ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম
মিউজিক স্ট্রীমিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বর্তমানে অনেক বেড়ে চলেছে। এসব প্ল্যাটফর্মের অডিও কোয়ালিটি, ambient নয়েজ এসবের জন্য ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয়। একই সাথে বিভিন্ন দেশের গান শোনার পাশাপাশি lyric সহ দেখা যাওয়ার সুবিধার জন্য এটি বর্তমান প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়। বিভিন্ন রকম মিউজিক স্ট্রীমিং প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে একটি অন্যতম হলো Jio saavn.
যারা গান প্রেমী তাদের জন্যই আজকে দেখাবো কিভাবে এই Jio saavn ব্যবহার করবেন cookie সিটিংস করে। আশা করি আপনাদের কাজে লাগবে।
এটির জন্য আপনাদের লাগবে দুইটি অ্যাপ
প্রথমত secure vpn
দ্বিতীয়ত firefox browser
দুটো অ্যাপই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন
এখন আপনাকে cookie ডাউনলোড করা লাগবে।
এখানে ক্লিক করে আপনারা কুকি ফাইলটি ডাউনলোড করে নিন
এখন আপনার ফোনে একটি extension ইনস্টল করা লাগবে। Extension টি হলো cookie editor।
এখন settings এ ক্লিক করে add on অপশনে ক্লিক করুন। সেখানে সবার নিচে গিয়ে more extennsion এর এখানে ক্লিক করে নিবেন।
এখন আপনি সার্চ বারে লিংক cookie editor. তারপর সেই এক্সটেনশন ডাউনলোড করে নিন।
এরপর jiosaavn ওয়েবসাইটে যান
ওয়েবসাইটের লিংক এই খানে
ওয়েবসাইটে যাওয়ার পর এখন আপনাকে cookie import করতে হবে। তবে তার আগে vpn দিয়ে united state সার্ভার কানেক্ট করে নিন।
ইউনাইটেড স্টেটস কানেক্ট করার পর আপনার cookie এর txt ফাইলটি html দিয়ে অপেন করুন
এখন আপনার settings add on এ ক্লিক করে cookie editor অ্যাড অন এ ক্লিক করুন।
এখন import cookie এ ক্লিক করে নিবেন। তারপর সেখানে সবগুলো code পেস্ট করে দিবেন।
এবার আপনার কাজ সম্পূর্ন রেডি। এখন Jiosaavn ওয়েবসাইটটি রিফ্রেশ করলেই সেখানে আপনারা premium অপশনের মতো দেখতে পাবেন।
দেখুন আমার এখানে প্রিমিয়াম অপশন চলে আসছে।
আজ এই পর্যন্তই। আশা করি ভাল লাগবে। আপনাদের মতামত জানাতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন।পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।