Site icon Trickbd.com

হোয়াটসঅ্যাপে নিজের লাইভ লোকেশন সেয়ার করার নিয়ম

আসসালামু আলাইকুম, 

লাইভ লোকেশন ব্যাবহার করে আপনি, একক বা গ্রুপ চ্যাটের সদস্যদের সাথে আপনার লাইভ লোকেশন সেয়ার করতে পারবেন। এখানে আপনি কতক্ষন আপনার লোকেশন সেয়ার করবেন সেটি সেট করে দিতে পারবেন। 

হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন সেয়ার করার উপায়



আপনার শেয়ার করা লোকেশন একটি স্থির থাম্বনেল ইমেজ হিসেবে দেখতে পাবেন এবং সেই ইমেজটি ট্যাপ করে আপনার সর্বশেষ আপডেট করা লোকেশন দেখতে পারবেন।


হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন সেয়ার করার উপায়ঃ

লাইভ লোকেশন সেয়ার করার জন্য প্রথমেই ফোনের লোকেশন অন করে নিন,তারপর নিচের স্টেপ গুলো ফলো করুনঃ


হোয়াটসঅ্যাপে যাকে বা যেই গ্রুপে লোকেশন সেয়ার করতে চান সেই চ্যাট ওপেন করুন-


এখন  উপরে দেখানো মিডিয়া বাটনে ক্লিক করুন।

লোকেশন অপশনে ক্লিক করুন-



এখানে লাইভ লোকেশন বাদেও চাইলে নিচে থেকে যেকোন লোকেশন পাঠাতে পারবেন। 


আমরা যেহেতু লাইভ লোকেশন সেয়ার করবো তাই Share Live Location এ ক্লিক করি-


এখানে কত সময়ের জন্য লোকেশন সেয়ার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে, নিচের বক্সে আপনার ইচ্চামত কিছু লিখে Send বাটনে ক্লিক করি।



ব্যাস, আমদের লোকেশন সেয়ার করা হয়েছে। এখন আমি যাকে আমার লোকেশন সেয়ার করলাম তার ফোন থেকে ওপেন করে দেখবো।




এখন উপরে সেয়ার করা লোকেশন দেখার জন্য View Live Location এ ক্লিক করি।



উপরের মত আপনিও যদি ওই ব্যাক্তির সাথে আপনার লোকেশন সেয়ার করতে চান তাহলে সেয়ার করতে পারবেন। মানে এইভাবে দুইজনেই অপর ব্যাক্তির লোকেশন লাইভ দেখতে পারবেন।

বিদ্রঃ আপনি যদি মনে করেন, আপনি নিজে ওই ব্যাক্তির লোকেশন দেখবেন কিন্তু আপনার লোকেশন অন্য ব্যাক্তিকে দেখাবেন না তাহলে এই বিষটি এড়িয়ে যেতে পারেন।


আমি আমার নিজের লোকেশনও সেয়ার করতেছি-


যেহেতু আমি একই জায়গা থেকে দেখাচ্ছি তাই দুটো ফোনের লোকেশন ই সেইম দেখাচ্ছে। 


লাইভ লোকেশন সেয়ারিং বন্ধ করার জন্য Stop sharing অপশনে ক্লিক করে বন্ধ করে দিন।তাহলে আর কেও আপনার লোকেশন দেখতে পারবেনা।


Live Location Ended

আশা করি এই পোস্ট পড়ার পরে হোয়াটসঅ্যাপ লাইভ লোকেশন সেয়ারিং নিয়ে আর কোন ঝামেলা হবেনা। তবুও কারো কোন প্রশ্ন থাকলে করতে পারেন- ধন্যবাদ।


এমনি তথ্যবহুল পোস্ট পেতে ঘুরে আসুন Tunes71.com থেকে।