ট্রিকবিডির সাথে আছি অনেকদিন। বিশেষ করে ওয়ার্ডপ্রেসে সাইট হোস্ট করার পর থেকে। নিয়মিত পোস্ট করছি। কিন্তু আমার একটা জিনিস খেয়াল হলো যে, ট্রিকবিডিতে ‘টিপ্স এবং ট্রিক্স’ নামের কোন বিভাগ নেই। অথচ সাইটের নাম ট্রিকবিডি। এটা খুবই হাস্যকর একটা ব্যাপার।
ট্রিকবিডিতে আমরা আসি বিভিন্ন ট্রিক্স শিখতে বা আমাদের জানা ট্রিক্সগুলো অন্যদের সাথে শেয়ার করতে। কিন্তু খুবই দুঃখের বিষয় ট্রিকবিডিতে ‘ট্রিক্সের’ কোন বিভাগই নেই। তাই আমি মনে করি, ট্রিকবিডিতে ‘Tips and tricks’ নামের একটি বিভাগ খোলা উচিৎ। তাহলে আমরা আমাদের জানা ট্রিক্স গুলো ওই বিভাগে পোস্ট করতে পারবো। আর উক্ত বিভাগটি না থাকায় আমরা উল্টাপাল্টা বিভাগে উল্টাপাল্টা পোস্ট করে থাকি।
যাইহোক, আমি তো আর সাইটের এডমিন না। আমার কথায় কিই বা আর হবে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখলেই বোধহয় সাইটের জন্য ভালো হবে। আশা করি অন্যরাও আমার কথার সাথে একমত। কমেন্টে আপনার মতামত তুলে ধরুন আর বিভাগটি খোলার জন্য আবেদন করুন।
সবাই ভালো থাকবেন।