Site icon Trickbd.com

[Admin Request] ট্রিকবিডির সম্মানিত এ্যাডমিন/ইডিটর ও সকল টিউনার, কন্ট্রিবিউটর কে পোস্ট টি দেখার জন্য অনুরোধ করছি।

Unnamed

ট্রিকবিডি আমাদের সকলের জন্য অত্যান্ত প্রিয়। এটি একটি জ্ঞানের মুক্ত বিশ্বকোষ। ট্রিকবিডি যদি তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে তাহলে এটি টেকটিউনস কেও ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে কিছু শিখতে ও মানুষকে শিখাতে আসি। কাওকে ঠকানোর জন্য আসি না, কারোর সাথে প্রতারণা করার জন্য আসি না, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আসি না।

কিন্তু ট্রিকবিডির কিছু অসাধু টিউনার ট্রিকবিডিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ট্রিকবিডির সহয সরল মেম্বারদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করা যাচ্ছে। ট্রিকবিডিকে তাদের ব্যাবসার জন্য বেছে নিয়ে।

ট্রিকবিডির নীতিমালা অনুযায়ী প্রত্যেক টিউনার তার পোস্টের নিচে তার সাইটের লিংক দিতে পারবে। কিন্তু নীতিমালায় কোথাও দেখলাম না যে, পোস্টের নিচে সুন্দর করে টাইটেল করে ওয়েবসাইট তৈরি করার জন্য বিজ্ঞাপন দিতে পারবে। অথচ এটি দেখেও ট্রিকবিডির এ্যাডমিন ইডিটররা এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করেন না। এসব অসাধু টিউনার ওয়েবসাইট তৈরি করার নাম নিয়ে ট্রিকবিডির সহয সরল মেম্বারদের কাছ থেকে হাজার হাজার টাকা মেরে নিচ্ছে। আবার কেও কেও এটা করে নিজেদের অাখের গুজিয়ে নিচ্ছে। এককথায় এদের জন্য ট্রিকবিডি হয়ে গেছে- ব্যাকসায়িক কেন্দ্র, প্রতারণার আবাসস্থল। এনারা তাদের বিজ্ঞাপনে ব্যাবহার করেন সাইট তৈরি করে দৈনিক ২০০-৩০০ টাকা আয় করুন। অথচ তারা সাইট থেকে দিনে ৫০ টাকাও ইনকাম করতে পারেনা। যা ইনকাম করে সব ওয়েবসাইট তৈরি করার নামে মানুষদের সাথে প্রতারণা করে। তারা কি ধরনের বিজ্ঞাপন ব্যাবহার করে নিচে তার কিছু স্কিনশর্ট দিলাম।


———————————————————


———————————————————


———————————————————

অতএব ট্রিকবিডির এ্যাডমিন প্যানেলের কাছে আমাদের জোর দাবি এইসব বিজ্ঞাপনমূ্লক, প্রতারণামূলক পোস্টের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হোক। এবং এই নীতি চালু করা হোক- প্রত্যেক টিউনার তার পোস্টের শেষে শুধুমাত্র তার সাইটের লিংক বা ফেসবুক আইডি লিংক দিতে পারবে।

পরিশেষে একটা কথায় বলতে চায়- ট্রিকবিডি দীর্ঘজীবী হোক এই আমাদের সকলের প্রত্যাশা