[Tutorial][Mega Post] কিভাবে ট্রিকবিডিতে পোস্ট সার্চ (Search) করে খুঁজে বের করবেন – Founded by Riadrox
Intro
## ট্রিকবিডির সবাইকে ধন্যবাদ।
## আজকের পোস্টটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এটা অনেক দিন আগে শেয়ার করা উচিত ছিল। ক্ষমা করবেন।
TrickBD তে Search Option নেই
## খুব দুঃখজনক একটা ব্যাপার আর তা হলো ট্রিকবিডিতে কোনো সার্চ সিস্টেম নেই। যদিও ট্রিকবিডির এন্ড্রয়েড এপ এ এই সুবিধাটি পাবেন।
## প্রশ্ন হলো পোস্ট সার্চ করার কি কোনো উপায় নেই??
## আমি বলব, আছে।
## যেহেতু আমি বেশ কয়েক মাস ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছি আর সৌভাগ্যবশত ট্রিকবিডি ওয়ার্ডপ্রেস সাইট, তাই এর সার্চ সিস্টেম সম্পর্কে আমার জানা আছে।
## ওয়ার্ডপ্রেসে অটোমেটিক Search Post সিস্টেম করা থাকে। কিন্তু কাস্টমাইজেশন এর জন্য নিজেকে Search.php নামে ফাইল তৈরি করতে হয়। আমি জানি এগুলো আপনারা বুঝবেন না। এগুলো এডমিন ভাইয়ের জন্য।
## যেহেতু ট্রিকবিডির এডমিন এই সার্চ পেজ কাস্টমাইজেশন করেনি, তাই আমাদেরকে নরমালি সার্চ করতে হবে। যদিও এটা অতটা কঠিন না, তবুও মজার।
## আপনাদের কাজে লাগবে আশা করি।
কিভাবে সার্চ করবেন??
১) আপনার যেকোনো ব্রাউজার, যেটা দিয়ে আপনি নিয়মিত ট্রিকবিডি ভিজিট করেন। সেই ব্রাউজার দিয়ে ট্রিকবিডির হোমপেজে ঢুকুন।
ধরুন এরকম আসল। এবার URL বক্স এ ক্লিক করুন
URL ইডিট করার জন্য।
২) আপনি কি লিখে সার্চ দিতে চান সেটা লিখুন। ধরুন Airtel লিখে সার্চ দিবেন।
৩) লেখার পর সাবমিট দিন। সার্চ রেজাল্ট পেজে চলে যাবেন।তবে,
আপনি বুঝতেই পারবেন না এটা সার্চ রেজাল্ট পেজ।আগেই বলেছি এডমিন কাস্টমাইজ করেননি। একটু নিচে আসুন, Recent Posts এ পাবেন সার্চ রেজাল্ট। Airtel এর সার্চ রেজাল্টঃ
৪) যদি আপনার সার্চ কিওয়ার্ড দুটি শব্দের হয়, যেমন – Custom Rom
তাহলে, শব্দ দুটির মাঝে একটা প্লাস বসিয়ে দিন। (custom+rom) নিচের মত রেজাল্ট পাবেন।
৫) সার্চ কিওয়ার্ড বাংলা হলেও একই নিয়ম। যেমনঃ /?s=জিপি+ফ্রি+নেট
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
সবাইকে ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB