Site icon Trickbd.com

Bkash অ্যাপ এ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিন, পিন এর ঝামেলার দিন শেষ.!

বিকাশ বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান। এটি ব্যাঙ্ক হিসাববিহীন ব্যক্তিদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে.! বিকাশ তাদের গ্রাহকদের প্রতিনিয়ত নিত্যনতুন সেবা দিয়ে যাচ্ছে.!

এখন আপনি চাইলে আপনার বিকাশ একাউন্ট এর বিকাশ অ্যাপ এ আরো বেশি সিকিউরিটি প্রদান করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের lock খুলার জন্য যেমন আমারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি ঠিক তেমনি এখন বিকাশ অ্যাপ এ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন অ্যাপ এ ঢুকার জন্য। বিকাশ একাউন্ট এর পিন ব্যবহার এর পাশাপাশি এই ফিঙ্গারপ্রিন্ট সেবাটিও ব্যবহার করতে পারবেন খুব সহজে। আগে বিকাশ অ্যাপ ঢুকতে যেমন পিন প্রদান করতে হত এখন শুধু ফিঙ্গার দিয়েই ঢুকতে পারবেন আপনি চাইলে Fack lock ও দিতে পারবেন.!

সর্বপ্রথম বিকাশ অ্যাপ এ আপডেট করে নিতে হবে, অ্যাপ আপডেট করতে এখানে ক্লিক করুন.!

 

তার পর বিকাশ অ্যাপ এ ঢুকে সর্বপ্রথম এখানে ক্লিক করুন.!

তার পর পরবর্তী তে ক্লিক করুন।

এখন আপনার বিকাশ একাউন্ট এর পিন প্রদান করে নিশ্চিত করুন তে ক্লিক করুন।

এখন আপনার ফোনের ফিঙ্গারে আপনার ফিঙ্গার প্রদান করুন

এখন ঠিক আছে তে ক্লিক করুন।

তার পর এখন এখানে ক্লিক করুন.!

এখন ফোনের ফিঙ্গারে আপনার ফিঙ্গার প্রদান করুন

তার পর দেখেন আপনার বিকাশ অ্যাপ এ ঢুকে গিয়েছে.!

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

 

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ