Spotify Lite Mod Tutorial

আসসালামু আলাইকুম। 
আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।

আজকে আমরা দেখবো কীভাবে Spotify Lite Mod করে এর সব প্রিমিয়াম ফিচার গুলো ব্যাবহার করবো। আর Chorki Premium পোস্টের শেষে পেয়ে যাবেন।

মুড করার জন্য আমাদের দুইটা App লাগবে সেগুলোর ডাউনলোড লিংক পোস্টের নিচে দেওয়া থাকবে।

প্রথমেই Play Store থেকে Spotify Lite এর লেটেস্ট ভার্সিটি ইন্সটল করে নিবো। আমার App টি এখন ফ্রি অবস্থায় আছে।

আপনার Account লগিন করতেও পারেন। আবার না করলেও সমস্যা নাই।

এবার MT Manager ওপেন করে উপরের বাম দিকে মেনু বাটনে ক্লিক করে। Extract অপশনটি সিলেক্ট করবো।

তারপর Locate বাটনে ক্লিক করবো।

এখানে (.apks) ফাইল পাবো এটা আমাদের Apk বানাতে হবে। Apk বানানোর জন্য আপনার NP ম্যানেজার App টাও ব্যাবহার করতে পারেন। তবে আমি আজকে Antisplit VIP App টি ব্যাবহার করবো।
Antisplit VIP ওপেন করার পর Select File বাটনে ক্লিক করবো।

তারপর MT2>apks ফোল্ডারে গিয়ে Spotify File টি সিলেক্ট করবো।

তারপর Merge বাটনে ক্লিক করবো। তাহলে apks থেকে apk তে কনভার্ট হয়ে যাবে। এখন MT Manager ওপেন করবো। তারপর Spotify File এ ক্লিক করে View বাটনে ক্লিক করবো।

এখন এখানে যেকোনো Classes.dex ফাইলে ক্লিক করবো।

 

তারপর Dex Editor Plus সিলেক্ট করবো।

এখন Select All বাটনে ক্লিক করে OK বাটনে ক্লিক করবো।

এখন ডান কোনার Strings বাটনে ক্লিক করবো।

তারপর Filter বাটনে ক্লিক করবো।

এখানে সার্চ বক্সে premium লিখবো, Exactly match টিক মার্ক দিবো তারপর Ok বাটনে ক্লিক করুবো।

এখানে সব ক্যাপিটাল লেটার এ PREMIUM লিখা অপশনটিতে ক্লিক করবো।

তারপর সার্চ বাটনে ক্লিক করবো।

এখন এখানে যেটাতে v1 লিখা থাকবে সেটাতে ক্লিক করবো।

যেই পেজ আসবে এখানে প্রথম লাইনে a: লিখা আছে এটা সিলেক্ট করবো। তারপর উপরের কম্পাসের মতো আইকোনে ক্লিক করুবো।

তারপর a লিখা লাইনে চাপ দিয়ে ধরে রাখবো।

তারপর Find usages বাটনে ক্লিক করবো।

তারপর Find all usages বাটনে ক্লিক করবো।

এখানে ৩ নাম্বার লাইনে ক্লিক করবো।  এখানে  এই  লাইনটা  সবসময়  নাও থাকতে পারে । ৩ নাম্বারে  লাইনটা  না  পেলে প্রতিটা  লাইনে এককবার  একবার  করে ক্লিক  কররবেন।

এখানে ৫৯ নাম্বার লাইনের b: সিলেক্ট করে Go to বাটনে ক্লিক করুন। এর আগে আমরা a সিলেক্ট করেছিলাম।

এরপর  cond_16 লাইনের  নিচে আগে  যে  লাইনটি  কপি করেছিলাম  সেই  লাইনটি  পেস্ট  করবো ।

তারপর  এখানে  যেই  লাইনটি পেস্ট  কুরলাম  সেটা  একটু  এডিট  করতে  হবে।  এখানে  sput  এর পরিবর্তে  sget  লিখবো  এবং নিচের  লাইনে  p2  / v2  যেটাই  লিখা থাক্কুক  না  কেনো  নিচের  লাইনে  যেটা  লিখা থাকবো  সে  অনুসারে  পরিবর্তন করতে হবে।

এরপর Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।

তারপর App টি Install করুন। এবং নতুন বা পুরাতন Account লগিন করুন। তাহলে দেখবেন অ্যাপটি মুড হয়ে গেছে।



যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

15 thoughts on "Spotify Lite Mod Tutorial – যেভাবে Spotify Lite মুড করবেন (Free Chorki Premium)"

  1. Abdul Quader Zilani Contributor says:
    ভাই এত্ত কাজ করতে পারবো নাহ ডিরেক্ট অ্যাপ টা দেন
    1. zerox Author Post Creator says:
      Telegram Channel এ দেওয়া আছে ভাইজান।
  2. TECH_PAGLA Contributor says:
    চরকি মুড মেইক টিউটোরিয়াল আনো
    1. zerox Author Post Creator says:
      এগুলা Trickbd তে পোস্ট করা নিষেধ আছে ?।
      চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, ওখানে আস্তে আস্তে সব দিবো।
    2. RexBoyShahin Contributor says:
      Vaiya ludo King app e room code banate gele unlock Korte hoy emon ki onek coin lage ..mode apk anen p.l.z
  3. sabbir. Contributor says:
    vai, BR Explorer app e screenshot newa jay na; eta jodi ektu mod kora dekhaten. (package name com. suncrops. brexplorer)
    1. jammesop007 Contributor says:
      Use lspacther
  4. Mr 360° Contributor says:
    সবুর ভাইয়ের পোস্ট দেখে নিজের নামে চালায় দিচ্ছেন ??… নিজে তো কিছু পারেননা ?
    1. zerox Author Post Creator says:
      হুম, আমি সাবুর ভার এর থেকে শিখেছি।
      তাহলে কী আমি অন্য কোথাও শিখাতে পারবো না। এমনটাতো সাবুরভাই কোথাও বলেন নি।
      আমি উনার থেকে শিখে অন্য জনকে শিখাচ্ছি।
  5. jammesop007 Contributor says:
    ভাইয়া শুধু a: রিপ্লেস না শিখিয়ে কোনটা কি মিন করে সেটা বুঝান ???
    1. zerox Author Post Creator says:
      আচ্ছা, এর পর থেকে লক্ষ্য রাখবো।
  6. Mr 360° Contributor says:
    Sabur Vai ar kach theke sikhsen credit to dite parten
    1. zerox Author Post Creator says:
      আমি তো উনার পোস্ট বা ভিডিও কপি করিনি যে আমি উনাকে ক্রেডিট দিবো।
      আমি এখানে আমার মতো করে দেখালাম। আমি যদি কপি করতাম তাহলে অবশ্যই ক্রেডিট দিতাম।
    2. Forhad Rahman Author says:
      ক্রেডিট দেয়া লাগে না রে ভাই, লাস্টে জাস্ট Thanks to Sabur Bhai এইটুক লিখে দিলেই কমেন্টে এত চিল্লাপাল্লা শুনতে হত না। কৃতজ্ঞতা স্বীকার করলে মানুষ ছোট হয় না, আরো উদার মানসিকতার পরিচয় দেয়।

Leave a Reply