আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আল্লাহর রহমতে আপনার সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ্য আছি।
বরাবরের মত আজকেও আপনাদের জন্য সুন্দর একটি ট্রিক নিয়ে হাজির হলাম। আশা রাখছি আপনাদের ভাল লাগবে।
[বিঃদ্রঃ এই ট্রিকটি শুধু মাত্র Windows 10 or Windows 11 এর ক্ষেত্রে প্রযোজ্য]
আমি এই ট্রিকটি উইন্ডোজ ১০ দেখাব আপনারা চাইলে সেইম ভাবে উইন্ডোজ ১১ তে ইন্সটল করতে পারবেন। তো আর কোন কথা না চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার কিবোর্ড থেকে Windows Bottom প্রেস করে Setting এ ক্লিক করুন।
তারপর উপরের বক্সে লিখুন Windows Features এবং সেখানে ক্লিক করুন।
Features ওপশনটি ওপেন হওয়ার পর নিচের দিকে একটু Scroll করুন Virtual Machine Platform চেক বক্সসে ক্লিক করে ওকে করুন এবং আপনার পিসি Restart দিবেন।
পিস ওপেন হওয়ার পর নিচে দেওয়া ফাইলটি ডাউনলোড করুন। [লিং গুলো পরিবর্তন হয়ে থাকে, যদি কাজ না করে তাহলে কমেন্টে অথবা, টেলিগ্রামে যোগাযোগ করার অনুরোধ রইল]
সরাসরি ডাউনলোড লিংক দিলাম যাতে আপনাদরে কষ্ট করতে না হয়। পোষ্টের নিচে মেনুয়্যাল ডাউনলোড লিংও দেওয়া আছে চাইল ব্যবহার করতে পারেন।
Windows 10
Windows 11
ডাউনলোডকৃত ফাইল 7zip অথবা WinRAR দিয়ে Extract করুন। Extract হয়ে গেলে Run নামে একটি ফাইল দেখবেন সেটা তে ক্লিক করুন কিছুক্ষন অপেক্ষা করুন।
ইন্সটল হওয়ার সময় দেখবেন কিছু Popup Message আসবে সেগুলো Continue করবেন।
ইন্সটল হয়ে গেলে Program File এ গিয়ে সার্চ করুন Play Store লিখে তাহলেই দেখতে পাবেন।
এখন Play Store ওপেন করুন যথারীতি আপনার ই-মেইল পাসওয়ার্ড ব্যবহার করুন।
আশা রাখি কষ্টের কথা ভেবে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ