Site icon Trickbd.com

নিয়ে নিন SMS bombar দারুন একটি অ্যাপ। (Strong 15+ API) Update ?

স্বাগতম TRICKBD নতুন আরো একটি পোস্টে। ?
আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি এসএমএস বোম্বার (SMS XBomber) মোবাইল এপ্লিকেশন নিয়ে। যেটি ব্যবহার করে বন্ধুদের সাথে মজা করতে পারবেন।

অনেকেই এই অ্যাপ এর সাথে পরিচিত! কেননা প্রায় TRICKBD তে এই বিষয়ে পোস্ট করা হয়। যদিও এক গুলি সাময়িক সময় এর জন্য কাজ করে। তবে আশা করা যায় এই অ্যাপটি বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন যতদিন না বন্ধ হচ্ছে। (এটির ডেভেলপার আমার পরিচিত) তাই বলা যাচ্ছে এই অ্যাপটি বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন বিনামূল্যে।

Disclaimer: শুধুমাত্র পরিবার-পরিজন বা বন্ধুদের সাথে মজা করার জন্য এটি ব্যবহার করার অনুরোধ থাকবে। কাউকে বিরক্ত করার জন্য ব্যবহার করবেন না। এর সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। Trickbd টিম বা পোস্ট কারী দায়ভার নিবে না।

SMS BOMBER Available Device: নির্দিষ্ট কোন ভার্সন নেই! আপনি যেকোনো মোবাইল ফোনে এটি ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। সকল ডিভাইসের জন্য এটি তৈরি করা হয়েছে। তবে ব্যবহার করতে হলে কিছু নিয়ম ফলো করতে হবে।

প্রথমে আমাদেরকে এই অ্যাপটি মোবাইল ফোনে ইন্সটল করতে হবে, GitHub থেকে ডাউনলোড করবেন অ্যাপটি। (এতে করে আপডেট আসলে সেখান থেকে নতুন ভার্সন টি পুনরায় ইন্সটল করতে পারবেন, সক্রিয় রাখতে নিয়মিত আপডেট করুন)

App Name: SMS XBOMBER
Version: 3.0
Download: SMS XBOMBER GitHub

Feature:

  • Login & Sign up System
  • Last Attacked Number Can See & Copy
  • Strong 15+ Api
  • Can Stop By 1 Click
  • Nice Interface
  • Bug Fixed

অ্যাপটি ডাউনলোড করতে লিংকে ডিজিট করুন!

এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এবং এরপর আপনার মোবাইল ফোনে এটি ইন্সটল করবেন।

আমাদের কে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, প্রথমে লগইন পেজ আসলেও নিচে Signup লিখাতে ক্লিক করবেন।

এরপর এখানে ফরমটি পূরণ করুন সঠিক ভাবে।
যেভাবে সাইনআপ করবেন, উদাহরণ:

এরপর আপনাকে সাইনআপ করা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আপনাকে লগইন পেজে নিয়ে যাবে সেখানে লগইন করবেন।

এখানে প্রথম যে বক্সটি দেখা যাচ্ছে সেখানে আপনাকে ভিকটিমের নাম্বারটা দিতে হবে। দ্বিতীয় বক্সে একটি ক্যাপচার রয়েছে যা তৃতীয় বক্সে লিখে দিতে হবে। উদাহরণ;

এরপর বোম্বিং শুরু হয়ে যাবে! এখানে যতক্ষণ না আপনি STOP BOMBING ক্লিক করতেছেন, ততক্ষণ এসএমএস যেতেই থাকবে। এবং Recent App থেকে কেটে দিবেন।

 

প্রুফ হিসেবে নিচের স্ক্রিনশটটি দেখুন।

আশা করি অ্যাপ্লিকেশনটি খুব সহজেই যে কোন মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন। যদি এক ব্যবহার করতে কোন সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন।

Developer: Md. Murad Hasan Media

আশা করি যথার্থ বোঝাতে পেরেছি। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই তা কমেন্টে শেয়ার করবেন। এবং অ্যাপ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে তাও জানাবেন! Developer এর সঙ্গে যোগাযোগ করে আপনার প্রশ্নের উত্তর দিব।

আমারও ছোট একটি ওয়েবসাইট রয়েছে: Starbiograp.com সময় থাকলে ডিজিট করে আসার অনুরোধ রইলো। ধন্যবাদ সবাইকে।