বর্তমানে প্রযুক্তির কল্যানে আমরা এখন এমন জায়গায় আসছি যে, আমরা নতুন কোথাও যেতে চাইলেই হাতে থাকা স্মার্টফোনটির সাহায্য গুগল ম্যাপে ঠিকানা খুজতে থাকি।
কিভাবে গুগল ম্যাপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করতে হয়?
গুগল ম্যাপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপের অ্যাপ।
এজন্য প্রথমেই গুগল ম্যাপ অ্যাপটি ডাওনলোড দিয়ে ওপেন করে নেই এবং একটি ইমেল দিয়ে লগিন করে নেই।
আপনারা জানেন এই ম্যাপ থেকে লোকেশন পাওয়া যায় মূলত GPS এর মাধ্যমে তাই আপনার ফোনের location/GPS টি অন রাখবেন।
গুগল ম্যাপের অ্যাপ এ লগিন করার পরে আপনার জায়গায়টি খুজে বের করুন। খুজার জন্য আপনি আসেপাশে জায়গাটি খুবে বের করে তারপর ওখান থেকে আপনার নিদিষ্ট জায়গায় যেতে পারেন অথবা নিচের মত লোকেশন অন করে দেখানো অপশনে ক্লিক করলে আপনি যেখানে আছেন ওইখানে নিয়ে যাবে।তখন ওই জায়গাটি আপনি ম্যাপে এড করতে পারবেন।
নিচের তথ্যগুলো পূরন করুন:
সব ইনফরমেশন দিয়ে Submit এ ক্লিক করুন-
এখন আপনার দেওয়া বাড়ি বা প্রতিষ্ঠানের নাম দিয়ে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন।