছেন কি শিখতে যাচ্ছেন আপনি।
চলুন শুরু করা যাক
প্রথমে Coin Market Cap এ চলে যান
সেখানে এমন দেখতে পাবেন।
আপনি যে Coin Analysis করবেন তা বাম পাশ থেকে দেখে নিন
Bitcoin যেহেতু Rank 1 এ আছে তাই এটার Analysis করার প্রক্রিয়াটাই দেখে দেই
(সব গুলোর system একই)
Bitcoin এ click করার পর এমন চলে আসবে। এখান থেকে একটু নিচেই Bitcoin এর Chart & Historical Data পাওয়া যাবে
আমরা প্রথমে chart দেখব তাই Chart এ click করব
এমনই একটি chart show করবে।
এটা দেখেই হয়ত আপনি বুঝে গেছেন যে, যেখানে রেখা নিচে আছে সেখানে coin এর দাম কম
আর যেখানে উপরে উঠছে সেখানে coin এর দাম বেশি
আচ্ছা coin এর দাম বেশি তা বুঝলাম কিন্তু এই coin এর দাম কখন বেড়েছিল তা কিভাবে জানব।
এটা খুব simple বিষয়
chart এর যেকোনো স্থানে click করলেই time, coin price, volume সহ আরো অনেক কিছু জানা যাবে।
Coin এর সর্বোচ্চ পর্যায় দেখার জন্য সবচেয়ে উপরে ওই রেখায় click করেছি তাই তার details show করছে
একইভাবে সবচেয়ে নিচুতে click করে coin এর সর্বনিম্ন মূল্য কত তে নেমেছিল তা দেখতে পারব
উপর থেকে ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস, ১ বছর ও সব chart একসাথে দেখতে পারব
এই চারটির একটি একটি করে chart এ যুক্ত করে ও যেকোনোটা বাদ দিয়ে Chart analysis করতে পারবেন
শুধু Market Cap Chart
Market Cap + Price usd + Price btc Chart
Market Cap + Price usd + Price btc + 24 hour volume Chart
এভাবে Chart Analysis করবেন, তারপর Historical Data Analysis করবেন
তারপরই Coin কেনার সিদ্ধান্ত নিবেন
সবশেষে আমার সিদ্ধান্ত নেয়ার system জানিয়ে দেব
চলুন Historical data analysis করা যাক
প্রথমে Historical Data click করে open করে নিন
৭দিন, ৩০ দিন, ৩ মাস, ১বছর এর যেকোনো একটি নির্বাচন করুন
তারপর apply করে দিন
(এগুলো কোনটার কাজ কি তা বিস্তারিত আগের পোস্ট এ দেয়া আছে দেখে আসতে পারেন নইলে বুঝতে অসুবিধা হবে)
আপনার থেকে যদি কেউ জানতে চায় 25 march Bitcoin এর কি পরিনতি হয়েছিল
তাহলে আপনি chart দেখে বলে দিবেন
25 মার্চ,
Bitcoin এর মূল্য চালু হয়েছিল 4024.11$ এ
সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল 4038.84 $ এ
সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল 3934.03 এ
এবং সমাপ্তি ঘটেছিল 3963.07 এ
এভাবে এক বছরের chart ভালো করে খেয়াল করলেই আপনার অভিজ্ঞতা অনেকটা বেড়ে যাবে।
এখন Coin কেনার জন্য সিদ্ধান্ত নেয়ার পালা
আমরা তো কয়েন এর সর্বোচ্চ মূল্য দেখলাম প্রায় 17000$
এবং
সর্বনিম্ন মূল্য দেখলাম প্রায় 200$
আর বর্তমান মূল্য টা তো প্রথমেই দেখেছি প্রায় 4000$
এখন আমরা যদি কোনো coin কিনতে চাই তাহলে historical data হতে দেখে নেব বছরের কোন সময়টায় dollar এর দাম কম থাকে
সে সময়ের জন্য wait করব অথবা সর্বোচ্চ মূল্য থেকে কতটা কম এ আছে এখন price তা দেখে নিব
আমরা দেখলাম যে Coin এর সর্বোচ্চ মূল্য 17000$ প্রায় আর
বর্তমান মূল্য 4000$ প্রায়
তাহলে আমাদের কিন্তু এখনো Bitcoin এর মূল্য 13000$ বাড়ার সম্ভাবনা আছে
আবার কমার সম্ভাবনা আছে 3800$
তাহলে এমন সময় যদি কিছু কিনে রাখা যায় তাহলে আমাদের কিন্তু মূল্য বাড়লেও লাভ কমলেও লাভ
যদি বেড়ে যায় তাহলে বেশি দামে বিক্রি করে দিতে পারবেন এবং ভালো মুনাফা পাবেন
আর যদি কমে যায় তাহলে আরো বেশি কিনে Hold রাখবেন ভবিষ্যতে বিক্রি করার জন্য
আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি কি technique কাজে লাগাই
আপনার জন্য কিছু tips
CoinMarketCap এ দক্ষতা ভালো না থাকলে coin কিনে ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি তাই
CoinMarketCap এ দক্ষতা বৃদ্ধির জন্য এ নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করুন
এজন্য youtube, google এ Coinmarket cap analysis লিখে search করে আপনার দক্ষতা আরো বাড়িয়ে নিন
কিছু কথা
কোনো প্রশ্ন থাকলে আমাকে comment করে জানান
আপনার প্রশ্নের উত্তর আমার জানা থাকলে আপনার উপকার হবে
আর না জানা থাকলে নতুন কিছু তো শিখতে পারব এতে আপনার আমার দুজনেরই উপকার হবে
পোস্টটি ভালো লাগলে একটু প্রতিদান হিসেবে Like, Comment, Share ছাড়া আর কিচ্ছু চাই না
সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
শুধু Trickbd Member দের জন্য Online Earning এর নতুন Group ও channel
যারা Airdrop / ICO / Investment এ কাজ করবেন নিচের link এ join করিয়েন
Earning Alert1 (telegram) + Earning Alert2(telegram)