[Notice] TrickBD তে সকল টিউনার, কন্ট্রিবিউটার, মডারেটর, এডমিন(রানা) এবং সাধারন ভিউয়ারদের জন্য।
আস্সালামু আলাইকুম।
সকল টিউনার, কন্ট্রিবিউটার, মডারেটর, এডমিন এবং সাধারন ভিউয়ারদের উদ্দেশ্যে
ট্রিকবিডি আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। শুধু আমার না আমাদের মধ্যে অনেকেই দিনে অন্তত একবার ট্রিকবিডি তে না ভিজিট করলে পেটের ভাত হজম হয় না।
আমারও তাই।আর হয়ত এই কারনে ট্রিকবিডিতে কিছু অনিয়ম দেখলেই মাথা গরম হয়ে যায়।
কিছু কিছু টিউনারদের পোস্ট দেখে মনে হয় কাঁচাই চিবিয়ে খাই।(কাল্পনিক) (ডোন্ট মাইন্ড)
সত্যিই অনেকেরই তাই। আজ আমি কিছু সাধারন সমস্য নিয়ে তুলে ধরব যা ট্রিকবিডি এবং ট্রিকবিডির টিউনারদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তাই এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন আশা করি।
Problems Of Tuner (টিউনারদের সমস্যা)
১. নিচে দেখুন।
এত ছোট পোস্ট আমি কোনো সাইটেও দেখিনি। একে টিউনার বানানোর কোনো মানে হয়। অথচ কত ভাল ভাল টিউন পেন্ডিং পড়ে আছে।
পেন্ডিং এই পোস্টগুলোর কিছু কিছু এত উন্নতমানের যে মাঝে মাঝে মনে হয় টিউনার থেকে নিজেই ইস্তফা দিয়ে দেই।
অথচ সেগুলো পেন্ডিং।
২.Internet Speed Meter Pro এই App
টি মাঝে মাঝেই Speed
Meter Show করে না। আজ এর
সমাধান দিবে ১.২৯ ডলার
মূল্যের Network Monitor Mini pro.apk
নিয়ে নিন একদম ফ্রি। আগে Use
করেন এইটা।
– বলুন তো এট কি?? পোস্ট না টাইটেল??
আসলে এটা টাইটেল। টিউনারদের টাইটেলেই থাকে পুরা পোস্ট।যাই হোক এই বেটা তো তাও টাইটেলে এপসের নামটা দিছে। এবার এটা পড়ুন।
এইবার আপনার Android Phone
এর ক্যামেরা দিয়ে ছবি
তুললে ছবিতে
অটোমেটিক টাইম ডেট
সেট হয়ে যাবে। আপনি চাইলে
নিজের ইচ্ছামতো ফন্ট দিয়ে
নিজের লেখাও সেট করতে
পারবেন। এই App টি নিয়ে দেখেন।
– কোনো এপের নামই নেই।
আসলে টিউনাররা মনে করে টাইটেল এইরকম করে দিলে পোস্ট এর Views বেশি হয়।
কিন্তু মানসম্মত টাইটেল দিয়ে গুগলে ওপটিমাইজেশন ভাল হয়। একারনে গুগল থেকেও প্রচুর ভিজিটর পাওয়া যায়।
তো টিউনার রা টাইটেল দিবে কিভাবে??
এর উত্তরও শুনে যান।
** টিউনটি কোনো এপস এর হলে এপস এর নাম ইংরেজিতে আগে দিবেন। তারপর বাংলা দিয়ে সংক্ষিপ্ত টাইটেলটা দিবেন।
** আপনারা নিশ্চয় ইংরেজিতে Story Writing পড়েছেন। ওখানে পুরো গল্পের মানসম্মত টাইটেল দিতে হয় নয়ত নম্বর কাটা। যেমন, A Thirsty Crow স্টোরিটির টাইটেল। আপনি যদি সেটা না দিয়ে Once Upon A time There was a dot dot dot (Spam Filter এর কারনে ডট দিতে পারলাম না) দেন তাহলে নম্বর যেমন কাটা যায় তেমনি ট্রিকবিডিতে পোস্টের মান কমে যায়।
** টাইটেলে কোন এপস এর কত দাম প্লেস্টোরে, আপনাকে এপস নেওয়াই লাগবে,না নিলে মিস!!
এইসব কিছু উল্লেখ করবেন না।
[ b] আমার প্রোফাইলের সব পোস্টের টাইটেল দেখেও ধারনা নিতে পারবেন। আমি সব ধরনের পোস্টই যেমন টিউটোরিয়াল,এপস,টিপস এইসব ইনক্লুড করেছি।[/b]
৩. সকালে ঘুম থেকে উঠে ট্রিকবিডিতে ঢুকে সব পোস্ট ই দেখলাম। যাক।
দুপুরে গিয়ে পোস্ট চেক করতেই দেখি একই পোস্ট একই টিউনার আবার করেছে।
সে চায় সব ভিউয়াররা যেন তার পোস্টই দেখে সারাক্ষন। হাই রে দুনিয়া।
যে এইসব কাজ করে সে ঠিকই বুঝে গেছে।
৪. কোনো কোনো টিউনার নিজেকে পৃথিবীর সেরা জ্ঞানী মনে করে। সে শুধু শেখানোর জন্য আসে নিজে কিছু শেখে না। ওর কাজ খালি পোস্ট করা। আজব।
৫. পোস্ট দিয়েই দম। পোস্টের কোথাও ভুল হল কিনা। ডাউনলোড লিংক ঠিক আছে কিনা।
তা যে চেক করবে তাও করে না! এদিকে ভুগতে হয় মাসুম ভিউয়ারদের।
৬. অনেকে আবার ট্রিকবিডির মত নিজের একটা সাইট তৈরি করাতে ব্যস্ত।
আর পোস্ট ছোট করে দিয়ে পোস্টের নিচে লেখে – বাকিটুকু দেখতে আমার সাইটে দেখুন।
এই গেলো টিউনারদের প্রবলেম। আরও অনেক আছে।
যাই হোক, সবার উদ্দেশ্য বলছ কেউ যদি উপরের নিয়েমের ব্যতিক্রম করে তাহলে এই পোস্টের কমেন্টে সুন্দর করে নামটা দিয়ে যাবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আর হ্যা এই পোস্টটা সবাই বুকমার্কে রাখবেন। কাউকে স্পাম করতে দেখলে তার নাম ও যে পোস্টে স্পাম করেছে তার পোস্টের নাম কমেন্ট করবেন
Problems of TricKBD
ট্রিকবিডির কিছু সমস্যা আছে যেগুলো আমাদের পক্ষে সমাধান সম্ভব নয়। এর পুরোটার দায়িত্ব নিতে হবে এডমিনদের।
১. আজকাল ট্রিকবিডিতে এত এপস রিভিউ দেয়া হচ্ছে যেন এইটা ট্রিকবিডি না এপসবিডি(AppsBD)
হইলে মন্দ হত না।
এপস রিভিও ১৮০০ +
যাইহোক এডমিনদের উচিত এমন একটা রুলস করা উচিত যেন দিনে ২টার বেশি এপস রিভিউ না দেওয়া হয়।
২. স্পাম – টিউনাররা স্পাম করবে এ কেমন কথা! টিউনার!! স্পাম! মানাচ্ছে না।
যাই হোক কিছু টিউনারদের জন্য আমরা যারা সুন্দর পোস্ট করতে যাই তাদের সমস্যা হচ্ছে।
অথচ স্পাম ফিল্টার দিয়েই বা কি স্পাম তো চলছেই আর চলবেই।
ওয়ার্ডপ্রেসের আরও অনেক স্পাম ফিল্টার প্লাগিন আছে ঐগুলো ইউস করা হোক।
৩. ক্যাটাগরি ওয়াপকা। – যেখানে কোড ছাড়া পোস্ট ইম্পসিবল। অথচ কোড দিয়ে পোস্ট করলে পোস্টের কন্টেন্টে সবগুলো কোড আসে না। এমনকি
বিবিকোড বসানোর পরও।৪. নোটিফিকেশন সিস্টেমে খালি আমার পোস্টের নোটিফিকেশন দেখা যায়। কিন্তু অন্য কারও পোস্টে কমেন্ট করলে সে রিপ্লাই দিল কিনা কিছুই নোটিফিকেশনে আসে। চাইলে দেখতে পারেন।
আরও অনেক সমস্যা। যেমন, রানা ভাইকে গালি দেওয়া।
অথচ সেই আইডিকে এখনো ব্যান করাই হয়নি।
সব জায়গাতেই স্পাম।
আপানারা কেউ এইরকম অনিয়ম দেখামাত্রই এখানে জানাবেন কমেন্টে। এদের লিস্ট তৈরি করে রানা ভাইকে দেওয়া হবে।
আর যারা বিভিন্ন হোস্টিং সাইট আপলোডেক্স, RevClouds এ ফাইল আপলোড দেয় তাদের উদ্দেশ্যে বলি যেসব এপস আপলোড দিবেন সেসব পেইড হলে ভাল হয়। প্লেস্টোরে যেসব এপস পাওয়া যায় সেগুলো দিয়ে লাভ নেই!
মানছি এর মাধমে যে টাকা পান তা দিয়ে আেনারা নেট খরচ চালান। কিন্তু কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এইসব কাজ করবেন না।।।।।
অনেক কস্টে মোবাইল দিয়ে পোস্ট টা লিখলাম। পিসি দিয়ে লেখলে হয়ত আরও কিছু লেখতে পারতাম।
যাই হোক এখুনি সচেতন হউন।ট্রিকবিডিকে টিউনার না, আপনারাই পারেন এগিয়ে নিয়ে যেতে।
সত্যের পথে চলুন,অন্যায়ের প্রতিবাদ করুন আর ধরিয়ে দিন।
জনস্বার্থে Riadrox.mixtrick
sayed101
chayan555
md-shohug-islam
Updating Red List per 6 hour..
Comment Your Red Tuner or Spammer's trickbd profile id
,
like trickbd/author/profile id