Site icon Trickbd.com

গুগল ম্যাপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করার নিয়ম

বর্তমানে প্রযুক্তির কল্যানে আমরা এখন এমন জায়গায় আসছি যে, আমরা নতুন কোথাও যেতে চাইলেই হাতে থাকা স্মার্টফোনটির সাহায্য গুগল ম্যাপে ঠিকানা খুজতে থাকি। 

কিভাবে গুগল ম্যাপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করতে হয়?

গুগল ম্যাপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপের অ্যাপ।

এজন্য প্রথমেই গুগল ম্যাপ অ্যাপটি ডাওনলোড দিয়ে ওপেন করে নেই এবং একটি ইমেল দিয়ে লগিন করে নেই।


আপনারা জানেন এই ম্যাপ থেকে লোকেশন পাওয়া যায় মূলত GPS এর মাধ্যমে তাই আপনার ফোনের location/GPS টি অন রাখবেন।


গুগল ম্যাপের অ্যাপ এ লগিন করার পরে আপনার জায়গায়টি খুজে বের করুন। খুজার জন্য আপনি আসেপাশে জায়গাটি খুবে বের করে তারপর ওখান থেকে আপনার নিদিষ্ট জায়গায় যেতে পারেন অথবা নিচের মত লোকেশন অন করে দেখানো অপশনে ক্লিক করলে আপনি যেখানে আছেন ওইখানে নিয়ে যাবে।তখন ওই জায়গাটি আপনি ম্যাপে এড করতে পারবেন।


উপরে দেখানো অপশনে ক্লিক করার পর নিচের মত দেখতে পারবেন।



আপনার নিদিষ্ট জায়গায় আসলে সেটির উপর চেপে ধরে লোকেশনটি পিন করুন এবং নিচের দিকে ক্রল করুন।


এখন! Add missing place ” এ ক্লিক করুন


নিচের তথ্যগুলো পূরন করুন:



Place Details:
Place name –  প্রতিষ্ঠানের নাম 
Category – প্রতিষ্ঠানের ক্যাটাগরি/ধরন
Address – প্রতিষ্ঠানের ঠিকানা
Located within- আসে-পাশের ঠিকানা 
Optional
Hours – প্রতিষ্ঠানটি কখন কখন খোলা থাকবে
Mobile Number – প্রতিষ্ঠানের ফোন নাম্বার
Website- প্রতিষ্ঠানের ওয়েবসাইট
About – প্রতিষ্ঠান এর বিস্তারিত তথ্য
Add photos – প্রতিষ্ঠানের ছবি 


সব ইনফরমেশন দিয়ে Submit এ ক্লিক করুন-






আবেদনটি সম্পন্ন হলে উপরের মত দেখতে পারবেন।

এখন গুগল আবেদনটি রিভিও করে দেখবে এবং সবকিছু ঠিক থাকলে পাবলিশ করে দিবে।


আমার আবেদনটি সাথে সাথে  পাবলিশ করে দিয়েছে।



এখন আপনার দেওয়া বাড়ি বা প্রতিষ্ঠানের নাম দিয়ে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন।


এভাবে আপনি গুগল ম্যাপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করতে পারেন।


এমনি টিপস এন্ড ট্রিকস রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুনঃ Tunes71.com