Site icon Trickbd.com

ক্যানভা প্রিমিয়াম খুব সহজই নিয়ে নিন!(নতুন উপায়)

আলাইকুম আলাইকুম… আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আজকে ক্যানভা প্রিমিয়াম নেওয়ার ইউনিক একটা ট্রিকস শেয়ার করবো।

আপনারা যারা ক্যানভা প্রিমিয়াম নিতে চান কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে নিতে পারেন না বা নিলেও ওই ট্রিকটা কয়দিন পর কাজ করে না। তাদের জন্য আজকের এই পোস্টটি। আপনারা চাইলে খুব সহজেই ক্যানভা অ্যাকাউন্ট প্রিমিয়াম করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক।

 

এটা হলো টীম ইনভাইটেশন এর প্রসেস। যত খুশি ততবার টীম ইনভাইট নিতে পারবেন। যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন। সার্চ বক্স এ ক্লিক করে “Bingo tingo canva” লিখে সার্চ দিবেন।

এখান থেকে প্রথম ওয়েবসাইটটির উপরে ক্লিক করলেএ রকম একটা পেজ আসবে।

নিচের দিকে গেলে এখানে সেকেন্ড দেখাবে । সেকেন্ড শেষ হলে একটা ডাউনলোড লিংক আসবে।

ডাউনলোড বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে।

“Get Here” এ ক্লিক করলে রিডাইরেক্ট করে লগইন অপশন আসবে।

“Continue with Google account” এ ক্লিক করে আপনি যে অ্যাকাউন্ট এ প্রিমিয়াম নিবেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করুন।

ব্যাস আপনার প্রিমিয়াম ক্যানভা অ্যাকাউন্ট ডান!

⚠️ এই টীম ইনভাইট টি মাঝে মাঝে 3দিন বা 7 দিন পর কাজ করে না প্রিমিয়াম চলে যায়। এরমকম হলে আবার একই নিয়মে ক্যানভা প্রিমিয়াম নিতে পারবেন।

 

✅ সরাসরি Canva Premium এই লিংক থেকে “Get Here” এ ক্লিক করেও নিতে পারবেন। তবে লিংক অ্যাড্রেস পরিবর্তন হতে পারে বলে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি বলেছি।

 

পুরো পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। কোথাও না বুঝলে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

 

“Join Our Telegram For Any Questions”