কপি পেষ্ট এর ব্যাপারে বার বার বলার পরও অনেক ট্রেইনার কপি করে যাচ্ছেন।এরকম অনেক ট্রেইনার কে আমরা ট্রেইনার থেকে সরাচ্ছি প্রতিনিয়ত।
কোন জিনিষ পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন, তবে সেটা নিজস্ব ভাষায় নতুন করে লিখে।
ট্রিকবিডি কখনোই কপি পেষ্ট কে সমর্থন করে না।
এই পোষ্ট এর পরও কোন কপি পেষ্ট পোষ্ট পেলে তাকে কোন প্রকার ওয়ার্নিং ছাড়াই ট্রেইনার থেকে সরিয়ে দেয়া হবে ?
তাছাড়া অনেক ট্রেইনার ভুল বাংলা বানান ব্যবহার করে পোষ্ট করছেন যেটা সাইটের সৌন্দর্য নষ্ট করছে। বানানের ব্যাপারে তাদের কে আরেকটু যত্নবান হতে অনুরোধ করা হলো ?