হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার?

আশা করি তোমরা সবাই ভালো আছো । আজকের পোস্ট অনেক কাজের হতে যাচ্ছে। যারা প্রায় প্রায় অফিশিয়াল কাজে ফাইল শেয়ার করে থাকেন তাদের জন্য ।

আমরা সবাই জানি যে, আমরা যখন কাউকে কোন ফাইল সেন্ড করি অনলাইনে প্রায় আমরা তা Google Drive এর মাধ্যমে করে থাকি ।

কিন্তু Google Drive limit শুধু মাত্র ২৫ জিবি পর্যন্ত ।

এবং নিজের পারসোনাল ড্রাইভে এমন ফাইল বার বার আপলোড করা যেগুলো শুধু একবার এর জন্য সেন্ড করছেন এইটা বিরক্তকর কিন্তু।

 

 

তো যারা এই One Time File Send এর কাজ করেন আজকের পোস্ট তাদের জন্য সলিউসন হতে পারে।

আমি আজকে আপনাদের সাথে এমন এক সাইট শেয়ার করব , যেই সাইট ব্যবহার করে আপনারা ১০০ জিবি পর্যন্ত ফ্রি ফাইল পাঠাতে পারবেন ।

পাশাপাশি আপনি বিভিন্ন সেটিং ও করতে পারবেন।

যেমনঃ

১। Destruct after the first download  অন অফ করতে পারবেন।

২। Streaming  অন অফ করতে পারবেন।

৩। Removable অন অফ করতে পারবেন।

৪। Password এড করতে পারবেন।

এখানে আছে QR Code সিস্টেম ।

ডাইরেক্ট ডাউনলোড লিংক শেয়ার । আর কি লাগে ?

তো বলা যেতেই পারে এই সার্ভিস আপনাদের প্রবলেম সল্ভ খুব সহজেই করতে পারে।

How To Get 100GB Free Cloud Storage ?

Step 1: সবার প্রথমে আমাদের https://lisa.grupocic.es/#/ এই সাইট এ যেতে হবে ।

Step 2: এবারে আমরা বাম পাশে সেটিং পেয়ে যাবো। আর ডান পাশে ADD files Option থেকে আমরা ফাইল আপলোড করতে পারব। [ফ্রি ভার্সনে সর্বচ্চ ৫দিন পর্যন্ত ফাইল থাকে ৫ দিন পর অটো ডিলিট হয়ে যায়]

Step 3: এইবারে দেখেন আমি ফাইল আপলোড করেছি ।

আপলোড হওয়ার পড়ে নিচের মত Dashboard পেয়ে যাবেন।

এখানে লিংক পেয়ে যাবেন।

এইতো হয়ে গেলো ।

তো এখন আপনি আপনার মত করে ব্যবহার করুন এবং বড় বড় ফাইল খুব সহজেই শেয়ার করুন ।

আপনাদের জন্য আরো একটি টিপস উপরের সাইটটি মাঝে মাঝে ডাউন যায়। তাই আপনারা চাইলে

wetransfer সাইট ব্যবহার করতে পারেন। যেখানে আপনারা পেয়ে যাবেন ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার সার্ভিস একদম ফ্রিতে। 

আমি মাঝে মাঝেই এই সাইট ব্যবহার করে থাকি।

তো এই ছিল আজকের পোস্ট । দেখা হচ্ছে নেক্সট পোস্ট এ ততক্ষন পর্যন্ত বায় বায়।

সৌজন্যঃ আমার সাইট 

9 thoughts on "100GB পর্যন্ত Free Cloud Storage ফাইল শেয়ার এর জন্যে।"

  1. krypton Contributor says:
    ৫ দিন দিয়ে কি হবে?
    1. HridoySheikh7 Author Post Creator says:
      onekei use kore vai just kichukhon er jonne
  2. Sodium_Chloride Contributor says:
    Google drive free space 25GB kobe hoilo ??15 GB na?
    1. HridoySheikh7 Author Post Creator says:
      sry vai amar monei chilo na .. je 15Gb age maybe 25GB chilo tai na ?
    2. Forhad Rahman Author says:
      Google drive জন্মের পর থেকেই ১৫ জিবি, এখনো ১৫ জিবিতেই আছে।
  3. Boston Author says:
    ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলো..?
  4. Danger Rafi Author says:
    একটা কিছু পেলেই শেয়ার করা লাগবে ভাই? কতটুকু কোয়ালিটিফুল না দেখেই !
    1. HridoySheikh7 Author Post Creator says:
      jemon !
  5. Forhad Rahman Author says:
    থাম্বনাইলে জিবোর্ডের আইকন কেন? মিসলিডিং টাইটেল, আরেকটু পরিষ্কারভাবে লিখা উচিত ছিল, যেমনঃ ফ্রি ফাইল শেয়ারিং সাইট যেখানে প্রতি ফাইলের আপলোড সাইজ লিমিট ১০০ জিবি পর্যন্ত। ১০০ জিবি ক্লাউড স্টোরেজ আগে লিখায় পাবলিক তো মনে করবেই এটা হয়তো গুগল ডাইভ, ড্রপবক্সের মত কোনো সার্ভিস।

    সাইটে ঢুকতে গেলে আমার অ্যাডব্লকার ব্লক করে দিল, মানে কোনো ঘাপলা আছে, আর whois ডাটাবেসেও সাইটের বয়স কত তার রেকর্ড পেলাম না, ওরা হাইড করে রেখেছে।

    পোস্টটা আনরিয়েলিস্টিক, বেশিরভাগ মানুষই বড় বড় ফাইল, যেমন গেমস, মুভি FTP/torrent থেকে নামায়, বা পেনড্রাইভ দিয়ে শেয়ার করে।

    এদেশে ব্রডব্যান্ডের স্পিডও সবার ভালো না যে ১০০ জিবির একটা ফাইল আপলোড করে ৫ দিনের মধ্যেই টানা পিসি অন রেখে সেটা ডাউনলোড করে ফেলবে। আর কর্পোরেট ওয়ার্ল্ডে ওরা নিজস্ব সিস্টেম ইউজ করে, এসব পাবলিক সার্ভিসে ভরসা রাখে না।

Leave a Reply