Site icon Trickbd.com

টিকটকে আনলিমিটেড ভিউ,শেয়ার,ফেভারিট এক ক্লিকে [ Hot Post ]

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন , আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে টিকটকে আনলিমিটেড ভিউ,শেয়ার,ফেভারিট এগুলো নিবেন, সবকিছু ভালোভাবে বোঝার জন্য পোস্টটা একটু সময় নিয়ে পড়ুন আশা করি সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন

সর্বপ্রথম একটি টপিক নিয়ে একটু আলোচনা করব যে এটা দিয়ে ভিউ,  লাইক,কমেন্ট,শেয়ার এগুলো নিলে আপনার আইডি এর কোনো ক্ষতি হবে কী না
তার উত্তর হচ্ছে না কিন্তু অধিক পরিমানে নিবেন না তাহলে আইডি একটু হলেও ক্ষতির সম্মুখিন হতে পারেন , আর আপনি যদি মোটামোটিভাবে টিকটকে আপনার আইডিতে এগুলো নিতে থাকেন তাহলে দেখবেন একসময় আইডির রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে।

এবার সেকেন্ড টপিক হলো যে আপনি টিকটকে কী কী নিতে পারবেন
আপাদত আপনি কমেন্ট হার্ট অর্থাৎ কমেন্টে যে রিয়াক্টটা দেয় ওটা, ভিউজ, শেয়ার,ফেভারিট আর হ্যা সামনের আপডেটে কিন্তু ফলোয়ার ও ভিডিও রিয়াক্ট দুটোই চলে আসবে তো কথা না বলে চলুন শুরু করি

সর্বপ্রথম আপনি আপনার টিকটক প্রোফাইলে যান যে ভিডিওতে ভিউ,শেয়ার,ফেভারিট নিতে চাচ্ছেন সেটায় ক্লিক করুন এবার থ্রি ডট এ ক্লিক করুন অথবা শেয়ার অপশন এ ক্লিক করুন তারপর লিংকটা কপি করুন।

এরপর যেকোনো একটি পছন্দের ব্রাউজার সিলেক্ট করুন তারপর এই ওয়েবসাইট ( https://zefoy.com/ )  ভিজিট করুন , আমি ক্রোম থেকে করছি আপনি চাইলে যেকোনো ব্রাউজার থেকে করতে পারেন

তারপর সাইটে প্রবেশের পর দেখতে পারবেন একটি ভেরিফাইড অথবা ক্লাউডফায়ারের ক্যাপচা ভেরিফিকেশন

তো ভেরিফিকেশন কম্পিলিট করার পর সাইটে আপনারা প্রবেশ হয়ে যাবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা এই সাইটে অবশ্যই ভালো নেটওয়ার্ক নিয়ে প্রবেশ করতে হবে অন্যথায় সাইটটি বাফারিং করতে পারে

তারপর ক্যাপচা সম্পন্ন হবার পর আসবে ” Enter the Word  ” এইরকম ভেরিফিকেশন তারপর ওটা কম্পিলিট করার পর চলে যাবেন হোমে বা আপনাকে অটোমেটিকলি নেওয়া হবে


যাই হোক মোটামোটিভাবে ওয়েবসাইটটা লগইন হলে কিছুক্ষন লগইন করার পর আবার অপেক্ষা করুন সম্পূর্ন লোড হওয়া পর্যন্ত।

তারপর অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখানের অনেক ফিচারই ব্যবহার করতে পারবেন না তার কারন হলো এগুলো এখোনো আপেডট হয় নি , যেগুলো আপডেট আছে বা সাইটে অ্যাভেইলঅ্যাভেল সেগুলো নিতে পারবেন,

তো আমি নিতে চাচ্ছি ভিউজ , ভিউজ অপশনে দিলাম ক্লিক এরপর আরেকটা ইন্টারফেস আসলো ” Enter Video Url ” ওখানে ভিডিওর Url দিবেন এবং পাশের সার্চ বাটনে ক্লিক করবেন

দেখবেন ভিউজ সেন্ড হয়ে গেছে তো আমি আমার টিকটক প্রোফাইলে ঢুকলাম ঢুকে দেখি আমার ভিউজ এসেছে আর এই ভিউজটা আপনার আইডিতে রকেটের গতিতে যাবে। আর লিঙ্ক সাবমিট করার পরেও যদি ভিউ না আসে তা হলে আবার সাবমিট করুন।

আশা করি পোস্টটা ভালো লেগেছে , কিছু না বুঝলে স্ক্রিনশর্ট দেখেন অথবা কমেন্ট করেন আশা করি বুঝতে পারবেন।

Exit mobile version