1.1.1.1 VPN Mod Tutorial

 

আসসালামু আলাইকুম।

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।

আজকে আমরা দেখবো কীভাবে 1.1.1.1 VPN Mod করা যায়। একেবাবে সহজ নিয়মে। মাত্র ২ মিনিটেই মুড করতে পারবেন।

যে যে App লাগবে সেগুলো পোস্টের নিচে দেওয়া থাকবে। আর Chorki Premium পোস্টের শেষে পেয়ে যাবেন।

প্রথমে Play Store থেকে 1.1.1.1 VPN ইন্সটল করে নিবো। তারপর MT Manager ওপেন করে Extract Apk বাটনে ক্লিক করবো।

তারপর 1.1.1.1 VPN সিলেক্ট করে Extract Apk বাটনে ক্লিক করবো৷ কিছু টাইম লাগবে, তারপর Locate বাটনে ক্লিক করবো। এখন ফাইল ম্যানেজারে আমরা যেই 1.1.1.1 VPN এর ফাইল পাবো সেটা apks ফরমেটে থাকলে সেটা আমরা apk বানাই নিবো। এই কারনে আমি এখানে Antisplit VIP App টি ব্যাবহার করবো৷ আপনারা চাইলে NP Manager ও ব্যাবহার করতে পারেন। তবে আমার মতে Antisplit VIP App টাই ব্যাবহার করলে ভালো হবে। NP Manager এর একেক ভার্সনে মাঝে মাঝে app এ কনভার্ট হতে সমস্যা করে।

Antisplit VIP ওপেন করার পর Select File বাটনে ক্লিক করবো। 

তারপর MT2>apks ফোল্ডারে গিয়ে 1.1.1.1 VPN এর ফাইলটি সিলেক্ট করবো। 

তারপর Merge বাটনে ক্লিক করবো তাহলে App এ কনভার্ট হয়ে যাবে। এখন MT Manager ওপেন করবো। তারপর 1.1.1.1 VPN এর apk ফাইলে ক্লিক করে view বাটনে ক্লিক করবো।

তারপর Classes.dex ফাইলে ক্লিক করে Dex editor plus বাটনে ক্লিক করবো। এখানে classes.dex ফাইল বেশ কয়েকটা থাকতে পারে সেক্ষেত্রে যেকোনো একটাতে ক্লিক করলেই হবে। তারপর select all এ ক্লিক করে dex editor plus বাটনে ক্লিক করতে হবে।

এখন Strings বাটনে ক্লিক করব। 

তারপর filter বাটনে ক্লিক করবো।

তারপর সার্চ বক্সে unlimited লিখে সার্চ করবো।

তারপর যেই সার্চ রেজাল্ট পাবো। এখানে বড় হাতের অক্ষরে যে UNLIMITED লিখা থাকবে সেটাতে ক্লিক করে Search বাটনে ক্লিক করবো। 

তারপর নিচের লাইনে ক্লিক করবো। যেটাতে v2 লিখা থাকবে সেটাতে

এখানে FREE, LIMITED, UNLIMITED লিখা দেখতে পাবেন। এখানে আমাদের কাজ শুধু FREE আর Unlimited এ। 

এখানে Free আর Unlimited লিখার নিচের লাইনে const/4 যেই লাইনটা আছে এই লাইনের শেষে 0x0 & 0x2 আছে এখানে 0 এর জায়গায় 2 লিখবো এবং 2 এর জায়গায় 0 লিখবো। 

আমাদের মুড হয়ে গেছে। এখন Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো। তারপর Save & exit। বাটনে ক্লিক করবো।

 

তারপর 1.1.1.1 VPN এর ফাইলটি ইন্সটল করবো। এখন ওপেন করলে দেখতে পাবেন app টি মুড হয়ে গেছে।



যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

23 thoughts on "1.1.1.1 VPN Mod Tutorial – যেভাবে 1.1.1.1 VPN মুড করবেন (Free Chorki Premium)"

  1. Avatar photo Md Swapon Mia Contributor says:
    Cupidabo মুড চাই ?
    1. Avatar photo zerox Author Post Creator says:
      ???
  2. Avatar photo Danger Rafi Author says:
    Nice…Successfully moded…
    1. Avatar photo zerox Author Post Creator says:
      ?
  3. No Name134 Contributor says:
    ভাইজান mod করে নেওয়া টা ভালো হবে নাকি বটের মাধ্যমে যে এমবি পাওয়া যায় warp+ এর সেটা ইউজ করলে ভালো হবে ?
    আর এই mod করার পর প্লে স্টোর থেকে আপডেট দিলে কি আবার mod করা লাগবে ?
    1. Avatar photo SABBiR Author says:
      আপডেট হবেই না, কেটে নতুন করে ইন্সটল দিয়ে আবার মড করা লাগবে।
  4. Al Imran Contributor says:
    Kill sengcar করা লাগবে না৷ ভাইয়া!আপনি কি mtvip use করেন
    1. Avatar photo zerox Author Post Creator says:
      Kill Signature করে আমার ফোনে app ওপেন হচ্ছিলো না এটা।
  5. Avatar photo SABBiR Author says:
    সুন্দর পোস্ট ভাই, তবে এতো ঝামেলা না করে Key ইউজ করাই বেটার।
    1. Avatar photo zerox Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইজান
    2. Avatar photo Somrat Ahmed Contributor says:
      key pan koi?
  6. Avatar photo Reza Author says:
    Eita diye ki bdix speed bypass hoy?
    1. Avatar photo zerox Author Post Creator says:
      না
  7. Avatar photo Naim Islam Contributor says:
    ভাই আপনার মুড করাটার ডাউনলোড লিংক দেন।
    1. Avatar photo zerox Author Post Creator says:
      Channel এ দেখেন ভাইয়া দেওয়া আছে।
    2. Avatar photo Naim Islam Contributor says:
      ভাই লিংটা যদি কমেন্টে দিতেন ভালো হতো।
    1. Avatar photo zerox Author Post Creator says:
      ধন্যবাদ ভাই ?
  8. MD Kaiom Subscriber says:
    Vai ei app diye apk clone kora jabe?
  9. Avatar photo samim ahshan Author says:
    Hotspot shield,, india vpn এগুলো মুড হয় না?
    1. Avatar photo zerox Author Post Creator says:
      try করে দেখতে হবে।
  10. Jonh123 Contributor says:
    ভাই যেই কোন অ্যাপ মুড করব কিভাবে
    1. Avatar photo zerox Author Post Creator says:
      একেকটা App এর নিয়ম একেক রকম। তবে বিভিন্ন app মুড করতে করতে শিখে যাবে সব বিষয়।
      আমিও সব app এখনো মুড করতে পারি না।

Leave a Reply