আসসালামু আলাইকুম,
কি অবস্থা সবার? এর আগে কেউ এমন ভাবে এত এত টেলিগ্রাম বটের কালেকশন দিয়েছে কি না আমার জানা নেই। পোস্টটি লিখতেও আমার কয়েক ঘন্টা চলে যাবে এটা জেনেও সবার জন্যেই পোস্টটী করা। আশা করছি কেউ যদি বিন্দু মাত্রও উপকার পেয়ে থাকেন পোস্টটির মাধ্যমে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
অনেক লম্বা হবে পোস্টটি আর তারই সাথে অনেক বট কাজ করতে না-ও পারে। আমি এগুলো প্রায়ই ব্যবহার করে থাকি তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
1) Bot Name : Telegram to Notion Bot
Bot username : @ToNotionBot
যারা Notion ব্যবহার করেন তাদের জন্যে এই বটটি। এই বটটির মাধ্যমে আপনারা টেলিগ্রাম থেকেই আপনাদের Notion Account টি Manage করতে পারবেন। কি কি করতে পারবেন তার একটি লিস্ট দিয়ে দিচ্ছিঃ
1) Example sub page
2) Sub page
3) movie list
4) yearly goals
5) Travel plans
6) recipes
7) media
8) quick note
9) journal
10) reading list
11) getting started on
12) personal home
13) task list
Notion এর সাথে এই বটটিকে Sync করে ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছামতো note বা page তৈরি করতে পারবেন। পুরো account কে এই বটটির মাধ্যমে manage করতে পারবেন।
যারা Notion ব্যবহার করে তাদের কথা চিন্তা কিরে বটটি লিস্টে রেখেছি।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
2) Bot name : Ascii Art Bot
Bot username : @asciiart_bot
দেখতে সাধারন মনে হলেও ব্যবহার করার পর বুঝতে পারবেন কতটা অসাধারন এই বট। আপনি যেকোনো ছবি এই বটকে পাঠাবেন আর বট সেই ছবিটিকে Ascii code এ রূপান্তর করে আপনাকে পাঠাবে। যে ছবিটি আপনাকে পাঠাবে সেটি দূর থেকে কিছুই বুঝতে পারবেন না। কিন্তু যখন zoom in করবেন তখনই বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি।
নিজে ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কেমন দেখায় ছবিটি। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে বটটি তাই শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
3) Bot name : Youtube Search
Bot username : @YTSZBot
আমি জানি অনেকেই নাম দেখে বিভ্রান্ত হয়ে যাবেন। কিন্তু এই বট তার নামের চেয়েও বেশি কাজ করতে সক্ষম।
এই বটের মাধ্যমে আপনারা যেকোনো YouTube Channel এর সকল ভিডিওর লিংক একবারে Generate করতে পারবেন। এছাড়াও সম্পূর্ণ Playlist এর সব লিংকও একসাথে Generate করতে পারবেন। এক এক করে আর Playlist থেকে link গুলো generate করতে হবে না এখন থেকে। এটি অনেক পাওয়ারফুল একটি বট যদি আপনি এর ব্যবহার বুঝতে পারেন।
বটটি ব্যবহার করতে হলে প্রথমে /start command দিয়ে বটটি চালু করুন। এরপর যেকোনো ইনবক্সে গিয়ে @YTSZBot টাইপ করে একটি স্পেস দিন। এরপর আপনার কাঙ্খিত লিংকটি এখানে পেস্ট করে দিন আর এভাবেই বটটিকে ব্যবহার করুন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
4) Bot name : Renamer Bot
Bot username : @renamer_cbot
নাম শুনে কেউ তুচ্ছতাচ্ছিল্য করবেন না। এই বটের কার্যকারিতা ব্যাপক।
এই বটের মাধ্যমে আপনারা ভিডিও Editor এর প্রায় প্রচুর কাজ করতে পারবেন। এক এক করে সবগুলো কাজের বিস্তারিত বলছি।
1) Audio & Subtitle :
আপনি যেকোনো ভিডিওর audio আর subtitle দুটিই customize করতে পারবেন। এমন কি ভিডিও থেকে Audio তে convert ও করতে পারবেন।
2) Video Trimmer :
যেকোনো ভিডিও trim করতে পারবেন ইচ্ছামতো।
3) Video Merge :
আপনার যতগুলো ইচ্ছা ভিডিও একসাথে merge করতে পারবেন।
4) Remove audio :
আপনি চাইলে যেকোনো ভিডিও থেকে অডিও remove করতে পারবেন।
5) merge video and audio :
আপনি ভিডিওর সাথে audio merge করতে পারবেন একসাথে।
6) Video to gif :
ভিডিও থেকে gif এ convert করতে পারবেন।
7) Compress video :
ভিডিও compress করতে পারবেন এই tool টির সাহায্যে।
8) Screenshots :
ভিডিও থেকে স্ক্রিনশট বের করতে পারবেন।
9) Manual screenshots :
আপনার ইচ্ছামতো ভিডিও থেকে স্ক্রিনশটস বের করতে পারবেন।
10) Generate sample :
Sample generate করতে পারবেন ভিডিওটির।
11) Video to audio :
ভিডিও থেকে অডিও বের করতে পারবেন।
12) Video converter :
Video convert করতে পারবেন।
13) Video renamer :
ভিডিওটি rename করতে পারবেন।
14) Video to mp4 :
ভিডিওর ফরমেট যদি mp4 না হয়ে থাকে তবে সে ভিডিওটির ফরমেট চেঞ্জ করে mp4 এ নিয়ে আসতে পারবেন।
15) Video information :
ভিডিওটির সকল information আপনারা এই কমান্ডের মাধ্যমে বের করতে পারবেন।
এই ১৫ টি Tool আপনারা মাত্র ১ টি বটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। কারো না কারো উপকারে অবশ্যই আসবে। যদি কাজে আসে তবে অবশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
5) Bot name : Bot Father
Bot username : @BotFather
আপনি Telegram User আর এই বট সম্পর্কে না জানলে আপনি কিছুই জানেন না। এ কথা কেন বলছি তা এখনই বুঝতে পারবেন।
আপনি কি নিজে নিজে বট তৈরি করতে চান? তবে এই বটটি আপনার সে কাজটি করতে সাহায্য করবে।
টেলিগ্রামে যত বট দেখেন তার অনেক বটই এই বটের সাহায্যে তৈরি করা হয়। আপনি চাইলে এই বট দিয়ে Game ও তৈরি করতে পারবেন।আপনি যদি নিজের তৈরি করা কোনো বট delete করতে চান তবে সেটিও করতে পারবেন। আপনার তৈরি করা বট ও game এর লিস্টও পেয়ে যাবেন একটি কমান্ড ব্যবহারের মাধ্যমে যা আপনারা মেনুতেই পেয়ে যাবেন। এই বটের মাধ্যমে আপনারা প্রচুর কাজ করতে পারবেন। একটি বট A-Z পর্যন্ত তৈরি করতে ও সেই বট Manage করতে যা যা করা যায় সব এই বটের মাধ্যমে আপনারা করতে পারবেন। Privacy set করতে পারবেন। Command লিস্ট Set করতে পারবেন। inline settings change করতে পারবেন। description change করতে পারবেন। বটের সমস্ত information set ও change করতে পারবেন।
আপনি যদি নিজে নিজে কোনো বট তৈরি করতে চান তবে এই বটটি আপনাকে Must Try করতেই হবে।
প্রতিদিনই টেলিগ্রামে প্রচুর বট তৈরি করে এড করছে অনেক মানুষ। অনেকদিন আগে আমি নিজেও একটি বট তৈরি করেছিলাম এই বটের সাহায্যেই। কিন্তু তারপর বটটি ডিলিট করে দিই। এ কথা এ কারনে বলছি কারন এই বটটি সত্যিই কাজ করে। আশা করছি আপনারাদের কাজে দিবে। উপকারে আসলে জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
6) Bot name : Youtube playlist downloader
Bot username : @YoutubePlaylistDLBot
এই বটটি আমি যে পরিমানে খুজেছি পরীক্ষা দেওয়ার পর প্রশ্নের উত্তরও আমি তত খুজি নাই ??। অনেক খোজাখোজির পর এই বটকে আমি পেয়েছি। হ্যাঁ, এই বটের কাজ হচ্ছে Youtube এর যেকোনো playlist কে একেবারে একসাথে ডাউনলোড করা।
তবে ছোট্ট একটি সমস্যা আছে। আর তা হচ্ছেঃ আপনি max 100 টি ভিডিও আছে এমন playlist Download করতে পারবেন। 100 টির বেশি video আছে এমন playlist ডাউনলোড করতে পারবে না এই বটটি। বেশি মানুষ ব্যবহার করায় একটু সমস্যা হচ্ছে তাই ১০০ টির বেশি সাপোর্ট করতে পারছে না।
তবুও আমি জানি এই বট অনেক মানুষেরই কাজে লাগবে।
কাজ কিছুই না। আপনাকে শুধু /start কমান্ড দিয়ে বটকে আপনার কাংখিত playlist এর লিংকটি পাঠাতে হবে। আর বট নিজে নিজে সে playlist এ থাকা সকল ভিডিও নিজে নিজে ডাউনলোড করে আপনাকে মেসেজে পাঠিয়ে দিবে।
কি? বিশ্বাস হচ্ছে না?
তবে এই নিন স্ক্রিনশট সহ প্রমানঃ
7) Bot name : Audio Converter Bot
Bot username : @AudioConverter_cbot
এই বট অনেক কাজের। কেন কাজের তা বলছি। এই বট কি কি কাজ করতে পারে সেটা বললেই বুঝে যাবেন কেন এটিকে কেন অনেক কাজের বলছি।
1) Audio merger – আপনি যেকোনো অডিও ফাইলকে merge করতে পারবেন।
2) Audio trimmer – আপনি যেকোনো অডিও ফাইলকে trim করতে পারবেন।
3) Audio Renamer – আপনি যেকোনো অডিও ফাইলকে rename করতে পারবেন।
4) Audio converter – আপনি যেকোনো ভিডিও ফাইলকে অডিওতে convert করতে পারবেন।
5) Audio compressor – আপনি যেকোনো অডিও ফাইলকে compress করতে পারবেন।
6) Audio and video merger – আপনি যেকোনো অডিও ফাইলকে ও ভিডিও ফাইলকে merge করতে পারবেন।
7).Audio Tag editor – অডিও এর tag edit করতে পারবেন।
8).Audio speed changer – আপনি যেকোনো অডিও ফাইলের স্পিড পাল্টাতে পারবেন।
9).Audio volume changer – আপনি যেকোনো অডিও ফাইলের volume change করতে পারবেন।
10).media info (audio bit-rate) – media info পাল্টাতে পারবেন। audio এর bit rate পাল্টাতে পারবেন।
11).video to audio converter – ভিডিওকে অডিওতে convert করতে পারবেন।
12).various audio file ( wav,flac,m4a etc) converter (8-320 kbps) – আপনি mp3 ফাইল ছাড়াও বিভিন্ন ধরনের ফাইলকে নিয়ে কাজ করতে পারবেন। যেমনঃ wav,flac,m4a ইত্যাদি।
বুঝতেই তো পারছেন এটি একটি ultimate bot!
কাজের নমুনা হিসেবে নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছিঃ
8) Bot name : Book Quote Bot
Bot username : @BookQuoteBot
যাদের উদ্ধৃতি বা উক্তি পছন্দ তাদের জন্যে এই বটটি লিস্টে রাখলাম। এই বটের কাজ হচ্ছে বিভিন্ন বই থেকে উক্তি বের করে নিয়ে আপনাকে পাঠানো। আপনাকে প্রতিদিন এই বট বিভিন্ন বই থেকে সুন্দর সুন্দর উদ্ধৃতি পাঠাবে। শুধু তাই নয়, সাথে কোন বই থেকে নেওয়া হয়েছে সেটিও বলে দিবে। তার সাথে বইটি কেনার লিংকসহ আপনাকে পাঠাবে। এবং এর সাথে বইটির author এর নাম তো দিবেই।
বটটির কাজ সম্পর্কে বলি।
১) আপনি চাইলে বটটিকে যেকোনো গ্রুপে Add করতে পারবেন।
২) আপনি চাইলে কারো ইনবক্সেও বটটি ব্যবহার করতে পারবেন।
৩) আপনি চাইলে /quote কমান্ডটির মাধ্যমে এখনি instant একটি quote বটের কাছ থেকে গ্রহন করতে পারবেন। শুধু একবারই না, যতবার আপনার ইচ্ছা!
৪) /naval কমান্ডের মাধ্যমে আপনি স্বাস্থ্য কিংবা সম্পদ নিয়ে quote নিতে পারবেন এই বটটির মাধ্যমে।
এছাড়াও /features কমান্ডের মাধ্যমে বটের সকল feature আপনি একসাথে পেয়ে যাবেন।
9) Bot name : Bismillah Bot
Bot username : @BismillahBot
মুসলিম ভাই ও বোনেদের জন্যে অনেক উপকারী একটি বট এটি।
যারা কুরআন নিয়ে গবেষনা করছেন বা করতে চান বা করতে ভালোবাসেন বা যারা কোরআনকে আরো জানতে চান ইত্যাদি তাদের জন্যে এই বটটা অবশ্যই সাজেস্টেড থাকবে। এই বটের কাজ হচ্ছে আপনাকে কোরআনের যেকোনো সূরার যেকোনো আয়াতের অর্থ বের করে দেওয়া। আপনাকে শুধু সূরাটি ও আয়াতের সংখ্যাটি টাইপ করে সেন্ড করতে হবে আর বট সেটি এক সেকেন্ডের মধ্যে আপনাকে সেই আয়াতের ইংরেজী অর্থটি পাঠিয়ে দিবে। যেমনঃ আমি চাচ্ছি সূরা ফাতিহার ৩য় আয়াতের অর্থ। এক্ষেত্রে আমাকে লিখতে হবেঃ 1:3
নিচে উদাহারনটি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছিঃ
বিঃদ্রঃ আপনি শুধু ইংরেজী অর্থটাই পাবেন। তাই যারা ইংরেজী একটু ভালো বোঝেন তারাসহ যারা ইংরেজী বুঝেন ও না তারা শুধু অর্থটা ট্রান্সলেট করে নিতে পারেন। তবে এ ক্ষেত্রে একটা কথা বলে দিতে চাই, সবসময় ইন্টারনেটের ট্রান্সলেশন ১০০% Accurate থাকে না। তাই একটু বুঝেশুনে ব্যবহার করবেন। কারন Quran এর সঠিক অর্থ জানাটা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও আপনি চাইলে যে আয়াতটির অর্থ আপনি বের করেছেন সেটির তাফসির ও আরবী অডিওটিও পেতে পারেন। এখানে সেটিরও অপশন দেওয়া আছে। এছাড়াও পরের আয়াতটির অডিও যদি চান তবে বারে বারে টাইপ না করে Next এ ক্লিক করলেই আপনাকে পরের অডিওটি পাঠিয়ে দিবে।
আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই বটটি। অবশ্যই ব্যবহার করার পরামর্শ আমি আপনাকে দিবো।
10) Bot Name : Quran Bot
Bot username : @QuranBot
মুসলিম ভাই-বোনদের জন্যে এই বটটি আমি Recommend করবো একবার হলেও ব্যবহার করে দেখতে।
আমার দেখা সেরা বটগুলোর মধ্যে একটি।
কিভাবে ব্যবহার করতে হবে, ফিচার কি কি আছে সব বুঝিয়ে দিচ্ছি।
তার আগে বলে দেই বটটির কাজগুলো কি কি।
এই বটটির মাধ্যমে আপনারা কোরআন পড়তে ও শুনতে পারবেন।
এছাড়াও এই বটটির সাহায্যে আপনারা দুয়া ও জিয়ারত এবং রমজানের ৩০ টি রোজার দোয়াগুলোও পেয়ে যাবেন text অথবা audio যেভাবেই আপনি চান ঠিক সেভাবে।
বটটির ব্যবহারবিধিঃ
১) প্রথমে /start কমান্ড দিয়ে বটটি শুরু করুন।
২) এরপর আপনি যদি Quran এর সূরা শুনতে চান তবে Quran বট সিলেক্ট করুন। অথবা অন্যগুলোতে প্রবেশ করতে চাইলে সে কমান্ডটি দিন।
৩) Quran এর কমান্ডটি আমি দিলাম। এরপর আমাকে ১১৪টি সূরার যেকোনো একটি সিলেক্ট করতে বলছে। আমি যেকোনো একটি সিলেক্ট করলাম।
৪) আমি সূরা নিসা সিলেক্ট করলাম। আমাকে এই সূরার আয়াত, কতগুলো শব্দ, কতগুলো অক্ষর ইত্যাদি বলে দিবে এবং কোন ভাষায় আমি সূরাটি পড়তে বা শুনতে চাই সেটি সিলেক্ট করতে বলবে।
৫) এরপর আমি সূরাটি কিভাবে (পড়তে বা শুনতে) নিতে চাই সেটা সিলেক্ট করতে বলবে। মানে আমি সূরাটি text আকারে না audio আকারে চাই সেটি সিলেক্ট করতে হবে।
৬) আমি অডিও টাইপ সিলেক্ট করলাম আর আমাকে সাথে সাথে ১ সেকেন্ডের মধ্যে সেই অডিও ফাইলটির ডাউনলোড লিংক পাঠিয়ে দিয়েছে।
যা যা বললাম তার স্ক্রিনশটগুলো প্রমান সহকারে দেখানো হলোঃ
এরকম আরো একটি বট দিয়ে দিচ্ছি।
Bot username : @AlQuran_TamilBot
11) Bot name : URL shortner
bot username : @LinkShort_Unshort_cbot
এই বটটি তাদের উপকারে আসবে যারা link short করে কাজ করে। আপনি শুধু বটকে আপনার কাংখিত লিংকটি সেন্ড করবেন আর লিংক শর্ট করার কমান্ড দিবেন। আর বট সাথে সাথে আপনাকে লিংকটি শর্ট করে দিয়ে দিবে।
এক ঢিলে দুই নিশানা বলা যায় আরকি ?।
12) Bot name : File to link generator
Bot username : @FileToLinkGen_cBot
এই বটের কাজ হচ্ছে Direct file generate করতে পারা। আপনি যেকোনো ফাইলের লিংক generate করতে পারবেন এই বটের সাহায্যে। শুধু বটকে সেই ফাইলটা সেন্ড/ফরওয়ার্ড করে পাঠান আর বট সেকেন্ডের ভিতরেই আপনাকে ফাইলটির ডিরেক্ট লিংক দিয়ে দিবে।
অনেকের কাজে লাগতে পারে বলে লিস্টে রেখেছি বটটাকে।
প্রমানসহ স্কিনশট দিয়ে দিলাম।
13) Bot name : Multi purpose Bot
Bot username : @BHMultiBot
বটের নাম দেখেই বুঝতে পারছেন এটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়। বটটি আমার খুবই ভালো লেগেছে কারন অনেক কিছুই করা যায় মাত্র একটি বটের মাধ্যমে।
বটের মাধ্যমে কি কি কাজ আপনারা করতে পারবেন তার একটি লিস্ট দিচ্ছিঃ
1) Song search
2) Text To Speech
3) Wallpaper search
4) Weather
5) Webshot
6) YouTube Search
7) Anime search
8) Decode text
9) Deezer
10) Encode text
11) Font generator
12) GIF Search
13) Github search
14) Google Search
15) imdb search
16) Lyrics
17) Pypl search
18) QR generator
আমি স্ক্রিনশটের মাধ্যমে একটি কাজের উদাহারন হিসেবে দেখাচ্ছিঃ
14) Bot name : Unzip Bot
Bot username : @Unzipper_Robot
এই বটকে খুজে না এমন টেলিগ্রাম বট লাভার খুজে পাওয়া যাবে না ??। In fact, আমি নিজেও এই বটকে ১ বছরেরও বেশি সময় ধরে খুজেছি। অবশেষে এই বটকে আমি পেয়েছি। এই বট আমাকে যা সাহায্য করেছে তা আমি বলে বুঝাতে পারবো না। টেলিগ্রামের সেরা বটগুলোর মধ্যে একটি জায়গা করে নেওয়ার সামর্থ্য রাখে এই বট।
বটটা আসলে zarchiever এর মতো কাজ করে। কিন্তু একটু ব্যতিক্তম।
আপনি যেকোনো zip/zar type এর ফাইল বটকে সেন্ড/ফরওয়ার্ড করার সাথে সাথে বট সেই ফাইলটাকে সম্পূর্ণভাবে unzip করে দিবে। আরো একটি স্পেশালিটি আছে। বট পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলগুলোকেও পাসওয়ার্ড টাইপ করার মাধ্যমে unzip করতে পারবে।
প্রমানসহ স্কিনশট দিয়ে দিলাম।
15) Bot Name : Youtube download Bot
Bot username : @YtbDownBot
নাম দেখেই বুঝতে পারছেন এর প্রধান কাজই হচ্ছে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা।
কিন্তু এই বটের আরো বিশেষত্ব আছে। এই বট শুধু ইউটিউবের ভিডিও ডাউনলোডই নয়, আরো অনেক কিছু করতে সক্ষম।
কি কি করতে পারে তা বলছি।
1) আপনি চাইলে এই বটের সাহায্যে যেকোনো ইউটিউব ভিডিওর thumbnail high quality তে ডাউনলোড করতে পারবেন।
2) এই বটের সাহায্যে আপনারা ভিডিও থেকে অডিও আলাদা করে ডাউনলোড করতে পারবেন।
3) এই বটের মজার একটি ফিচার আছে। তা হচ্ছে যেকোনো ভিডিওর সবচেয়ে খারাপ Quality টা ডাউনলোড করতে পারার সক্ষমতা ??।
4) আরো একটি cool feature হচ্ছে আপনি ভিডিওর যেকোনো টাইমের স্ক্রিনশট নিতে পারবেন এই বটের সাহায্যে। আপনাকে শুধু Time stamp টা দিয়ে দিতে হবে ভিডিওর যে সময়ের স্ক্রিনশটটা আপনি নিতে চান। বট সেটির স্ক্রিনশট আপনাকে পাঠিয়ে দিবে।
আমার কাছে এই বটের এই ফিচার গুলো অত্যাধিক ভালো লেগেছে তাই আমি লিস্টে এই বটটিকে রেখেছি।
প্রমানসহ স্কিনশট দিয়ে দিলাম।
16) Youtube Download Bot
Bot username : @utuberabot
এই বটের কাজ খুবই সিম্পল। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা। কিন্তু এখানে এর স্পেশালিটি হলো আপনাকে শুধু ৪-৫ টা Quality এর ডাউনলোডের option দিবে না। যে ভিডিও আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সে ভিডিওতে যত Quality এর ভিডিও আর অডিও ফাইল আছে সব আপনাকে দিবে যাতে আপনি যেটা খুশি ডাউনলোড করতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে বটটা। আশা করি আপনাদের উপকারেও আসবে।
Screenshot proves :
17) Bot Name : office to pdf
Bot username : @office2pdf_bot
এই Bot টি আশা করছি অনেক মানুষেরই কাজে দিবে৷ কারন এই Bot অনেক মানুষই খুজে।
এই Bot এর কাজ হলো ছবিকে pdf এ কনভার্ট করা। আপনাকে এর জন্যে আলাদা কোনো এপ্লিকেশন ইন্সটল করার কোনো প্রয়োজন নেই। শুধু এই bot এ ঢুকুন। তারপর start command দিন। এরপর আপনার ছবিটি পাঠান। এরপর ফাইলের নাম সেট করুন। আর বট সাথে সাথে আপনাকে সেই ছবির pdf টি দিয়ে দিবে।
উদাহারনস্বরুপ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ
18) Virus Checking Bots
এখন আমি ৩ টা বট এর কথা বলবো যাদের কাজ একই৷ এগুলো হচ্ছে virus checking bot. এগুলোর কাজ হচ্ছে আপনি যখন কোনো ফাইল এদেরকে পাঠাবেন তখন সাথে সাথে এরা চেক করে নিবে সেই ফাইলে কোনো ভাইরাস আছে কি না। থাকলে আপনাকে জানিয়ে দিবে। না থাকলেও জানাবে।
বটগুলো হলোঃ
@VirusYabBot
@DrWebBot
@VirusTotalAV_bot
19) Telegram game bot
bot username : @gamee
আপনি কি জানেন? আপনি টেলিগ্রামে গেমসও খেলতে পারেন? এই বট এর সাহায্যে আপনি মোট ১০ টা গেম খেলতে পাবেন। গেমগুলো মজার আর Addictive ও। ট্রাই করে দেখতে পারেন৷ আমার কাছে ভালোই লাগে।
20) Functions Robot
Bot username : @FunctionsRobot
এই বটের মাধ্যমে আপনি ১৯ টা কাজ একসাথে করতে পারবেন। সেগুলো হলোঃ
1) shorten url
2) password generator
3) web search (on google, amazon, youtube, wikipedia)
4) forward info
5) translate language
6) text to voice
7) rename file
8) web screen
9) cryptovalues
10) your info
11) upload
12) logo search
13) Create QR code
14) Read QR code
15) image to sticker converter
16) encrypt
17) decrypt
18) domain tools
19) pastebin
পাওয়ারফুল একটি Bot. অনেক কাজই করতে পারবেন। আশা করছি কাজে দিবে।
21) Bot Name : Bing
Bot username : @bing
এই Bot এর কাজ হচ্ছে Image search করা। আপনাকে এই Bot কোথাও Add করা লাগবে না, কিছুই করতে হবে না। শুধু Bot টিকে Start এ ক্লিক করে চালু করুন।
এরপর যেকোনো Chat এর Message এ গিয়ে যখনই @bing লিখবেন আর সাথে একটা Space দিবেন তখনই সাথে সাথে আলাদা একটা Option পাবেন Image search দেওয়ার জন্যে। সেখানে আপনি যেরকম image চাচ্ছেন সে Image এর নামটি লিখবেন আর আপনাকে সে Related যত Image আছে সব দেখানো হবে। সেখান থেকে আপনি আপনার কাংখিত ছবিটি সেন্ড করে পাঠাতে পারবেন।
নিচে কিভাবে বটটি কাজ করে তার স্ক্রিনশট দেওয়া হলোঃ
22) Bot Name : Youtube Search
Bot username : @vid
উপরের বটটির মতো নিচের বটটিও একই ভাবে কাজ করে। কিন্তু এর কাজটা একটু আলাদা। একই System এ কাজ করে। message section এ গিয়ে শুধু @vid লিখে space দিলেই আপনি আগের মতো Option পেয়ে যাবেন। কিন্তু এইবারে সেটা Youtube এ সার্চ করার জন্যে। আপনি যদি কাউকে কোনো ইউটিউবের লিংক সার্চ করে দিতে চান তবে এই এপটি ইউটিউব এপে না ঢুকেই আপনার সমস্যার সমাধান করে দিতে পারে।
যেভাবে কাজ করে তার স্ক্রিনশটঃ
23) Fake mail
Bot username : @fakemailbot
আমার আগের পোস্টে আমি একটি বটের কথা বলেছিলাম যেটি Temporary mail generate করতে পারে। এই বটটি ঠিক একইরকম৷ আপনি Start করে /generate command দিবেন আর সাথে সাথে আপনাকে নতুন একটি mail দেওয়া হবে যেটি আপনি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
কিন্তু এখানে একটা Extra Feauture আছে। আর তা হচ্ছে এখানে আপনি custom mail set করতে পারবেন। হ্যাঁ, এই বটের মাধ্যমে সেটা করা সম্ভব। Menu তে গিয়ে /set কমান্ড দিলেই আপনি সে Option টি পেয়ে যাবেন।
23) Bookmark bot
Bot username : @bookmarchbot
এই বটের কাজ হচ্ছে আপনার পছন্দের লিংক গুলোকে সেভ করা আর আপনি যখনই চান আপনাকে তখনই সেগুলো Provide করা।
কিভাবে ব্যবহার করবেন?
খুবই সহজ। Start command দিন। এরপর আপনার যে লিংক গুলো আপনি সেভ করে রাখতে চান সেগুলো বটকে সেন্ড করুন। এরপর Menu তে গিয়ে browse command দিলেই আপনার সব লিংকগুলো বট আপনাকে দেখাবে। আপনি চাইলে আলাদা Category করেও সেভ করে রাখতে পারবেন।
নিচে স্ক্রিনশট দিয়ে দিলাম বুঝার সুবিধার্থেঃ
25) Direct Link Generator
Bot username : @DirectLinkGeneratorbot
এই Bot টা মনে হয় বেশিরভাগ মানুষই খুজছিলেন। এই Bot কিছু Supported sites এর লিংককে direct downloading link এ generate করতে পারে।
supported site গুলোর লিস্ট দিয়ে দিচ্ছিঃ
• youtube – হ্যাঁ ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
• onedrive – যেকোনো onedrive এর লিংক সেন্ড করার সাথে সাথে আপনাকে ডাউনলোড লিংক দিয়ে দিবে। এছাড়াও আরো কিছু সাইট আছে। যেমনঃ
• sourceforge.net
• osdn.net
• desiupload
• indishare
• bdupload
• uploadever
• letsupload.co
• upload.ac
• mediafire.com
• dropbox.com
• zippyshare.com
• hubfiles.ws
• w4files.ws
• uploadfiles.pw
• zeefiles.download
• dlfiles.online
• upindia.mobi
• uploadfile.cc
এছাড়াও আরো কি কি সাইট সাপোর্ট করে তা দেখার জন্যে নিচে একটি লিংক দিয়ে দিচ্ছি।
কেন এই পোস্টে লিখলাম না? লিংকে গেলেই বুঝতে পারবেন। এত লিংক লিখতে গেলে আমার হাত আর হাতের জায়গায় থাকবে না। আর কপি পেস্ট করেও দিতে চাচ্ছি না কারন পোস্ট অনেক লম্বা হয়ে যাবে।
আর আপনারা জানেন আমি ফালতু কথা বলে পোস্ট লম্বা করি না। কাজের কথা বলে যতটুকু পোস্ট করা যায় সেটাই চেষ্টা করি।
লিংক : https://ytdl-org.github.io/youtube-dl/supportedsites.html
26) Walls Bot
Bot Username : @awesomewallsbot
এই বটের কাজ অন্যান্য যে বটগুলোর কথা বলেছি সেগুলো থেকে একেবারেই আলাদা।
আপনি Start এ ক্লিক করবেন। এরপর যতবারই /Random লিখে টাইপ করে সেন্ড করবেন ততবারই আপনাকে একটি High Qualityর ছবি পাঠাবে।
যেমন দেখুন আমাকে Unsplash থেকে একটি ছবি পাঠিয়েছে।
26) Google Drive X
Bot Username : @GdriveXbot
এই Bot এর কাজ হচ্ছে আপনি যে ফাইলটি বা ফাইলের লিংকটি এই Bot এর কাছে পাঠাবেন এই Bot সেই ফাইল বা লিংকটিকে আপনার কাংখিত গুগল ড্রাইভে আপলোড করে দিবে নিজে নিজে।
এছাড়াও এই Bot এর আরো অনেক Features আছে।
Bot টি ব্যবহার করতে হলে আপনাকে যা যা করতে হবেঃ
১) প্রথমে “Start” এ ক্লিক করুন।
২) /login এ ক্লিক করুন।
৩) “Authorization Url” এ ক্লিক করুন
৪) লিংকটি ওপেন করুন
৫) যে জিমেইল দিয়ে লগইন করতে চান সে জিমেইলটিতে ক্লিক করে Continue তে ক্লিক করুন
৬) আপনাকে একটি কোড দেওয়া হবে। তার পাশেই কপি করার আইকন দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে কোডটি কপি করে নিন। এবং ব্যাক করুন।
৭) Bot কে কপি করা লিংকটি পেস্ট করে পাঠান।
ছবির মাধ্যমে দেখানো হলোঃ
27) Bot name : Archiver Bot
Bot username : @ArchiverProBot
এই বটের কাজ হচ্ছে Zip/7z/rar এ ধরনের ফাইলকে Extract করা। এর আগেও হয়তো এ নিয়ে একটি বট নিয়ে লিখেছিলাম।যাই হোক, যারা জানেন না তারা এটা ব্যবহার করতে পারেন। আর যারা জানেন তারা Alternative হিসেবে রেখে দিতে পারেন।
আপনারা যেকোনো লিংক থেকে বা internal storage বা memory card থেকে যেকোনো zip/7z/rar ফাইল এক্সট্রাক্ট করতে পারবেন।
আপনি চাইলে zip/7z/rar ফাইল তৈরিও করতে পারবেন। Password Protected file গুলোও extract করতে পারবেন।
কারো না কারো উপকারে আসবে আশা করছি। কাজে দিলে অবশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
28) Bot name : Youtube downloader
Bot username : @ProYTZBot
এটি একটি ইউটিউব ভিডিও ডাউনলোডিং বট। আমি জানি আমি এ নিয়ে আগেও অনেক বট দিয়েছি। কিন্তু এই বটটি Alternative হিসেবে দেওয়া। এই বটের একটি বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা Playlist ডাউনলোড করতে পারবেন লিমিট ছাড়া।
এমনকি Playlist এর প্রত্যেকটি ভিডিও কোন কোন Quality তে ডাউনলোড করতে চান সেটা Manually Select করতে পারবেন। একারনেই আমার কাছে এই বটটি অনেক ভালো লেগেছে। যদি কারো কাজে দেয় তবে অবশ্যই জানাবেন। আমার কাজে দিয়েছে তাই শেয়ার করলাম আপনাদের সাথে।
29) Bot name : English Dictionary
Bot username : @thewatbot
এই বটটি হচ্ছে একটি Dictionary bot. এই বটের মাধ্যমে আপনারা dictionary এর যেকোনো word এর exclamation, noun, verb, combining form, adjective ইত্যাদি সব কিছুই জানতে পারবেন। স্টুডেন্টদের জন্যে কাজে দিবে।
বটটি চালু করতে /start command দিন। এরপর যেকোনো ইনবক্সে গিয়ে @thewatbot লিখে একটি স্পেস দিন। এরপর আপনার যে word ইচ্ছা সেই word টি টাইপ করুন। বট আপনাকে সে word এর noun, verb ইত্যাদি সব কিছু দেখিয়ে দিবে। তার সাথে সে word related যতগুলো শব্দ আছে সেগুলোও দেখাবে। আশা করি স্টুডেন্টদের কাজে দিবে। উপকারে আসলে অবশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
30) Bot name : Ebooks Downloader Bot
Bot username : @eBooksdlsbot
এই বটের কাজ হচ্ছে ইবুক ডাউনলোড করা। এই বটের মাধ্যমে Epub ও ডাইনলোড করতে পারবেন।
বটটি ব্যবহার করতে হলে প্রথমে /start command এ ক্লিক করে বটটি start করতে হবে। এরপর আপনি যেকোনো ইনবক্সে গিয়ে @eBooksdlsbot টাইপ করে একটি space দেওয়ার সাথে সাথে একটি search bar open হয়ে যাবে।
এই search bar এ আপনি যে ইবুক বা ইপাবটি চান সেটির নাম লিখবেন আর সাথে সাথে আপনাকে সে রিলেটেড সব ইবুক আর ইপাবগুলো দেখিয়ে দিবে।
এখন আপনি যেটি চান সেটি ডাউনলোড করে নিন। এ নিয়ে একটি বট আগেও দিয়েছি। কিন্তু সেটা যদি কাজ করা বন্ধ করে দেয় তবে সেটার Alternative হিসেবে এটি ব্যবহার করতে পারেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
31) Bot name : Search Location Bot
Bot username : @SearchLocationnBot
এই বটের কাজ হচ্ছে Location search করা। তবে এটি Google Maps এর মতোই কাজ করে।
Telegram এর সাহায্যে আপনি Map এ Zoom In/ Zoom out সহ Google maps এর মতো সবকিছুই করতে পারবেন। এছাড়াও Traffic condition view করতে পারবেন।
আপনি চাইলে save as adress এর মাধ্যমে আপনার view করা map টি save ও করতে পারবেন। Latitude and longitude যেকোনো location এর।
Category অনুযায়ী search করতে পারবেন। যেসব Category অনুযায়ী search করতে পারবেন তার একটি লিস্ট দিয়ে দিচ্ছিঃ
1) Everyday Stuff
2) Restaurant
3) Take it home
4) Hotel
5) Bank
6) SPBU
7) Parking Lot
8) Pharmacy
9) Post Office
10) Hospital
এমন বিভিন্ন ধরনের Location যা অনেকেরই প্রয়োজন পড়ে যায় সেগুলো খুব সহজেই search করতে পারবেন Category অনুযায়ী।
এই বটের সাহায্যে Ip এর location ও খোজা যায়। এছাড়াও আপনি চাইলে কোনো rute খুজতে এই বটকে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার নিজের Address ও Set করে রাখতে পারবেন। এরপর আপনার নিজের Address টি View করতে পারবেন।
প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা Command ব্যবহার করতে হবে যা আপনারা Menu তে গেলেই পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
32) Bot Name : Youtube Downloader
Bot username : @Utubebot_2_bot
এই বটের কাজ হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা। আমি জানি অনেকেই বলবে এমন বট আগেও দিয়েছি। হ্যাঁ, আমি জানি আমি দিয়েছি। ঐগুলো যদি কখনো কাজ না করে তার Alternative হিসেবে এই বটটি দিচ্ছি। তবে এই বটে একটি এক্সট্রা ফিচার আছে যা অন্যগুলোতে নেই। এখানে আপনারা ভিডিও Cut করে ডাউনলোড করতে পারবেন আপনাদের ইচ্ছামতো। এছাড়াও এখানে 144p,240p,360p,480p,1080p,2k, 4k পর্যন্ত (যতটুকু ভিডিওর Original Resolution Support করবে) ভিডিও ডাউনলোড করতে পারবেন। তার সাথে একই Quality এর অনেকগুলো লিংক পাবেন। বিভিন্ন Variety পাচ্ছেন যা অন্যান্য বটগুলোতে খুব কম পাওয়া যায়। আশা করছি কাজে দিবে। কাজে দিলে অবশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
33) Bot name : Shortner Url Bot
Bot username : @ShortenerUrlBot
এই বটের কাজ হচ্ছে লিংক শর্ট করা। আমি জানি এ নিয়েও এর আগে পোস্ট দিয়েছি। সেগুলোর Alternative হিসেবে এটি ব্যবহার করতে পারেন যদি অন্যগুলো কখনো সমস্যা দেখা দেয়। এই বটটি অন্যগুলোর মতো করে কাজ করে না। এই বটটি অন্যগুলোর থেকে ভালো কাজ করে। কেন আর কিভাবে সেট বুঝিয়ে বলছি।
এই বটটি আপনি যেকারো ইনবক্সে ব্যবহার করতে পারবেন। গ্রুপ বা চ্যানেলেও ব্যবহার করতে পারবেন। প্রথমে বটটিকে /start command দিয়ে চালু করুন। এরপর যেকোনো ইনবক্সে গিয়ে @ShortenerUrlBot লিখে একটি Space দিন। এরপর আপনি যে লিংকটি short করতে চান সেটি Type করুন বা কপি পেস্ট করুন। আর সাথে সাথে বট সেই লিংকটিকে short করে দিবে। আপনি সেন্ড করার সাথে সাথে লিংকটি short হয়ে যাবে। আপনাকে বটে গিয়ে লিংক short করে তারপর কপি করে পাঠাতে তবে হবে না। আরো সহজ হয়ে গেলো কাজটি।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
34) Bot name : Udemy Course Scrapper
Bot username : @UdemyScrapperZBot
এই বটটি অনেকেরই কাজে দিবে বলে ধারনা করছি। যারা Udemy এর ফ্রি কোর্সগুলো সম্পর্কে সবার আগে জানতে চান তাদের জন্য এই বটটি। Udemy থেকে যখনই কোনো Course ফ্রিতে দিবে তখনই আপনাকে এই বট দেখাবে সেই কোর্সটি ফ্রি হয়েছে আর Enroll করার লিংকও পাবেন। প্রচুর Course পেয়ে যাবেন। এ নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। এছাড়াও এখানে বিভিন্ন Category এর Course পাবেন। যেমনঃ
1) Disc Udemy
2) Tutorialbar
3) IDC
4) Freebies
5) RDisc
এছাড়াও এখানে আপনারা Udemy এর কোনো Course এর Discount দিলে সেটিও পেয়ে যাবেন সব একসাথেই। যারা Udemy এর Course খুজেন ফ্রি তে পাওয়ার জন্য তাদের কাজে দিবে বলে আশা করছি। উপকারে আসলে অবশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
35) Bot name : Magnet Link Download Bot
Bot username : @MagnetLinkDLBot
নাম শুনেই বুঝতে পারছেন হয়তো এই বটের কাজ কি। এই বটের কাজ হচ্ছে Magnet লিংক থেকে ফাইল ডাউনলোড করা। আপনি যেকোনো magnet link বটকে দিবেন। বট সে লিংকটি নিজের ক্লাউড স্টোরেজে ডাউনলোড করবে এরপর সেই ডাউনলোড লিংকটি আপনার কাছে আপলোড করে পাঠাবে সরাসরি। আপনি সরাসরি ফাইলটি পেয়ে যাবেন। যেমনঃ আমি Spiderman No Way Home এর Magnet লিংকটি কপি করে পেস্ট করলাম আর বটকে পাঠালাম। বট সেই লিংকটি থেকে ফাইলটি ডাউনলোড করে আমাকে পাঠিয়ে দিলো। আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি প্রমানসহ। আশাকরি অনেকেরই কাজে দিবে আর যদি কাজে দেয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
36) Bot name : Text Canvas
Bot username : @textcanvas_bot
এই বটের মাধ্যমে আপনারা যেকোনো ছবিতে আপনাদের ইচ্ছামতো Text বসিয়ে ছবি Edit করতে পারবেন। এটি একটি Photo editor এর কাজও করে। এছাড়াও এখানে যেসব ফিচার আছে সেগুলো সম্পর্কে বলি।
1) Theme :
এখানে বিভিন্ন Theme আছে। যেটা আপনার ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারবেন। Light, Dark, Lemon, Violet এ চার ধরনের Theme আপনারা পেয়ে যাবেন।
2) Font :
আপনারা চাইলে বিভিন্ন ধরনের Font ব্যবহার করতে পারবেন। Rubik, Sacramento, Roboto, STIXtwo, Ephesis, Architect’s daughter এমন আজব আজব নামের Font আপনারা পেয়ে যাবেন। সবগুলোই একে অন্যের থেকে আলাদা। আর Font গুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে।
3) Font size :
যে Font টি দিয়ে লিখছেন সে Font এর Size বাড়াবে এবং কমাতে পারবেন।
4) Font colour :
যে Font টি দিয়ে লিখছেন সে Font এর Colour পাল্টাতে পারবেন। Black, White, Red, Pink, Purple, Yellow, Indigo, Blue, Green, Cyan, Lime, Orange এসব Colour আপনাদের ইচ্ছামতো করে পাল্টাতে পারবেন।
5) Text allign :
text Left নাকি Right নাকি Middle কোথায় রাখবেন সেটি Set করতে পারবেন।
6) Aspect Ratio :
ছবির Aspect Ratio আপনার ইচ্ছামতো Change করতে পারবেন।
7) Background :
Black, White, Red, Pink, Purple, Yellow, Indigo, Blue, Green, Cyan, Lime, Orange মোট ১২ টি Colour এর Background আপনারা পেয়ে যাবেন Default ভাবে। এছাড়াও আপনারা চাইলে নিজেদের ইচ্ছামতো Gallary থেকে ছবি বাছাই করে সে ছবিটি Background হিসেবে Set করে সেখানে Text দিয়ে Design করতে পারবেন।
অসাধারন একটি বট। খুব কম সময়ের মধ্যে যারা Photo Edit করতে চান বা Photo এর উপর Text বসাতে চান তবে এই বটটি তাদের জন্যে সাজেস্ট করবো। আর Quality খুবই ভালো হয় ছবির। আশা করছি কারো না কারো কাজে দিবে। উপকারে আসলে অবিশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
37) Bot name : Instagram Downloader
Bot username : @ig_dbot
নাম শুনেই হয়তোবা বুঝতে পারছেন এ বটের কাজ কি। হ্যাঁ, এই বটের কাজ হচ্ছে ইন্সটাগ্রাম থেকে ভিডিও কিংবা ছবি ডাউনলোড করা। তবে এক্ষেত্রে এই বটের কিছু এক্সট্রা স্পেশাল ফিচারস আছে।
এই বটের মাধ্যমে আপনারা যেকোনো ইন্সটাগ্রাম পেজ এর সম্পূর্ণ Story ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে শুধু বটকে পেজের username টা সেন্ড করতে হবে।এছাড়াও IGTV থেকেও ডাউনলোড করার সুবিধা থাকছে। কিন্তু তার একটি লিমিট আছে আর তা হচ্ছে ৫০০ এম্বি পর্যন্ত। তবে এই সমস্যারও সমাধান আছে। আপনি multiple বা অনেকগুলো টেলিগ্রাম একাউন্ট খুলে রাখতে পারেন। আর সেগুলো থেকে একটার লিমিট শেষ হলে অন্যটা দিয়ে ডাউনলোড করতে পারেন। এভাবে লিমিটের ঝামেলাটা থেকে মুক্তি পেতে পারেন। আশা করি বটটা অনেকেরই কাজে দিবে। যদি উপকারে আসে তবে অবশ্যই জানাতে ভুলবেন না।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটিরঃ
38) Bot name : What’s The Song Bot
Bot username : @WTSong_Bot
এই বটের কাজ হচ্ছে Shazam এর মতো। হ্যাঁ, আমি জানি এ নিয়ে Already একটি বট আমি পূর্বের একটি আর্টিকেলেই দিয়ে দিয়েছি। কিন্তু এই বটটি ঐ আগের বটটির থেকে বেশি ভালো মনে হয়েছে। তাই এই বটটি লিস্টে রেখেছি। আর যারা পূর্বের পোস্টটি দেখেনি তাদেরও কাজে দিতে পারে।
বটটিকে চালু করতে /start command দিন। এরপর আপনি যে গানটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটি এই বটকে পাঠান। এরপর বট আপনাকে সে গানের নাম, Artist এর নাম, Album এর নাম, Label, কবে release হয়েছে সব জানতে পারবেন। এছাড়াও shazam এর মতো source সম্পর্কেও জানতে পারবেন। কাজের লেগেছে বলে শেয়ার করছি। কারো না কারো উপকারে অবশ্যই আসবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটিরঃ
39) Bot name : Voice Remover Bot
Bot username : @voice_remover_bot
এই বটের কাজ হচ্ছে গান থেকে Voice Remove করা। তবে স্পেশালিটিও আছে একটা। এই বট গানের instrument ও voice দুটিই আলাদা করে আর দুটিরই আলাদা ফাইল পাঠিয়ে দেয়।
বটটিকে চালু করতে /start কমান্ড দিন। এরপর আপনি যে অডিও ফাইল থেকে voice remove করতে চান সে ফাইলটি বটকে সেন্ড করুন। এরপর বট সেই ফাইলটি থেকে voice remove করা audio file টি এবং removed audio file বা instrumental song টি সহ দুটি ফাইলই আপনাকে পাঠিয়ে দিবে।
মূলত এটিই হচ্ছে বটের কাজ। অনেকেই এমন বট খুজেন। আমি নিজেও অনেক খোজাখুজির পর পেয়েছি। আশা করছি অনেকেরই কাজে দিবে। কাজে দিলে অবশ্যই জানাবেন। অনেকেই হয়তো তাদের পছন্দের গানের vocal বা instrument দুটিকে আলাদা করে শুনতে চান। তাদের কাছে এই বটটি অনেক কাজের মনে হবে বলেই লিস্টে বটটিকে রেখেছি।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটিরঃ
Final 40) Bot name : Download IT
Bot username : @download_it_bot
এই বটের কাজ হচ্ছে media download করা। সেটা Facebook, Youtube, Instagram, Tiktok ইত্যাদি যেখান থেকেই হোক না কেন। আপনি ইন্টারনেটের যেকোনো ওয়েবসাইট বা App থেকে media download করতে পারবেন। ফাইলগুলো বিভিন্ন ফরমেট যেমনঃ 144p, 240p, 360p, 480p, 720p, 1080p যেসব ফরমেট ফাইলটি সাপোর্ট করে প্রত্যেকটি ফরমেটেই ফাইল ডাউনলোড করতে পারবেন। মানে এক কথায় আপনি যদি youtube,facebook, Instagram ইত্যাদি থেকে ডাউনলোডের এর জন্য আলাদা আলাদা বট ব্যবহার করে থাকেন তবে এখন থেকে আপনাকে আর সেটা করতে হবে না। এই একটি বটের সাহায্যেই সব কাজ করতে পারবেন।
তবে এখানে একটা সমস্যা আছে। সেটা হচ্ছে প্রতিদিনের একটি লিমিট আছে। সেটা হচ্ছে ১ জিবির। মানে আপনি প্রতিদিন ১ জিবির বেশি ডাউনলোড করতে পারবেন না। তবে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। এর সমাধান হচ্ছে আপনি একসাথে অনেকগুলো টেলিগ্রাম একাউন্ট খুলে রাখুন। একটার লিমিট শেষ হলে অন্যটা দিয়ে আবার শুরু করবেন ডাউনলোডিং।
আশা করছি এটা বেশিরভাগ মানুষেরই কাজে দিবে। কাজে দিলে অবশ্যই জানাতে ভুলবেন না।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটিরঃ
কিছু কথাঃ আমি জানি না কোন বটোগুলো কাজ করা বন্ধ করে দিবে বা দিয়েছে। আমি যতটা পেরেছি নিজের অভিজ্ঞতা থেকে লিখেছি আর শেয়ার করেছি। Alternative ও দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে জানাবেন। অনেক কষ্ট করে পোস্টটা লিখেছি অনেক সময় খরচ করে। আশা করছি হতাশ হবো না।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ইনশাল্লাহ দেখা হবে পরের পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
SIGNING OUT…