ট্রিকবিডির শুরু কত সাল থেকে হয়েছে আমি সঠিক জানিনা ৷ গতবছর থেকে ট্রিকবিডির একজন নিয়মিত ভিজিটর এবং ফ্যান ৷
প্রায় দুবছর চেস্টা করার পর ট্রিকবিডিতে পোস্ট করার সম্মান এবং অনুমতি পাই গত মাসের মধ্য সপ্তাহে ৷
আমার লক্ষ কোন সার্থ্য ছাড়া এবং সেবা প্রদান করার জন্য ট্রিকবিডিতে পোস্ট করবো, করছি এবং করে যাবো ৷
আমি ইংরেজী বাংলা টাইপের নতুন নতুন কিছু উপহার দিচ্ছি, দিবো, দিয়ে যাবো ৷
আমি ট্রিকবিডির সব আপত্তিকর এবং ইউজারদের অসুবিধায় পরে এমন পোস্ট থেকে নিজেকে সম্পুর্ন আলাদা রেখেছি ৷
আমার পরিচয়ঃ
নামঃ শামিম আল মামুন ৷
ঠিকানাঃ গোবিন্দগঞ্জ
স্থায়ি ঠিকানাঃ ছোট্র সবুজ শ্যামল গ্রামে ৷
আমি খুব সাধারন ছেলে, বয়ষ ১৭ বছর ১ মাস, উচ্চতা ৫ ফুট ৩ ইনচি, গায়ের রং শ্যাম বরন ৷
বাবা-মার একমাত্র পত্র সন্তান ৷
ইনটারনেট আমার প্রিয় খেলার মতই একটা খেলা, যে খেলাই আমি তেমন পারদর্শি না হলেও কম না ৷
বিশেষ অনুরোধঃ
প্রিয় টিউনার ভাইরা আমার কথা মনোযোগ সহকারে পড়ুন তারপর ভেবে কমেন্ট করুন ৷
-
প্লিজ কপি পোস্ট পরিহার করুন ৷
- আসলে কপি পোস্ট এবং এক পোস্ট বারবার করা থেকে নিজে বাতিল করুন ৷
- আমি জানি, আমি নিজেও কপি পোস্ট করি তবে অন্য রকমের আমি হলফ করে বলতে পারি একমাত্র trickbd.com & tips20.ga ছাড়া অন্য সাইটে আমার পোস্ট অন্য সাইটে পাবেন না ৷
- এখন আপনি হয়ত বলবেন তুমি নিজেইত কপি পোস্ট কর তাহলে আমাদের কে নিষেধ করছ কেন বলবার কথাইত; আমি কপি পোস্ট করি ১০টার ভিতরে ১ টা তাও আবার wikipedia থেকে ৷ আনকমন পোস্ট ছারা একটা পোস্ট কমন দেখাতে পারবে? পারবে না ৷
- প্রতিদিন ৫টা কপি অথবা একপোস্ট বারবার না করে একটা পোস্ট করুন যে পোস্ট ভিন্ন এবং আলাদা ধরনের হতে পারে ৷
-
আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি নতুন এবং সাবার থেকে আলাদা, ইউজারদের সুবাধার জন্য আপনারা পোস্ট করুন নিজের সুবিধার জন্য পোস্ট করবেন না আপনাদের অনুরোধ করছি ৷
সম্মান পাবেন -
আমি একটা প্রশ্ন করছি উওর দিবেন কি
- প্লিজ টিউনার ভাই নিজ সার্থে না অন্যের সার্থে কাজ করুন
- ট্রিকবিডি ভাই প্লিজ এই পোস্টাকে টপে রাখবেন
আমি মাপ চাচ্ছি যদি পোস্টা করে করে কোন অপরাধ করি… ………
I Like it trickbd.com