আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকের এই পোস্ট এ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে YouTube এর Live Stream কে m3u8 লিংক তৈরি করবেন এবং আপনার যেকোনো Iptv player এ প্লে করবেন কোন ঝামেলা ছাড়া ।
তো চলুন শুরু করা যাকঃ
আমরা দুইটি নিয়মে m3u8 লিংক তৈরি করতে পারি। নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেলের id দিয়ে। নাম্বার টু ইউটিউবে লাইভ চলছে এরকম ভিডিও এর id দিয়ে।
এখন সরাসরি লাইভ চলছে না এরকম ভিডিও’র সময় এই নিয়ম কাজ করবে না
আইডি আমরা গুগলে ভিন্ন ঠুলস ওয়েবসাইট এর মাধ্যমে বের করে নিবো। ওয়েবসাইট এর লিংক পোস্ট এর শেষে দেওয়া থাকবে। তার আগে আপনি যেই চানেলের m3u8 তৈরি করতে চান। সেই চ্যানেলের লিংক কপি করে নিন।
তো এবার এই সাইটে প্রবেশ করবেন। তারপর নিচের
দিকে আসবেন এবং আপনার কাংখিত সেই ইউটিউব চ্যানেলের লিংক পেষ্ট করে দিবেন।
নিচের দিকে দেখুন আমাদের চ্যানেলের আইডি পেয়ে গেছি।
এবার আমরা লাইভ চলছে এরকম ভিডিও এর m3u8 তৈরি করবো ।এরজন্য ঠিক আগের মতো নিয়ম ফলো করতে হবে। শুধু চ্যানেলের আইডি এর বদলে আমাদের লাইভ ভিডিও এর আইডি বের করতে হবে। তো নিচে দেখানো নিয়মে লাইভ ভিডিও এর আইডি বের করে নিন। ।
এখন আমাদের শুধু নিচের এই লিংক গুলোতে আমারদের চ্যানেলের আইডি এবং লাইভ ভিডিও এর আইডি বসিয়ে দিলেই কাজ শেষ। এই ভাবে চ্যানেলের আইডি ও ভিডিও আইডি বসিয়ে দিন।
https://ythls-v2.onrender.com/channel/<channel id>.m3u8
https://ythls-v2.onrender.com/video/<video id>.m3u8
উদাহরণঃhttps://ythls-v2.onrender.com/channel/UCN6sm8iHiPd0cnoUardDAnw.m3u8
লিংক গুলো কাজ করে কিনা তার প্রামান দেখুন।
এই লিংক আপনি NS player অথবা Mx Player এ ব্যাবহার চালাতে পারেন। এছাড়াও আপনি চাইলে m3u playlist তৈরি করে IPTV প্লেয়ারে চালাতে পারেন।
Iptv Related