Site icon Trickbd.com

অনলাইনে পুরুষ থেকে মহিলা কন্ঠ পরিবর্তন করুন

হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার, আশা করি তোমরা সবাই ভালো আছো।

আজকের পোস্টটা একটু ইউনিক হতে যাচ্ছে কারণ আজকে আমরা টপিকের বাইরে আর্টিকেল লিখছি।

এবং এই আর্টিকেল মূলত ইউটিউবারদের কে লক্ষ্য করে বানানো হচ্ছে।

অনলাইনে পুরুষ থেকে মহিলা কন্ঠ পরিবর্তন

পোষ্টের টাইটেল দেখে হয়তোবা আপনারা বুঝে গেছেন যে আজকের পোস্ট কি নিয়ে হতে যাচ্ছে। অনলাইনে পুরুষ থেকে মহিলা কন্ঠ পরিবর্তন করা কি আসলেই সম্ভব?

জি হ্যাঁ এটা সম্ভব!

আগে একটি সময় ছিল যখন এসব করা ছিল একেবারেই ঝামেলার। কিন্তু বর্তমান যুগটা AI য়ের যুগ।

এযুগে যে কোন কিছু করা সম্ভব।

মোবাইলে ছেলে থেকে মেয়ে কন্ঠ পরিবর্তন

আমাদের মোবাইল ফোন দিয়ে কি ছেলে থেকে মেয়ে কন্ঠ পরিবর্তন করা সম্ভব?

অনেকের মনে এই প্রশ্নটাও আসতে পারে। জি হ্যাঁ এটা সম্ভব।

এর পিছনে মূল কারণ হচ্ছে যে, আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটা হচ্ছে অনলাইন বেস একটি সফটওয়্যার।

যেহেতু এটা অনলাইনের মাধ্যমেই কাজ করে, তাই আমরা চাইলে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আমাদের কাঙ্খিত ফলাফল পেতে পারবো।

তো অনেক তো হলো কথাবার্তা এবার ডাইরেক্ট মূল ট্রিকস এর মধ্যে আসা যাক।

অনলাইনে পুরুষ থেকে মহিলা কন্ঠ পরিবর্তন এর নিয়ম

ওকে সবার প্রথমে আমাদেরকে একটি সাইট ওপেন করতে হবে। যেহেতু আমরা অনলাইনে পুরুষ থেকে মহিলা কন্ঠ পরিবর্তন করতে চাচ্ছি ।

তো আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছুদিন যাবত ফিমেল কন্ঠ খুজতেছিলাম।

কিভাবে অনলাইনে পুরুষ থেকে মহিলা কন্ঠ পরিবর্তন করব বা সফটওয়্যার এর মাধ্যমে করতে পারি এবং এটা যেন হয় একুরেট এবং একদম রিয়েল স্টিক ।

আমি অনেক খোঁজাখুঁজি করেছি। এর মধ্যে থেকে একটি ফ্রি ওয়েবসাইট আমি পেয়ে যাই।

তবে এখানে কিছু লিমিটেশন আছে সেগুলো আস্তে আস্তে আমি পোস্টের মধ্যে বলব আপনাদেরকে।

কি কি লিমিটেশন আছে।

অনলাইনে পুরুষ থেকে মহিলা কন্ঠ পরিবর্তন করতে সবার প্রথমে আমাদেরকে যে সাইটে যেতে হবে তার নাম হচ্ছেঃ https://www.fineshare.com/online-voice-changer/

তো এবারে এই ওয়েবসাইটটা কে একটি নিউট্যাব এর মধ্যে ওপেন করে নেন।

রেজিস্ট্রেশন করা একেবারে সহজ শুধু আপনার জিমেইল ব্যবহার করেই রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।

আমি এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছি।

মনে রাখবেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাকে ১০০০০ ক্রেডিট বা পয়েন্ট দেওয়া হবে।

এই লিঙ্কে আসলে আপনারা https://www.fineshare.com/app/audio/voice-changer-online/

বিভিন্ন ধরনের ক্যারেক্টার লিস্ট দেখতে পারবেন।

তো এখান থেকে আপনার পছন্দের ক্যারেক্টার আপনি বাই করে নিবেন।

প্রতিটা ক্যারেক্টার প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার পয়েন্ট।

কোন ক্যারেক্টার এর ভয়েস সাউন্ড কেমন আপনারা চাইলে সেটা টেস্ট করতে পারবেন।

এবং শুরুতেই বলেছিলাম যে দশ হাজার পয়েন্ট আপনারা ফ্রিতে পাবেন।

তাই আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথেই দুইটি ক্যারেক্টার বাইক করতে পারবেন।

এখানে নিচের ছবিটা দেখতে পাচ্ছেন যে আমি দুটি ফিমেল ক্যারেক্টারের ভয়েস বাই করেছি।

ছবিতে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমার কাছে এখনো ১০০০ ক্রেডিট অবশিষ্ট আছে।

এটা কিভাবে সম্ভব কারণ এটা তো ফ্রি অ্যাকাউন্ট !

তো আমি বলে দেই আমি আগেই বলেছিলাম এই সফটওয়্যারটি পুরো ফ্রি।

আপনি ডেইলি লগইন করলে ১ হাজার করে ক্রেডিট পাবেন।

আর আপনার কোন বন্ধুকে ইনভাইট করলে ৫ হাজার ক্রেডিট পাবেন। এবং তাদের ডিসকোর্ড এ জয়েন করে আপনি তাদের বিভিন্ন ধরনের গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন এবং সেখান থেকেও পয়েন্ট ইনকাম করতে পারবেন।

কিভাবে অনলাইনে পুরুষ থেকে মহিলা কন্ঠ পরিবর্তন করব

সবার প্রথমে তো এই লিঙ্ক এর মধ্যে চলে যান https://www.fineshare.com/online-voice-changer/

এবারে আপনার ক্রয় করা ভয়েস গুলো মাই ভয়েস এর মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন।

এখন আপনার ক্যারেক্টার টিকে চুস করুন কার ভয়েস আপনি নিতে চাচ্ছেন।

আমি এখানে Ella এর ভয়েস ব্যবহার করব তাই আমি তার উপরে ক্লিক করব।

এবারে দেখুন আমি এখান থেকে রেকর্ড করতে পারবো।

তবে মনে রাখবেন আমি শুধুমাত্র সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত রেকর্ড করতে পারব এক সিরিয়ালে এটা আমার লিমিটেশন।

আর আমার মতে পাঁচ মিনিট অনেক! আপনার যে কোন কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন।

আর নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনার প্রি রেকর্ড করা অডিও মানে ছেলের ভয়েসে সেটা এখান থেকে আপলোড করে দিবেন।

কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনার সেই অডিও ফাইলটির সাইজ যেন ২০ এমবির চেয়ে বেশি না হয় । দরকার পড়লে খন্ড করে দুবারে আপলোড করবেন।

তো আমি এই মুহূর্তে টেস্ট এর জন্য অনলাইনের মধ্যে একটু রেকর্ড করব।

তো এখানে আমার রেকর্ড করা শেষ। রেকর্ড করা শেষ হলে Pitch Shift অপশন টাকে ডান সাইডে টেনে আনবেন।

দেখুন আমি পিকচারের মধ্যে এরো দিয়ে বুঝিয়ে দিয়েছি ।

এরপরে Change Voice Now লেখাতে ক্লিক করতে হবে আমাদের।

তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলেই আমরা আমাদের ফলাফল পেয়ে যাব।

এখন এখান থেকে আপনি চাইলে আপনার ভয়েসটি ডাউনলোড করতে পারবেন।

তো এই ছিল আজকের পোস্ট যেখানে আপনি শিখতে পারলেন কিভাবে অনলাইনে পুরুষ থেকে মহিলা কন্ঠ পরিবর্তন করা সম্ভব।

তো আশা করি পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে।

যারা ইউটিউবার নিজেদের জন্য বেটার ভয়েস খুঁজছেন। তাদের জন্য তো এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনি সফটওয়্যার ব্যবহার করে ভিডিও বানালে google এডসেন্স এর মধ্যেও এপ্লাই করতে পারবেন।

তাই আর দেরি কিসের এখনই চলে যান এবং ট্রাই করুন আপনার ভয়েস। ততক্ষণ পর্যন্ত বায় বায়।

আমার সাইট ভিজিট করার আমন্ত্রণ রইল!