Site icon Trickbd.com

আসুন কিছু পরামর্শ দেই আর ট্রিকবিডিকে আরও সমৃদ্ধ করি! রানা ভাই নাসির ভাই স্বাধীন ভাইকে দেখার অনুরোধ।

Unnamed


আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন,,,
আজ কোনও টিউন নয়,, আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ট্রিকবিডিকে সমৃদ্ধ করা যায়।
১ম এই রানা ভাইকে একটা স্পেশাল থ্যাংকস দেব এরকম একটা প্লাটফর্ম তৈরি করার জন্য।
ট্রিকবিডিতে এডমিন বলতে রানা ভাই হল এডমিন,,, নাসির ভাই ইঞ্জিনিয়ার,,,আর স্বাধীন ভাই হচ্চে এডিটর,, এরাই হচ্ছে এডমিন প্যানেল।।।
আর আমরা যারা আছি তারা হলাম টিউনার।
আরেকদল আছে যারা হচ্ছে কন্ট্রিবিউটর,,,,,, কন্ট্রিবিউটর রা সবাই চায় তাদের পোস্ট পাবলিশ হোক,,,,কিন্ত টিউনার হতে গেলে যে কতটা পথ পাড়ি দিতে হয় তা আমার চেয়ে কেও ভাল জানেনা,,,,,,।
তাই আমি নিজে থেকে চেয়েছি পোস্ট করে হেল্প করতে না পারলেও টিউনার করে হেল্প করতে,, তাই আমি টিউনার হউয়ার পরে রানা ভাইকে মোট ৪ টা রিকোয়েস্ট করেছি যাতে তিনি ৪ টা রিকোয়েস্ট ই রেখেছেন।

আমি রানা ভাইকে OMAR SHARIF SHARKAR
Marz shupta
এই ২ আইডি থেকেই এসএমএস দেই।
আসলে আমার কাছে যারা এসেছিল তারা সবাই ছিল মানসম্মত পোস্টকারী তাই আমি হয়ত তাদের রিকোয়েস্ট রাখতে পেরেছিলাম।
আমার একটা কথা হচ্ছে যে টিউনার বানাতে আগ্রহি (যেমন রেজা ভাই) এমন কিছু লোকদের কে এডমিন প্যানেলে না হলেও এমন ব্যাবস্থা করে দেয়া যাতে তারা হয়ত সরাসরি টিউনার বানাতে পারবে নয়ত টিউনার হউয়ার জন্য সরাসরি সুপারিশ করতে পারে।
আশা করি রানা ভাই বিষয়টি ভেবে দেখবেন,,,এতে করে ট্রিকবিডিরই উন্নতি হবে আশা করি,, আর আশা করব কখনো কোনও অযোগ্য লোকের রিকোয়েস্ট নিয়ে যাবনা আর আপনিও আমাকে ফেলবেন না।
আর আমার ট্রিকবিডিতে আসার এটাকেই পুরস্কার হিসেবে ভেবে নেব।
কারন আমিই ১মম ব্যাক্তি যে যার কোনও ইউটিউব চ্যানেল নাই,,,নাই কোনও সাইট।
বিশ্বাস না হলে পিছনের পোস্ট গুলি দেখে আসিতে পারেন।
[ আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হল আমি কি ভাল কাজ করছি নাকি আমি কি ভাল কাজ করছি? অবশ্যই জানাবেন]
আর কমেন্ট এডিটের বিষয়ে অনেক অনুরোধ আসতেছে তাই বলব এই বিষয়টাও ভেবে দেখতে,,,,আর এমন ভাবে করা হোক যাতে ফেসবুকের মত এডিট হিস্টোরি থাকে,,,,।
আর একটা পরামর্শ হচ্ছে কমেন্ট এ লাইক বাটনের ব্যাবস্থা করা,,,,,।
ধন্যবাদ,,,, রানা ভাইকে এতক্ষন ধরে পোস্ট টা পরার জন্য।

বিঃদ্রঃ এটা ছিল আমার পরামর্শ আপনাদের আরও কোনও পরামর্শ থাকলে কমেন্ট এ লিখতে ভুলবেন না।
Exit mobile version