আসসালামু আলাইকুম। অনেকেই হয়ত খেয়াল করছেন, গত কয়েকদিন যাবৎ HMSHARIF নামে একজন টিউনার খুব স্পাম করে যাচ্ছে। যা কিনা আমারই আইডি। তাই জাহিদ
ভাই শুধু আমার বিরুদ্ধে একটা পোস্ট লিখে ফেলেছেন। আর মুফতী
ভাইয়ের পোস্টেও অনেকে আমার বিরুদ্ধে কমেন্টস করেছেন। কিস্তু ঐ পোস্টগুলো আমি করিনি। কোন এক হ্যাকার করেছে। কিন্তু আমার বোঝতে দেরী হয়ে গেছে। তাও যে বোঝতে পারলাম সেটাই শুকরিয়া।
এখন তাহলে কাহিনীটা বলিঃ
কিছুদিন আগে “বি এস রনি” নামের এক ফেসবুক ইউজার আমাকে মেসেজ দিলঃ
“wikisend.com/download/659262/
ডাউনলোড করে দেখুন।
আমি ভাবলাম, তাই যদি হয় তো ভালোই। trickbd র একটা নিজস্ব সফটওয়ার বের হয়েছে। trickbd যখন wapka তে ছিল, তখনও আমি Trickbd র সফটওয়ার Use করতাম। খুব আনন্দের সাথেই Soft টা ডাউনলোড করে ব্যাবহার করতে লাগলাম।
কিন্তু কে জানে, আমার আইডি হ্যাকারের হাতে চলে গেছে।
কিভাবে বোঝলাম?
আমার এক সময় সন্দেহ হল, আমি তো Trickbd তে রানা ভাই বা অন্য কোন টিউনার বা মেম্বারকে এই সফট সম্পর্কে কথা বলতে শুনিনি। তাই একটু ঘাটতেই বোঝে গেলাম। আমি কখনো টিউনার স্পেশালএ লগিন সম্পন্ন করতে পরিনি। লগিন করার চেষ্টা করলেই Server Down…. মেসেজ দেখায়। আর ওই লগিন পেজের মধ্যে যে ক্যাপচা কোডটা আছে এটা কখনোই পাল্টায় না। তবে এটা আগে খেয়াল করি নি।
যাইহোক, এখন আপাতত পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়েছি। সবাই সাবধানে থাকবেন।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
ফেসবুকে আমি HM Sharif