Power Director Mod Tutorial – যেভাবে Power Director মুড করবেন

আসসালামু আলাইকুম। 

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছে। 

আজকে আমরা দেখবো কীভাবে Power Director Video Editor App টি খুব সহজেই মাত্র ২ মিনিটের মধ্যে মুড করতে পারি। পোস্টে দেখে প্রসেসটা বড় মনে হতে পারে কিন্তু অনেক ছোট্ট একটি প্রসেস। চলুন শুরু করি৷

মুড করার জন্য যে যে app গুলো লাগবে সেগুলো পোস্টের নিচে দেওয়া থাকবে। 

প্রথমেই প্লেস্টোর থেকে Power Director Install করে নিবো। তারপর MT Manager ওপেন করে বাম দিকের মেনু বাটনে ক্লিক করবো৷

তারপর Extract APK বাটনে ক্লিক করবো।

এখন App টি সিলেক্ট করবো।

তারপর EXTRACT APK বাটনে ক্লিক করবো।

কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর LOCATE বাটনে ক্লিক করবো।

আমরা Power Director এর ফাইলটি apks ফরমেটে পেতে পারি। যদি apks ফরমেটে পাই তাহলে এটা আমাদের apk বানাতে হবে। apk বানানোর জন্য আমরা Antisplit VIP App টি ব্যাবহার করবো। 

এখন Antislipt VIP App টি ওপেন করি। তারপর Select File বাটনে ক্লিক করবো।

তারপএ MT2>Apks ফোন্ডারে ঢুকে Power Director এর apks ফাইলটি সিলেক্ট করবো।

তারপর Merge বাটনে ক্লিক করবো।

কিছুক্ষন অপেক্ষা করবো তারপর apk হয়ে গেলে আমরা MT Manager ওপেন করে Power Director এর apk ফাইলে ক্লিক করবো।

তারপর View বাটনে ক্লিক করবো।

এখানে যেকোনো Classes.dex ফাইলে ক্লিক করবো।

তারপর Dex Editor Plus বাটনে ক্লিক করবো।

তারপর Select All অপশটিতে টিক মার্ক দিয়ে OK বাটনে ক্লিক করবো৷

এখানে ডান কোনার Strings বাটনে ক্লিক করবো।

তারপর Filter অপশনটি সিলেক্ট করবো।

তারপর সার্চ বক্সে key_is লিখে সার্চ করবো।

এখানে অনেক রেজাল্ট আসবে। এখন নিচের দিলে KEY_IS_SUBSCRIBING_CACHE অপশনটিতে ক্লিক করবো।

তারপর সার্চ বাটনে ক্লিক করবো।

এখানে প্রথম অপশনটিতে ক্লিক করবো।

এই পেজে একটু নিচে Z মেথোড দেখতে পাবো।

এখানে মেথোডে চাপ দিয়ে ধরে রেখে goto বাটনে ক্লিক করবো।

নতুন একটা পেজ আসবে, এখানে end method এর উপরে move result v0 দেখতে পাবো।

এই লাইনটি রিমুভ করে এর পরিবর্তে প্রিমিয়াম কোড const/4 v0, 0x1 টি লিখবো। এখানে v0 হওয়ার কারন নিচে return এর পর v0 দেওয়া আছে।

প্রিমিয়াম কোড লিখার পর, Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।

তারপর উপরের ডান কোনার মেনু বাটনে ক্লিক করবো।

তারপর Exit বাটনে ক্লিক করবো।

তারপর Save & Exit বাটনে ক্লিক করবো।

তারপর OK বাটনে ক্লিক করবো।

এখন App টি ইন্সটল করলে দেখতে পাবো আমাদের মুড আনলোক হয়ে গেছে এবং সব ফিচার ব্যাবহার করা যাবে। 



যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

6 thoughts on "Power Director Mod Tutorial – যেভাবে Power Director মুড করবেন। "

  1. MD Shimul Mondol Contributor says:
    Wow. Helpful post.
    Imo mod korte chai. Help me
  2. αყααɳ Contributor says:
    Apnr jonnoi app company notun notun app protection antece…ar apni je publicly app crack dekhaitacen..apnake to police dhore niye jabe…Vi…Be careful
  3. Danger Rafi Author says:
    Vai jossh…Successfully modded…100% working all premium features… But vai ekta kotha bolte chai,,, post er bivinno jaigai ektu niche, ektu niche na bole line number ta bole diben jekhane change kora lagbe…Z method a long press kore goto kore new page first theke theke start hoy almost,,, but make changes kora lage 1410 number line,,, so ektu niche dekhte gele line pawa jay na…baki full post jossh.
    1. zerox Author Post Creator says:
      একটু নিচে বলার কারন। ধরেন আমি যখন পোস্ট করলাম তখন app এর version ছিলো 1.
      আর আপনি যখন Try করতে গেলেন তখন App এর Version হলো 2.
      App এর Update আসলে লাইন গুলাও উপরে নিচে হয়ে যায়। এই কারনে কোনো নির্দিষ্ট লাইন বলি না।
    2. Danger Rafi Author says:
      Ooh accha vai bujhlam

Leave a Reply