Site icon Trickbd.com

দেখে নিন যেভাবে নাম ছাড়া ফোল্ডার বানাবেন একদম সহজে + hide ( SShot)

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে নাম ছাড়া ফোল্ডার তৈরি করা যায়। এই পধদতিতে আপনি যেকোন ফোল্ডারকে হাইডও করতে পারবেন। যেমন আপনি ফোল্ডার এর উপর এ ক্লিক করলে ফোল্ডার খুলে যাবে, কিন্তু ফোল্ডার দেখা যাবে না। প্রথমে একটা নতুন ফোল্ডার খুলুন, এখন New Folder এর যায়গায় আপনি একটা নতুন নাম দিবেন। এখন Rename এ গিয়ে Alt+0160 লিখে Enter ক্লিক করুন। এবার দেখুন ফোল্ডার এর নাম হাওয়া।

এবার Properties এ গিয়ে Customize ট্যাব এ যান,

Change icon এ ক্লিক করুন।

এবার একটা খালি আইকন এ ক্লিক করে OK দিন।

এখন Apply এ ক্লিক করে OK ক্লিক করে বেরিয়ে আসুন।

এখন দেখুন আপনার তৈরি করা ফোল্ডারটি নেই।

এবার ফোল্ডার টি দেখার জন্য যে যায়গায় ফোল্ডার তৈরি কিরেছেন সে যায়গায় ডাবল ক্লিক করলে ফোল্ডারটি অপেন হয়ে যাবে।

আজ এখানেই বিদায়। দেখা হবে আগামি পর্বে। আর একটা কথা, মানুষ মাত্রই ভুল। তাই কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। খোদা হাফেজ।

পূর্বে প্রকাশিতঃ এখানে

আমার সাইটঃ দেখুন

আমার বাংলা গল্পের ব্লগঃ বাংলা গল্প

Exit mobile version