Site icon Trickbd.com

যেসব Contributor গন অথর হতে চাচ্ছেন এদিকে আসুন।

Unnamed

আশা করি সকলে ভালই আছেন। আমিও ভালো। কিন্তু ট্রিকবিডির অবস্থা তো খুবিই খারাপ।?

যেসব কন্ট্রিবিউটর গন অথর হতে চাচ্ছেন আশা করি তারা পোস্ট টি পড়ে সামান্যতম হলেও উপকৃত হবেন। উপকৃত হলে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।? (আমাকে না ট্রিকবিডিকে)

রানা ভাই কোন পোস্ট করা মাত্র সকলে সেই পোস্টের নিচে শুধু একটাই কমেন্ট করে যায়। আর সেটা হলো –

Rana vai plz author koren??

amar post gula review koren?? etc (আমার মনে হয় এর প্রমানন দেয়ার প্রয়োজন নেই।)

কিন্তু এতে করে আপনাদের কতোটুকু উপকার হয় জানি না।

আবার ওনেকে ট্রিকবিডির পেজে কমেন্ট / মেসেজ করে যাচ্ছেন। কিন্তু আমার মনে হয় এতেও কোন লাভ হচ্ছে না।

আমি যতদুর জানি ট্রিকবিডিতে এখন প্রায় ২০,০০০ + পেন্ডিং পোস্ট আছে।

আর এখানে মেইন আডমিন ৩ জন। রানা ভাই, সাধিন ভাই আর নাসির ভাই।

এখানে রানা ভাই তো ব্যস্ত মানুষ উনি সব সময় ব্যস্ত থাকেন।?

নাসির ভাই আছেন ওনার জব নিয়ে। তাই তারা দুজনেই তেমন আক্টিভ থাকতে পারেন না।

এখন আমার জানা মতে ট্রিকবিডিতে নিয়মিত আক্টিভ থাকেন সাধিন ভাই।

আর সাধিন ভাইকে বলার পরেও যারা অথর হতে পারেন নাই আমি বলব তারা অথর হবার মতো মানসম্মত পোস্ট করতে পারেন নাই।

এছাড়াও ডেভেলপার প্যানেলে আরো কয়েকজন রয়েছে তারাও কোন সাহায্য করেন না। (যেমন- সম্রাট ভাই)

তো এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে আমি কিভাবে অথর হব?



⚫আমার জ্ঞান কিভাবে ট্রিকবিডির মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দিব?

হ্যা, আপনার উদ্দেশ্য যদি স্পাম করা না হয়ে থাকে যদি নিজের জ্ঞান ছড়িয়ে দিতে চান তবে অবশ্যই আপনি অথর হতে পারবেন।?

কিন্তু কিভাবে?



হুম কিভাবে। অথর হবার জন্য ট্রিকবিডির পক্ষ থেকে কিছু পরামর্শ-

প্রথমেই মান সম্মত কপিমুক্ত ৩ টার অধিক পোস্ট করুন। পোস্ট গুলো অবশ্যই এমন হতে হবে যা ট্রিকবিডিতে পুর্বে প্রকাশিত হয় নাই আর যেটা ভিজিটর দের উপকারে আসবে।

(আপনারা ওনেক আমাকেও মেসেজ করেছেন যে “ভাই অথর হব সাহায্য করেন”
অথচ একজন ছাড়া সকলের পোস্ট ই দেখলাম যে পাবলিশ হবার মতো যোগ্য না।)

এখানে আডমিন দের কি দোষ বলেন? আগে ভাল পোস্ট করেন তার পর অথর হবার চেষ্টা করেন।

যাই হোক আপনারা ভাল পোস্ট করার পর
এখানে গিয়ে ট্রেইনার রিকুয়েস্ট করুন।

এইবার নিচের দেয়া মেইল গুলোতে মেইল পাঠান। আপনার আপনার ইউজার আইডি, প্রফাইল লিংক এবং পোস্টের স্ক্রিনশট সহ।

⚫ rana01645@gmail.com

⚫ nasir.nobin@gmail.com

⚫ trickbd@yahoo.com

আর পোস্ট করার পুর্বে এই পোস্ট দুইটি একবার অবশ্যই পড়ে নিবেন।

TrickBD তে পোস্ট করার নীতিমালা।

TrickBD তে যেভাবে পোস্ট করবেন।

আশা করি ইতিবাচক ফলাফল পাবেন। আর এর পরেও যদি আপনাকে ট্রেইনার করা না হয় তবে বুঝবেন আপনার পোস্ট গুলো মানসম্মত হয় নাই।

এবার আসুন আমার নিজের পক্ষ থেকে কিছু উপদেশ দেই।

?

যেহেতু সাধিন ভাই এখন ট্রিকবিডিতে আক্টিভ থাকেন – তো আপনারা সাধিন ভাই এর সাথে যোগাযোগ করুন।

উনি দিনে অন্তত একবার হলেও এখন ফেসবুকে আসেন। আর হ্যা পাগলের মতো ওনার পোস্টে কমেন্ট বা টাইমলাইনে পোস্ট করবেন না।

সরাসরি মেসেজ করুন। ফ্রেন্ড রিকুয়েস্ট দিন। ফ্রেন্ড রিকুয়েস্ট আক্সেপ্ট না করলেও ওনি আপনাদের মেসেজ এর উত্তর দিবেন আশা করি।

সাধিন ভাই এর ফেইসবুক- শাহরিয়ার ইমন স্বাধীন

আর হ্যা কেউ যদি ওনার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে না পারেন তবে এমন কারো সাহায্য নিতে পারেন যিনি সাধিন ভাই এর ফ্রেন্ড লিস্ট এ আছেন বা যার সঙ্গে সাধিন ভাই এর যোগাযোগ রয়েছে।

এক্ষেত্রে আমাকেও মেসেজ করতে পারেন। যদি আপনি ভালো পোস্ট করেন তবে আমি সাধিন ভাইকে অবশ্যই আপনার কথা বলব।


আমার ফেইসবুক- Abdus Salam

আর আপনারা চাইলে রেজা ভাইকেও মেসেজ করতে পারেন উনি এক্ষেত্রে আপনাদের সাহায্য করতে পারেন। সাধিন, রানা, নাসির সকলের সঙ্গে ওনার যোগাযোগ আছে।

রেজা ভাই এর ফেইসবুক- Reja BD

[u]তো এতে করেও যদি আপনাদের কাজ না হয় তবে নাসির / রানা ভাইয়ের সঙ্গে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন। আর অনাদের থেকে সাড়া না পেলে ওনাদের লিস্টে যারা আছে তাদের থেকে সাহায্য নিন।[/u]

ওনাদের ফেইসবুক আইডি-

রানা ভাই- আফজালুর রহমান রানা

নাসির ভাই- Nasir Uddin Nobin

আর হ্যা আরেকটি কথা কিছু মানুষ নিজেকে ট্রিকবিডির আডমিন প্যানেল এর অন্তর্ভুক্ত বলে আপনার থেকে টাকা চাইতে পারে ভুলেও এই ফাদে পা দিবেন না।

আপনাদের অনেকের সাথে হয়ত এমন টা হয়েছে এমনকি আমার সাথেও হয়েছিল।?

এছাড়াও আপনারা ট্রিকবিডির সিনিয়র অথর জোবায়ের ভাই এর Author Group এ আড হতে পারেন। সেখানে সকল অথর ও আডমিনরা রয়েছেন।
আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে।

তো আমার টিপসগুলো অনুসরন করলে আপনি অথর হলেও হতে পারেন আর যদি না পারেন সেটা আপনার ব্যর্থতা।

আশা করি পরবর্তীতে কেউ কোন পোস্টের নিচে অথর হবার জন্য অনবরত কমেন্ট করে যাবেন না। এতে করে পরিবেশ নষ্ট হচ্ছে।

সবাই ভাল থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।