Site icon Trickbd.com

[Working] Recharge না করেই ব্যালেন্সের মেয়াদ বাড়ানোর ট্রিকস ( Last Update: 22/05/24)

Unnamed



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব, তা হলো:
Recharge না করেই যেভাবে ব্যালেন্স এর মেয়াদ বাড়াবেন



1, প্রথমে Banglalink অ্যাপ ইন্সটল করে Open করে নিবেন,

2, Banglalink User এ ক্লিক করুন ।

3, আমি Password দিয়ে লগইন করব । তাই Password এ ক্লিক করে, নাম্বার ও পাসওয়ার্ড লিখে LOGIN এ ক্লিক করি

4, এরকম Homepage আসবে, দেখুন Validity Expired 06 Feb, 2024 লিখা আছে

5, এখন Recharge বাটনে ক্লিক করি । এবং Recharge Amount এ 20 লিখে bKash সিলেক্ট করে PAY TK. 20 বাটনে ক্লিক করি

6, I agree তে ক্লিক করি, দেখুন এরকম bKash Payment এর অপশন আসবে । এখন উপরের Back Icon এ ক্লিক করে Back করুন

7, আবার Back করে Homepage এ আসুন । দেখতে পাবেন, Balance বা Validity Expired এর মেয়াদের কোনো পরিবর্তন হয় নি

8, এখন Homepage কে রিফ্রেশ করে পরিবর্তন লক্ষ্য করুন

9, দেখুন Recharge করা লাগে নি, ব্যালেন্স একই আছে তবে Valid till 22 Apr, 2024 হয়েছে

Still Working

আগে আপনাদের দেখিয়েছিলাম মেয়াদ ২২ Apr, 2024 .
আজকে (২২/০৫/২৪) তারিখে আবারও চেক করলাম । এখনো কাজ করছে

আর এভাবেই আপনারা Recharge ছাড়াই ব্যালেন্সের মেয়াদ বাড়াতে পারবেন

লক্ষ্য করুন,
এই ট্রিকসটি শুধুমাত্র Banglalink সিমের ক্ষেত্রে প্রযোজ্য । অন্যান্য সিমের ক্ষেত্রে এই ট্রিকসটা কাজ নাও করতে পারে ।

আমার আজকের পোস্টটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন
সাপোর্ট করে পাশে থাকবেন, ইনশাআল্লাহ ♥

Post Creator:     Our Telegram Channel: