Site icon Trickbd.com

TrickBD তে সবচেয়ে বড় একটা প্রবলেম। বেশিরভাগ টিউনারই একই সমস্যায় পড়েন। আশা করি শ্রদ্ধেয় রানা ভাই এবং নাসির ভাই এটা ঠিক করে দিবেন। (Must See)

Unnamed

কেমন আছেন সবাই? আশা করি ভালো। কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে।

প্রযুক্তির সাথে আমার সংযুক্ত হওয়ার যাত্রা শুরু ট্রিকবিডির হাত ধরেই। দীর্ঘ তিন বছর ধরে ট্রিকবিডিতে আসি। পুরাতন ট্রিকবিডিতে পোস্ট করতাম 2013 থেকে। 🙂

ওয়াপকা থেকে ওয়ার্ডপ্রেসে আসার পর ট্রিকবিডি আগের চেয়ে দ্বিগুন উন্নত হয়েছে। কিন্তু ট্রিকবিডিতে একটা বড় সমস্যা আছে।
আর সেটা হলো ফাইল ম্যানেজার।

ট্রিকবিডিতে কোন ফাইল ম্যানেজার নাই। 🙁

এজন্য বেশিরভাগ টিউনার পোস্ট করার সময় পড়েন বিপাকে।
পোস্ট সম্পর্কিত ফাইল বা অ্যাপ কোথায় আপলোড করব?
অনেকে আবার উপায় না পেয়ে বিডিআপলোড এর মত সাইট কিংবা নিজস্ব হোস্টিং সাইটে আপলোড করেন। এতে ট্রিকবিডিতে স্পামিং বেড়ে যাচ্ছে।

স্পামাররা এই ছুতোয় নিজের সাইট কিংবা আর্নিং সাইটে আপলোড করছে।

আমি নিজে গেম & অ্যাপ মডিফাইয়িং এর কাজ করি। ট্রিকবিডিতে এগুলো শেয়ার করতে চাই। কিন্তু ফাইল কোথায় আপলোড করবো এই ভয়ে এ ধরনের পোস্ট করতে পিছপা হই।

আমার মত অনেক টিউনার আবার থার্ড পার্টি সাইটে আপলোড করতে ভয় পায়। যদি সাধের টিউনার একাউন্ট ব্লক হয়ে যায়?

আমি ভাইস সিটি মডিফাই করে এর ফাইল আপলোড করার সময় পড়ে গেছি বিপাকে। কোথায় আপলোড করব? আধা ঘন্টা গুগলে সার্চ করলাম এমন কোন সাইট আছে কিনা যেটা ডাইরেক্ট লিংক দেয় এবং কোন এড বা Day Limit এর ঝামেলা নেই। কিন্তু কিছুই পেলামনা। 🙁

অবশেষে বাধ্য হয়ে বিডিআপলোডে আপলোড করলাম। আমি ইনকামের উদ্দেশ্যে আপলোড করিনি। আমার ফাইলটি মাত্র 1 কিলোবাইট। আর বিডিআপলোডে 1 মেগাবাইটের নিচের ফাইলে কোন আর্নিং হয়না। 😛

আমি ওখানে আপলোড করার পর থেকেই আইডি হারানোর ভয়ে মরতেছি। 🙁

এজন্য রানা এবং নাসির ভাইয়ার নিকট আবেদন যেভাবেই হোক এবং যত শীঘ্র সম্ভব আমরা এ সমস্যা থেকে পরিত্রাণ চাই। 🙂

ট্রিকবিডির পাশে ছিলাম, আছি, থাকব সারাজীবন।

Exit mobile version