আ
সসালমুআলাইকুম,আজকে আমি অনেক অনেক খুশী.. একটি টিজার দেখে মনটা আনন্দে ভরে গেলো.. জীবণে এত্তো এত্তো Animation Movie দেখেছি.. কিন্তু এবার নিজের দেশের গর্ব আমাদের অহংকার আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গড়ে ওঠা Animation Movie দেখতে পারবো ভাবতেও পারিনি.. যা সত্যি সত্যি হচ্ছে.. যেন বিশ্বাসই হচ্ছেনা..
মুভিটির প্রথম প্রয়াস হিসেবে দেড় মিনিটের একটি টিজার রিলিজ করেছে মুভি টিম..
মুভিটির একক উদ্যেগো ছিলো আমাদের দেশের গর্ব Wahid Ibn Reza.. তিনি হলিউডের বিভিন্ন জনপ্রিয় মুভির VFX টিমে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছেন.. এবার দেশের জন্য তৈরি করছেন Surviving 71..
Movie : Surviving 71
Tag : First Look Teaser
Length : 1 Minute 39 Second
Genre : Historical Animation
১ মিনিট ৩৯ সেকেন্ডের টিজারটি সত্যিই অসাধারণ ছিলো. প্রথমেই গ্রাম বাংলার ফসলের মাঠ দেখা যায়.. তারপরেই দেখা যায় মাঝ দিয়ে হর্ণ বাজিয়ে ছুটে যাচ্ছে একটি ট্রেন.. নদীর সান্ত ঢেউ, দূর-দূরান্তের ছোট্ট ঘরে বোমা বর্ষণ.. একসময় খুলে যায় ট্রেনের একটি দরজা.. দরজায় দেখা যায় বাংলার গর্বিত তিন সন্তান.. এ এক অসাধারণ ক্রিয়েশন..
ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো তুলনা হয়না.. তাদের বেয়নেটের খোঁচা দিয়ে এগিয়ে দেওয়া হয়.. তিনজন পর পর জয় বাংলা ধ্বনি তোলে.. জয় বাংলা ধ্বনি শুনে শরীরের মাঝে শিহরণ বয়ে যায়, রক্তের প্রবাহ যেন নতুন গত পায়. বিশেষ করে তৃতীয়জনের ধ্বনিটা ছিলো অবর্ণণীয়..
পাকিস্তানি সেনাদের দুপাশের দাঁত বড় এবং চোখ দুটো লাল.. ভয়ঙ্কর দেখানোর জন্য বেশ ভালো ছিলো.. কিন্তু সাপের মতো জিহ্বা বড়ো দেওয়াটা দৃষ্টিকটু লেগেছে..
এই ছিলো পুরো টিজারের কেচ্ছা.. ভাবতেই ভালো লাগছে মুক্তিযুদ্ধ নিয় এ্যানিমেশন মুভি.. আহা!
টিজারটি আমি ইমবেড করে দিচ্ছি শেষে এবং লিংকটিও দিয়ে দিচ্ছি আশা করি সকলে একবার হলেও দেখবেন..
Wahid Ibn Reza একটি ব্লগ পোস্টে বলেছে তার মুভিটি তৈরিতে সকলের সমর্থন এবং সহযোগীতা প্রয়োজন.. এজন্য প্রয়োজন টিজারটিতে বেশি ভিউ.. আসলে তিনি দেশীদের পাশাপাশি বিদেশীদের সমর্থন পেতে চাচ্ছেন যাতে বিদেশ থেকেও সমর্থন এবং সহযোগীতা পাওয়া যায় মুভিটির জন্য. আর যেটা মানুষের পছন্দ হবে তাতেই তো পাওয়া যাবে সহযোগীতা.. এমনি এমনি কেউ তো সহযোগীতা করবেনা.. তাই তিনি অনুরোধ করেছে টিজারটি নিজেরা আপলোড না করে বেশি করে শেয়ার করতে কারণ নিজেরা আপলোড করলে ভিউ ভাগ ভাগ হয়ে যাবে..
এই প্রথম এমন একটি এ্যানিমেশন মুভি রিলিজ হতে যাচ্ছে.. তাই আশা করছি সকলে সমর্থন করবেন..কারণ মুভিটি আমাদের জাতীয় গৌরবের একটি বিশাল পরিচায়ক..
এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব পোস্ট করা হবে..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমিঃ
Parves Hossain Rabby (Page)