Site icon Trickbd.com

যেভাবে chat করার জন্য custom emoji তৈরী করবেন

Unnamed

ট্রিকবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম


সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা প্রায় দীর্ঘ সময় মোবাইলে ম্যাসেজ আদান প্রদান করি।কখনো বন্ধু-বান্ধব,কখনো অফিসের কলিগ কিংবা কখনো আত্মীয়স্বজন। গতানুগতিক ম্যাসেজের বদলে সেখানে ইমোজি যোগ করা হলে কনভারসেশনে আসতে পারে নতুনত্ব

আমাদের ডিভাইসের ইমোজিগুলোর লিমিটেশন রয়েছে। মনের ভাব আদান প্রদানে এগুলোর ব্যবহার আপনার চ্যাটিংকে আকর্ষণীয় এবং প্রানবন্ত গড়ে তুলতে পারে।এসব ইমোজিগুলোকে একটির সাথে আরেকটির সংমিশ্রণ করে নতুন নতুন ইমোজি
আপনার ম্যাসেজে বেশ প্রভাব ফেলতে পারে। আজ আলোচনা করব গুগলের এই ফিচারটি যেটি অনেকেই হয়তো জানেন না।


গুগল ফিচার: Google kitchen Emoji


Link: এখানে

অথবা আপনারা ক্রোম ব্রাউজারে google kitchen Emoji দিয়ে সার্চ করলেই সিম্পলি সেটি এসে যাবে।

গুগল দিয়েই আপনারা কাস্টম ইমোজি বানাতে পারেন।ব্যাপারটি অনেকেই জানেন না। এই ফিচারটি দিয়ে আপনার নিজেদের মতো emoji সেট করতে‌ পারেন।

দেখুন আমি দুটি আলাদা আলাদা ইমোজি সিলেক্ট করে নিলাম।পাশেই তার কম্বিনেশন করা নতুন ইমোজিটি দেখাচ্ছে। সাথে‌ রয়েছে copy করার সুবিধা।সিম্পলি আপনাদের পছন্দ ক্রম অনুযায়ী emoji সিলেক্ট করলেই নতুন ইমোজি জেনারেট হবে। ব্যাপারটি বেশ মজার বলা চলে।

আজ এই পর্যন্তই।আশা করি আপনাদের ভালো লাগবে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। ধন্যবাদ