Site icon Trickbd.com

[Notice][Solution] যাদের ট্রিকবিডিতে স্ক্রিনশট আপলোডে সমস্যা হচ্ছে তারা দেখুন + সুপার স্পিডে ও একাধিক স্ক্রিনশট আপলোডের উপায়।

Unnamed

ট্রিকবিডির কাজ চলছে তাই সার্ভারের সমস্যা হচ্ছে।

ট্রিকবিডিতে Author কিংবা Contributor সবারই স্ক্রিনশট আপলোডের প্রয়োজন পড়ে। প্রতিদিন একশ থেকে হাজারটি করে স্ক্রিনশট আপলোড হয়।

তবে গত কয়েকদিন ধরে স্ক্রিনশট আপলোডে প্রচুর সমস্যা হচ্ছে। এতে বিপাকে পড়ছেন নিয়মিত পোস্টকারিরা।

## আমি আজ একটা উপায় বলে দিব, যে উপায়ে আপনও খুব সহজে ও দ্রুত স্ক্রিনশট আপলোড করতে পারবেন। এমনকি ট্রিকবিডির কাজ শেষ হলেও এভাবেই আপনারা আপলোড করতে পারবেন।

## যারা অলরেডি জানেন তারাও এভাবে স্ক্রিনশট আপলোড করবেন, এতে দ্রুত আপলোডের কাজ সম্ভব হবে।

যা যা প্রয়োজনঃ

## Puffin Browser ( পাফিন ব্রাউজার দ্রুত আপলোড ও ব্রাউজিং জন্য কাজে লাগবে।)

অন্য ব্রাউজার হলোও চলবে, তবে দ্রুততার গ্যারান্টি দিতে পারবো না। নিচ থেকে ফ্রি অথবা প্রো ভার্সনের পাফিন ডাউনলোড করে নিন। 

আপনি চাইলে আমার মত রেগুলার পাফিন দিয়ে ট্রিকবিডি ভিসিট করতে পারেন।

যেভাবে স্ক্রিনশট আপলোড করবেনঃ

## Puffin Browser ইনস্টল করে ওপেন করুন। Next Next দিয়ে Get started এ ক্লিক করুন।

## এবার এই এড্রেসে যান। লগিন করুন।

https://trickbd.com/wp-admin/

## নিচের মত ড্যাচবোর্ড ওপেন হবে। সাইডের নেভিগেশন বারে ক্লিক করুন।


## Media তে ক্লিক করুন এবং Add New এ যান।

## Switch to multi-file uploader এ ক্লিক করুন।

## Select Files এ ক্লিক করুন। 

## Choose From Local এ ক্লিক করুন আর গ্যালারি থেকে স্ক্রিনশট আপলোড করুন।

## খুব দ্রত আপলোড হবে। 100%,  Crunching এগুলো মাথায় না নিয়ে Continuosly স্ক্রিনশট গুলো আপলোড দিতে পারবেন। যেমন, আমি দিয়েছিঃ

## এবার Trickbd.com >> New Post >> Add Screenshot এ যান, দেখবেন স্ক্রিনশট অলরেডি এখানে চলে এসেছে, যেগুলো আপলোড করেছিলেন।

## এখান থেকে কোডগুলো কপি করে আপনার পোস্টে বসান।

ধন্যবাদ।

?????????????????????????????????☺☺??☺☺???

## by Riadrox

Email: riadrox@gmail.com

Facebookfb/myself.riadrox

Exit mobile version