হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার। আশা করি তোমরা সবাই ভালো আছো।
তো আমরা অলরেডি চ্যাট জিপিটির যুগ পার করে আসলাম, আর মনে হয় এখন সময় গুগলের।
এবং দিন দিন Ai টুলস গুলো আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করছে।
আর আমাদেরও উচিত যুগের সাথে তাল মিলিয়ে চলা, কারণ ইতিহাস সাক্ষী আছে যারা এমন করেনি তাদের পরিণতি অনেক ভয়াবহ হয়েছে।
আজকের পোস্টটি কোন ChatGPT Vs Gemini AI নিয়ে না।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে Gemini AI ইমেজ আপলোড ফিউচারটির কিছু কাজ হাইলাইট করে দেখাবো যেগুলো দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে।
যে এই ফিচারটি ইউজ করে আপনি কি কি করতে পারবেন তা আপনার ধারণার বাইরে।
হয়তো এই ফিচারটি ব্যবহার করে আপনি আপনার ঘন্টার কাজকে দুই মিনিটে করতে পারবেন ।
আর একটা কথা মনে রাখবেন Gemini এখনো ফুল ভাবে তৈরি হয়নি তাই মাঝে মাঝেই ভুলভাল উত্তর দিয়ে থাকে।
গুগল Gemini ব্যবহার করার জন্য আপনি আপনার ফোনের অথবা ল্যাপটপের যে কোন ব্রাউজার থেকে নিচের ওয়েবসাইটে ভিজিট করলেই হবে: https://gemini.google.com/app
এটা অনেকটাই চ্যাট জিপিটির মত।
কিন্তু চ্যাট জিপিটি তে ইমেজ আপলোড ফাংশন টি নেই। আর এটাই মূলত Gemini কে চ্যাট জিপিটি থেকে আলাদা করে।
আর এই ফিচারটা আমরা একদম ফ্রিতে ব্যবহার করতে পারতেছি Gemini এর মধ্যে।
আচ্ছা আপনি কি জানেন চ্যাট জিপিটিতে আপনি বাংলা লিখে তার সাথে বেশ ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন না।
কিন্তু আপনি চাইলেই Gemini Ai বাংলায় খুব সহজে কমিউনিকেশন করতে পারবেন।
এবং Gemini কোন ভুল বাংলা লিখবে না।
উপরের রেজাল্টে আপনি দেখতে পাচ্ছেন Gemini Ai কত ভালো কাজ করতেছে বাংলা লেখার ক্ষেত্রে।
নিচে আমি ChatGPT ব্যবহার করে দেখেছি দেখুন বাংলা লেখার সেন্টেন্স গুলো কি রকম করে আসছে।
ওকে এক্ষেত্রে গুগল অনেক ভালো কাজ করতেছে বাংলার ক্ষেত্রে আরকি।
আপনি কি জানেন? Gemini Ai ব্যবহার করে আপনি একাডেমিক লেভেলের পড়াশোনা গুলো, মানে আমাদের যে বাংলাদেশের নতুন কারিকুলামের বইগুলো আছে সেগুলোর বাসার কাজ অথবা একক কাজগুলো আপনি Gemini Ai ব্যবহার করে খুব সহজেই উত্তর বের করতে পারবেন।
আর এটা করবো আমরা ইমেজ আপলোড ফিউচারের সাহায্যে। কি অবাক লাগছে?
যে হ্যাঁ আমি এটা করেছি এবং টেস্ট করে রেখেছে সকল ক্ষেত্রে এটা পারফেক্ট না। তবে একটা কথা মনে রাখবেন আপনি তাকে যত ভালো করে বুঝাতে পারবেন সে তত ভাল করে আপনাকে উত্তর এনে দিতে পারবে।
উপরের টপিকে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে আরো একটি ফিচার সম্পর্কে বলতে চাই।
সেটা হচ্ছে, IMAGE TO TEXT CONVERTER – OCR ONLINE
ওকে আগে আমরা প্রায় ইমেজ থেকে যেকোনো লেখাকে টেক্সটে কনভার্ট করতে চাইতাম এবং এর জন্য অন্যান্য অনেক ট্যুর ব্যবহার করেছি। তবে সেগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে সবকিছু একুরেট পাওয়া যায় না।
আবার অনেক সময় টেবিল থাকলে সেটা আমরা টেবিল আকারে পাই না,
কিন্তু আপনি চাইলে Gemini Ai ব্যবহার করে খুব সহজেই IMAGE TO TEXT CONVERTE করতে পারবেন যে কোন ভাষাতে।
আসুন এটার একটি উদাহরণ দেখে নেই।
কি এটা মজাদার ছিল না!! আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম। কারণ এই কাজটা করতে আমার অনেক কষ্ট হতো। কিন্তু এখন এটা মিনিটে পসিবল।
এবার আসি আমাদের ইমেজে যদি কোন ছক থাকে। তাহলে সেটাকে আমরা ছক আকারে কিভাবে নিতে পারব তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি।
Export to Sheets দিলেই আপনার কাজ শেষ। আপনি আপনার ডাটা গুলোকে ছক আকারে পেয়ে যাবেন।
চলুন এবার আসি পড়াশুনার ব্যাপার নিয়ে।
আমাদের একাডেমিক ক্লাস থ্রি থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা বই গুলো অথবা ইংলিশ বই গুলো সমাধান পেতে হলে আমরা এই টুলটিকে ব্যবহার করতে পারি। এর জন্য আমাদেরকে কিছু স্টেপস ফলো করতে হবে।
এর জন্য আপনি যেই সেশনের উত্তর পেতে চান, সেই সেশনের প্যাসেজটার একটি ছবি তুলে আপলোড করে দেবেন।( নিচে আমি যেভাবে কামান্ড দিয়ে আপলোড করেছি সেভাবে )
তাহলে আপনি ইমেজে থাকা লেখাগুলোর টেক্সট ভার্সন দেখতে পারবেন।
তারপরে আমি কি করেছি নিচের ছবিটা আপনি দেখে নিন।
তো এখানে সে আমাকে নিজ থেকে অনেকগুলো উত্তর বের করে দিয়েছে বা লিখে দিয়েছে। কিন্তু আমার দরকার ছকের এলিমেন্ট গুলোর উত্তর।
এর বাইরে না।
তাই আমি তাকে নিচের কামান্ড আবার লিখে দেই ।
আর দেখুন আমি উত্তর পেয়ে গেছি।
কি মজার না বিষয়টা?
তো এই জিনিসটা আমি পরশুদিন আর কি এক্সপেরিমেন্ট করতে করতে বের করে ফেলি। এবং নিজেই অবাক হয়ে যায় যে এই জিনিসটা ব্যবহার করে এত কিছু করা পসিবল আমি আগে জানতাম না।
তো আমি আমার কাজের রিলেটেড জিনিসপত্র বের করেছি, আপনি চাইলে আপনার কাজের রিলেটেড জিনিসপত্র এর সাহায্যে বের করতে পারবেন।
তো আজকের এই পোস্ট আমার এতোটুকুই। দেখা হবে অন্য কোন পোস্টে। জানিনা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা তবে কমেন্ট করতে ভুলবেন না।