আসসালামু আলাইকুম
আশা করি ভালো আছেন।
আমার আজকের পোস্টটি রানা ভাইয়ের প্রতি।
রানা ভাই আমাদের প্রিয় ট্রিকবিডির অ্যাপে আমার জীবনের প্রথম পোস্টটি অফলাইনে লিখি। কিন্তুু ড্রাফট করার সময় লগইন করতে বলে। যদিও আগেই লগইন করা ছিল।
অফলাইনে থাকার কারনে সমস্যা মনে করে, অনলাইনে যাই। গিয়ে চেক করি। তাও একই সমস্যা। ড্রাফট পোস্ট কোনটিই করা যায় না। করতে গেলেই সমস্যা। লগইন করতে বলে। তখন মনে পড়ল এই ধরনের সমস্যার কথা এর আগেও একজন একটি কমেন্টে বলেছিল। তাই ভাবলাম সমস্যাটি অ্যাপেরই বোধহয়।
আর হ্যাঁ আমার অ্যাপ আপডেটেড। গতকাল ডাউনলোড করেছিলাম।
আশাকরি রানা ভাই যতদ্রুত সম্ভব সমস্যাটি সমাধান করবেন। আর অ্যাপে যতটি ক্যাটাগরি দেখলাম ওয়েবসাইটে তার কিছু নেই। এটিও দেখবেন আশাকরি।
আজ আর নয়। সমস্যা সমাধানের আশায় রইলাম।