প্রয়োজনীয় ডাউনলোড এপস ও ফাইল:
ZArchiver pro apk link (7 mb)
notepad++ exe file link (4 mb)
আমি এখানে নোটপ্যাড পিসি সফটওয়্যার ব্যাবহার করে দেখাচ্ছি, আপনি যেকোনো পিসি সফটওয়্যার ব্যাবহার করতে পারেন।
প্রথমেই আপনি ZArchiver pro apk টি ওপেন করুন। zarchiver দিয়ে ডাউনলোড করা ExaGear ফাইলটি ওপেন করুন। প্রয়োজনে নিচের স্কিনসর্ট ফোলো করেন।
ওপেন করার পর Android নামের ফোল্ডারে যান সেখানে obb ফোল্ডারটি কপি করে আপনার ফোন মেমোরির (Z archiver দিয়ে ব্যাকে গিয়ে emulated/0 ফোল্ডারে যান) Android ফোল্ডারে পেস্ট করুন।
এবার আপনার ডাউনলোড করা নোডপ্যাড পিসি সফটওয়্যারটি কাট বা কপি করে আপনার ফোন মেমোরিতে গিয়ে ExaGearফোন্ডারে পেস্ট করুন।
এবার আপনার পেস্ট করা exe ফাইলটি রিনেইম করে npp.exe বা যেকোনো কম লেটার দিন (তবে নামের শেষে .exe থাকে)। কারন বেশি ক্যারেক্টর থাকলে ফাইলটি রান হবে না।
এখন আপনি ExaGear এপটি ওপেন করুন।
আপনার পেস্ট করা exe ফাইলটি ওপেন করুন।
উপরের free trial এ ক্লিক করুন।
হিলিয়াম (HELIUM) এ ক্লিক করুন
কম্পিউটার সফটওয়্যা ইন্সটল করার মত সেট আপ করুন।
চাইলে আপনি ফুলস্কিন ও করতে পারেন।
দেখুন নোটপ্যাড++ পিসি সফটওয়্যারটি ওপেন হয়েছে।
ছোটো স্কিনে যদি সমস্যা হয় তাহলে আপনি জুম ইন ও করতে পারেন।
তো এভাবেই যেকোনো পিসি সফটওয়্যা বা গেম অথবা যেকোনো ইএক্সই ফাইল ও রান করাতে পারেন। আর এ এপটা কত ভালো কাজ করবে সেটা ডিপেন্ড করে আপনার ফোনের প্রসেসর এবং র্যাম এর উপর। আপনার ফোনের র্যাম বেশি থাকলে বিভিন্ন হাই কোয়ালিটি গেম ও সফটওয়্যার ব্যাবহার করতে পারবেন।
তো আজ এ পর্যন্তই আগামীতে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে।আর কোনো ভূল হলে মাফ করবেন। ভালো থাকবেন।।