Site icon Trickbd.com

[Official] সকল মেম্বারদের উদ্দেশ্যে একটি জরুরী বিজ্ঞপ্তি।

Unnamed

এতদ্বারা ট্রেইনার,কন্ট্রিবিউটর,সাবস্ক্রাইবার নির্বিশেষে ট্রিকবিডির সকল মেম্বারদের জানানো যাচ্ছে যে,
বর্তমানে অনেক ট্রেইনারই ট্রিকবিডিতে মানহীন এবং ইনকামের উদ্দেশ্যে পোষ্ট চালিয়ে যাচ্ছেন।
তাছাড়া একই বিষয়ের উপর বারবার পোষ্ট লিখে নতুনদের জন্য টাইটেলে চালিয়ে দিচ্ছেন।
এমবস্থায় সকলের প্রতি অনুরোধ এই যে,
আপনারা সকলে ট্রিকবিডি পরিবারের সদস্য হিসেবে দায়িত্ব ও কর্তব্য মনে করে কোনোরকম নিয়মবহির্ভূত পোষ্ট দেখলেই রিপোর্ট করে এডমিনদের জানাবেন।
ব্যস্ততার কারণে অনেকসময় সবগুলো পোষ্ট চেক করে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়না।
কিন্তু কোনো পোষ্টে একটি নির্দিষ্ট সংখ্যক রিপোর্ট পড়লে তার নোটিফিকেশন আমরা পাই।
ফলে ব্যবস্থাগ্রহণ করতে সহজ হয়।
কিন্তু মেম্বারদের অনীহার ফলে এই কাজটি ব্যাহত হচ্ছে।
যার দরুন সাইটে মানহীন পোষ্ট বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অতএব সকলের প্রতি অনুরোধ,আপনারা মানহীন ও নিয়মবহির্ভূত পোষ্ট দেখলেই রিপোর্ট করবেন।

বিশেষ করে ট্রেইনারদের স্বার্থে রিপোর্ট করা উচিৎ।
অনেক ট্রেইনার কপি পেস্ট করে পেমেন্ট পেয়ে যায়।
আবার অনেকেই সারাদিন খেটেখুটে খুব কম পরিমাণে পেমেন্ট পাচ্ছে।
যেটা অন্যায্য।
আমরা ক্রিয়েটিভদেরকেই খুঁজছি।
এক্সট্রা পরিকল্পনা রয়েছে তাদের নিয়ে।
তাই প্রকৃত লেখকদের ন্যায্য পুরষ্কার নিশ্চিত করতে কপি পেস্ট,রেফারযুক্ত পোষ্ট,সরাসরি প্রমোশনাল পোষ্ট,দু’য়েক লাইনের পোষ্ট,ইত্যাদি সমস্যায় জর্জরিত পোষ্ট দেখলে দেরি না করে সাথে সাথেই রিপোর্ট করবেন।
তাছাড়া,বর্তমানে অনেক ট্রেইনার এপ/গেইম রিভিউর নামে নিজে ট্রাই না করেই প্লে স্টোরে দেয়া রিভিউ বাংলায় অনুবাদ করে পোষ্ট করছেন,যেটি এপ রিভিউর অন্তর্ভূক্ত হয়না।
এরকম পোষ্টেও পেমেন্ট দেয়া হবেনা।
এপ রিভিউতে নূন্যতম ফিচার এবং স্ক্রিনশট সহ নিজের অভিজ্ঞতাও মতামত উল্লেখ থাকা আবশ্যক।

ট্রিকবিডিতে করার আগে কেউ একই পোষ্ট অন্যকোনো সাইটে করলেও রিপোর্ট করবেন।
ক্ষেত্রেবিশেষে (কিছু ব্যতিক্রম রয়েছে) এরকম পোষ্টেও পেমেন্ট দেয়া হবেনা।

এই ঘোষণার মূল কারণ হলো,
ট্রিকবিডির মানোন্নয়ন এবং লেখকদের ন্যায্যমূল্য প্রদান।

স্প্যাম/অন্যকোনো সমস্যা দেখা গেলে ও সরাসরি রিপোর্ট করা যাবে।

এটি হবে আইডি রিপোর্ট।
এরজন্য এই লিংকে গিয়ে বিস্তারিত কারণ লিখে জমা দিতে হবে।আমরা চেক করে ব্যবস্থাগ্রহণ করবো।

রিপোর্টারদের (যাদের রিপোর্টে একশন নেয়া হয়) জন্যও আলাদা ব্যাজ দেয়ার পরিকল্পনা রয়েছে।এই ব্যাজগুলো হবে ট্রিকবিডি পরিবারের প্রতিটি সদস্যের পারিবারিক মর্যাদার মাপকাঠি।পয়েন্ট হিসেবেই মূলত এই ব্যাজ দেয়া হবে।সুতরাং যাদের পয়েন্ট বেশি হবে,তারাই অধিক সম্মানিত হবে।তবে ম্যানুয়াল সিস্টেমও থাকবে।

সুতরাং, পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্য মনে করে সবাই সাইটে কন্ট্রিবিউট করুন এবং ট্রিকবিডিকে সামনে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখুন।