Site icon Trickbd.com

[Mega Post] Riadrox – ব্রো কেন রিপ্লাই দেয় না? সাথে কিছু পরামর্শ । সব্বার জন্য এই পোস্ট।

Unnamed

আপনারা অনেকে হয়ত ভাবছেন – Riadrox খুব অহংকারী।

↓↓↓

# রিয়াদ ব্র পেজ খুলে বসে আছে অথচ কারও মেসেজ এর রিপ্লাই দিচ্ছেনা।
# ভাবছেন আপনার সমস্যার সমাধান হয়ত আমার কাছে নেই তাই রিপ্লাই দেই না।
# অনেকে ভাবছেন শুধু আপনার মেসেজই রিপ্লাই দিচ্ছি না।
# অনেকে একটার পর একটা মেসেজ দিয়েই যাচ্ছেন তাও রিপ্লাই দিচ্ছি না।

এখন, আমার প্রশ্ন হলো আমি যদি আগামী সাত জন্মেও আপনাদের রিপ্লাই না দেই, তাহলে???

হ্যাঁ এটার উত্তর সবাই দিতে পারবেন। কেউ বলবেন না দিলেন, দরকার নেই। আবার কেউ উপরের (#) তিনটি কারন তুলে ধরবেন।।

সে যাই বলেন , আমার জায়গায় আপনি হলে বুঝতেন।

দাড়ান একটা উদাহরণ দেই,
রুট কি? এই প্রশ্নের উত্তর সবাই হয়ত জানেন, কয়েকজন ব্যতিক্রম।
এটাই স্বাভাবিক। এখন আপনি আমাকে প্রশ্ন করলেন রুট এর এডভান্সড বিষয়ে, ধরুন কাস্টম রম কিভাবে দিব??

অপরদিকে একজন জিজ্ঞেস করল ভাই রট কি। (লুল)
রট — রুট কে রট বানাইলাচে!!!
যাই হোক বল্লাম অনেক কষ্টে। ( যেমন মানুষকে বলা মানুষ কাকে বলে??)

আবার রিপ্লাই দিল ভাই – বুঝলাম না, আরেকবার ভাল করে বলুন।

## এবার আর বললাম না, ডাইরেক্ট রুট নিয়ে একটা পোস্টের লিংক দিয়ে দিলাম।

জানিনা লিংক এ ঢুকছে কি না, বলতিছে পোস্টটা পড়ে বুঝলাম না, আপনি বলুন তো।
মাথা গেল ঘুরে, এ ভাই পোস্টে স্ক্রিনশট, হেডিং দিয়ে সুন্দর করে বোঝানো আছে, সেটাই বুঝতিছেন না, আর আমি ফেসবুকে রিপ্লাই দিয়ে দিয়ে আপনাকে ১ ঘন্টা ধরে বোঝাব আর আপনি বুঝে যাবেন।

বলছে – না আপনার কাছ থেকেই শুনব।

দেখুন একজনের মেসেজ এর রিপ্লাই দিতেই কত প্যারা,,,
আর ডেইলি ৫০/৬০+ মেসেজ আসে। কিভাবে দিব।

ভাইয়ারা আমি ইন্টার ২য় বর্ষে পড়ি, শুনেছি এটা নাকি জীবনের উর্বর সময়। তাই পড়াশোনায় মন দিতে চাই।

এখন ১ টা পোস্ট লিখতে ১ ঘন্টা লাগে, পোস্টের আইডিয়া বের হতে তো ৩/৪ ঘন্টা মোবাইল ঘাটতে হয়।
পোস্ট দিয়ে আবার সব কমেন্টের রিপ্লাই দেওয়া, সাইটে ফাইল আপ দেওয়া গেল ৫/৬ ঘন্টা।
কলেজে যায় ৩/৪ ঘন্টা, প্রাইভেট এ ৩ঘন্টা, পড়ুম কখন??

তার ভিতর আবার ফেসবুকে এসে ৫০/৬০+ মেসেজ এর রিপ্লাই দিতে বলতিছেন।

কি এই কচি মাথাটা খেয়ে ফেলার বুদ্ধি আটছেন আপনারা!! :প

তার চেয়ে আমার কথা মন দিয়ে শোনেন।

## নিজেকে আমার জায়গায় বসান আর ভাবুন – রিয়াদ ভাই এতকিছু কিভাবে শিখল?? নিজের চেষ্টায়
নাকি মানুষের কাছে হেল্প চেয়ে চেয়ে?

আমি কারও হেল্প নেয়নি, নিবও না। কারনটা না হয় বললাম না।
একটা কথা আছে মানুষ একে অপরের হেল্প ছাড়া বাঁচতে পারে না,
ভার্চুয়ালে একথা আমার কাছে একবারে মিথ্যা, ধরুন এই, যে আপনার ফোনের কোনো সমস্যা হল – ফ্রেন্ডকে বলছেন, মেকারকে বলছেন।
কেন নিজে সমস্যাটা জানলে ক্ষতি কি??

জ্বরের ঔষধ প্যারাসিটামল এটা তো জানেন! কি কোনো ক্ষতি হয়েছে জানার ফলে।

একটা কথা মাথায় রাখবেন, মোবাইল মানুষকে সৃষ্টি করেনই, বরং মানুষই মোবাইলকে সৃষ্টি করছে।
তাহলে কেন ভয় পাচ্ছেন আপনার ফোনকে?

ও আরেকটা কথা মনে পড়ল, আপনাদের ভয় তো হবেই বয়স না হতেই দামি ফোন কিনে খুব সেনা হয়ে গেছেন।
কিনছেন তো সেলফি তোলার জন্য, তা আমি ভাল করেই জানি। অথচ,
১০ দিনের মাথায় কান্না জুড়ে দিছেন– এ্যাঁ, আমি ফোন রুট করুম !!


কারনটা কি ভেবে দেখেছেন কখনও?


মানুষ আগ্রহ – না না – তীব্র আগ্রহ নিয়ে জন্মায়। এ কারনে, মন চাইছে একটু রুট করে দেখি না কি হয়।
আবার ভয়ও লাগে রুট করলে যদি আমার দামি ফোনের কিছু হয়।

আপনি তো তাহলে বামুন হয়ে চাঁদে হাত দিয়েছেন। আমার প্রসঙ্গে আসি,
আপনার চেয়ে ফোনের নেশা আমার বেশি এটা শিয়র আমি।
তাই বলে,

আমি বোকার মত দামি সেট কিনে নিজের প্রতিপত্তি দেখাতে যাব না। কিনলে শেখাও হবে না কিছু, আবার কিছুদিন ইউস করে আফ আর সোস করতে হবে :p

আমি ফোন কিনেছি জেলিবিন, তারপর কিনব কিটক্যাট, তারপর ললিপপ, তারপর,,,,,,,,
এরকম কেউ কি ভেবেছেন? কেউ না, আমি জানি।
আপনারা বলবেন – অত ফোন কিনলাম না। একটাই ভালো।


কিন্তু আমি ভেবিছিলাম!!

দেখুন, আমার কি ভাগ্য,
আমার ফোনে আমি কিটক্যাট, ললিপপ, মার্শমেলো, এমনকি সদ্য রিলিজড্ নোগাট ও ইউস করেছি –
সেই জেলিবিন ফোনেই। আমার কি অতগুলা ফোন কেনা লাগল?? – লাগল না।

আমি কিন্তু জানতামও না এরকম হবে।

ইন্ডিয়ান একটা এডে দেখায় – Small milate jaw, Large banate jaw
এর বাংলা তো বোঝেনই আর বললাম না।

জীবনে উচু হতে প্রথম দিকে মাথা আপনাকে নিচু করতেই হবে।

Ex-
প্রথম দিকে নিচু হয়ে পথ দেখবেন, ভাল করে চিনে নিবেন। পরে উচু দিকে চেয়ে হাটলেও সমস্যা হবে না।
আর যদি প্রথম থেকেই উচু দিকে চেয়ে হাটেন তাহলে নর্দমায় পড়ে যাবেন।

এই ছিল আমার কিছু কথা। তবে,

আমার খুব আনন্দ হয় এই দেখে যে অনেকে আমার মত করে ট্রিকবিডিতে পোস্ট দিচ্ছে। যাই হোক তারা তো শিখেছে কিভাবে পোস্ট ডকোরেট করতে হয়

আমি আর বলব না, এটাই আমার মনোভাব, এটাই আমার চিন্তা।

আমার মন যা বলে, আজ কিছুটা শেয়ার করলাম, অন্যদিন হয়ত আরও একটু বলব।
আপনাদের মতবাদ ভিন্ন হতেই পারে, কিন্তু আমাকে জানাতে পারেন।

তবে সবার শেষে বলে রাখি, আমি পেজের মেসেজ এর রিপ্লাই দিব না।

যারা সংশ্লিষ্ট পোস্ট অনুযায়ী আমার পোস্টে কমেন্ট করবে তারাই রিপ্লাই পাবে। আর এই পোস্টের প্রতিবাদ জানাতে চাইলে কমেন্ট করুন।

ধন্যবাদ।

ভালো থাকুন ।


Writter: #Riadrox
FB Page: /myself.riadrox