বর্তমানে ইউটিউবিং বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে… তাই সকল ইউটিউবার দের স্বার্থে ট্রিকবিডি তে ইউটিউব সম্পর্কিত নতুন ক্যাটাগরী খুলে দেয়া হলো ~ https://trickbd.com/category/youtube-tips । এই ক্যাটাগরী তে শুধুমাত্র ইউটিউবিং এর বিভিন্ন টিপস, ট্রিকস শেয়ার করা যাবে।
নিচ থেকে ট্রিকবিডি এর যেকোন পোষ্টে ইউটিউব ভিডিও দেয়া সমপর্কিত নীতিমালা গুলো পড়ে নিলে আশা করে ইউটিউব ভিডিও ট্রিকবিডি তে পোষ্ট করা সংক্রান্ত সকল ঝামেলা এড়িয়ে চলতে পারবেন 🙂
ট্রিকবিডির যেকোন পোষ্টে ইউটিউব ভিডিও দেয়া সম্পর্কিত নীতিমালাঃ
১। যেহেতু ট্রিকবিডি একটি ব্লগ সুতরাং এখানে ভিসিটর রা কোন ব্যাপারে পড়ে জ্ঞান নিতে আসে… তাই অবশ্যই টপিক সমপর্কে প্রথমে বিস্তারিত ভাবে লিখে তারপর ভিডিও শেয়ার করতে হবে। শুধুমাত্র ভিডিও দিয়ে পোষ্ট করলে সেটি ডিলেট করে দেয়া হবে এবং পোষ্টকারী অথর কে ওয়ার্নিং অথবা ট্রেইনার থেকে রিমুভ করা হবে।
২। কোন ভিডিও দিলে অবশ্যই embed অবস্থায় দিতে হবে… যেন সাইট থেকেই ভিডিও দেখা যায়… একটি ভিডিও একটি পোষ্টে শুধুমাত্র একবার ই embed অবস্থায় থাকতে পারবে। [ভিডিও তে গুরুত্ত্ব বুঝে যেকোন জায়গায় embed করা যাবে তবে embed করার আগে ভিডিও সম্পর্কে বলে নেয়া ভালো ]
যেভাবে ভিডিও embed করবেনঃ
মোবাইল থেকেঃ
মোবাইল থেকে ভিডিও embed করতে
এরকম BB code ব্যবহার করুন
উদাহরনঃ
পিসি থেকেঃ
পিসি থেকে পোষ্টে ভিডিও embed করতে চাইলে মোবাইলের মতো BB code ব্যবহার করতে পারেন অথবা “Add media” তে গিয়ে “Insert from” url এ আপনার ভিডিও এর লিংক টা দিতে পারেন… সয়ংক্রীয় ভাবে ভিডিও টি পোষ্টে embed হয়ে যাবে।
৩। পোষ্টে কোন প্রকার ভিডিও এর লিংক শেয়ার করা যাবে না embed ছাড়া
৪।পোষ্টের একদম শেষে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সৌজন্য মূলক ভাবে চ্যানেল লিংক দেয়া যাবে… কোন প্রকার দৃষ্টি কটু অথবা বড় আকারের ব্যানার ব্যবহার করা যাবে না 🙂
( মনে রাখবেন আপনার পোষ্টের মান এবং ভিডিও এর মান ভালো হলে এমনিতেই মানুষ আপনার চ্যানেল সবস্ক্রাইব করবে… পোষ্ট কন্টেন্ট খারাপ হলে যতো বড় আকারের ব্যানার ই দেন না কেন কেউ আপনার চ্যানেল ভিসিট করবে না। )