Site icon Trickbd.com

হাজার হাজার লাইভ টিভি এবং সিরিজ দেখুন সম্পূর্ন ফ্রী [2nd Part]

আসসালামু আলাইকুম ।

এর আগেও আমি IPTV নিয়ে একটি পোস্ট করেছি এটি আমার তৃতীয় পোস্ট ….

এর আগের Post এ আপনারা ভালো Response করেছেন । এরজন্য আজ আবার দীর্ঘ দিন পর নতুন Post নিয়ে আসলাম।

সবকিছু ঠিক আগের মতোই তাই বেশি কথা না বলে। সরাসরি পোস্টে চলে যায়।

 

এর আগের পোস্ট দেখে আসতে পারেন।

 

 

কিভাবে ব্যাবহার করবেন ?

আমার দেখানো নির্দেশনা গুলো মেনে আপনি নিজেই ব্যাবহার করতে পারবেন।

প্রথমে আমাদের প্রয়োজন হবে OTT Navigator Download লিংক নিচে দেওয়া থাকবে।

 

এবার অ্যাপটি চালু করুন। এরকম কিছু দেখতে পাবেন।

এবার Add Provider এ চাপ দিন

 

 

 

 

URL এবং MAC Address বসিয়ে Apply এ চাপ দিন।

 

এরপর আর কোন কাজ নেই একটু Loading নিয়ে Home Page এ নিয়ে যাবে।

 
এবার চ্যানেল লিস্ট দেখে নেওয়া যাক।

 

তো এখন app এর কিছু screenshots দেখে নেই।

 

 

 

 

App Link

Accounts Link

 

 

Iptv Related

Telegram channel

Telegram group

 

সো কেমন ছিল আজকের এই টপিক এবং আপনার পোস্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট জানাবেন।

যেকোন সমস্যা হলে মেসেজ করবে সোসিয়াল মিডিয়া Account এ ধন্যবাদ।

 

ফেসবুক আইডিঃ Facebook

টুইটার আইডিঃ Twitter 

ইনস্টাগ্রাম আইডিঃ Instagram

টেলিগ্রাম আইডিঃ  Telegram

Exit mobile version