Site icon Trickbd.com

Mlwbd এর বদলে Telegram দিয়েই এক ক্লিকে বের করে নিন বিভিন্ন হলিউড, বলিউড মুভি

Unnamed


সময় কাটানোর একটি চমৎকার মাধ্যম হচ্ছে মুভি দেখা। মুভি দেখে যেমন একদিকে বিনোদন নেয়া যায় তেমনি মুভিগুলোতে থাকে বিভিন্ন ফিলোসফি,মেটাফোর জিনিস যেগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায়। বিভিন্ন দেশের বিভিন্ন মুভি তাদের দেশের কালচার সহ ক্রিয়েটর,অ্যাক্টরদের ট্যালেন্ট তুলে ধরে।

মুভি দেখার জন্য আজকাল বিভিন্ন OTT প্ল্যাটফর্ম রয়েছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন সাবস্ক্রিপশন সহ ওয়েবসাইট। এসব যেমন পেইড হয়ে থাকে, তেমনি ফ্রি ওয়েবসাইটগুলোতেও থাকে বিভিন্ন বিজ্ঞাপন বা অ্যাড। তাছাড়া বিভিন্ন লিংক রিডাইরেকশন এর ঝামেলাও থাকে।যার কারনে মুভি ডাউনলোড প্রসেস অনেকটা দীর্ঘ হতে পারে। তাছাড়া অনেকের কাছে বেশ ঝামেলার বলে মনে হতে পারে।

তবে আজকে দেখাবো এসব থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন।Telegram বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম বলা যায় মুভি দেখার জন্য। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের মুভি আপলোড করা হয়ে থাকে। তবে একেক চ্যানেলে একেক মুভি থাকায় সেগুলো খোঁজাও বেশ ঝামেলাপূর্ণ কাজ।

এজন্য আজকে পরিচিত করাবো এমন একটি টেলিগ্রাম বট নিয়ে যেটি দ্বারা আপনারা শুধু মুভির টাইটেল দিয়েই মুভির টেলিগ্রাম ফাইলটি পেয়ে যাবেন। আপনাকে কোন ধরনের লিংক রিডাইরেকশন বা অ্যাড দেখার ঝামেলা নেই।

টেলিগ্রাম Bot এর নাম Ipapkorns

প্রথমে বটটির কিছু সুবিধা তুলে ধরা হলো

১.কোন ধরনের ব্রাউজার লিংক নেই।অর্থাৎ আপনাকে লিংকে ক্লিক করে ব্রাউজার ওপেন করতে হবে না।

২.গুগল ড্রাইভ এর বদলে টেলিগ্রামেই মুভিটি ফাইল ফরম্যাটে পেয়ে যাবেন।

৩.বিভিন্ন কোয়ালিটি ও সাইজের মুভিটি পেয়ে যাবেন।এর ফলে নিজের পছন্দের রিজোল্যুশন আর সাইজ দিয়ে ডাউনলোড করতে পারবেন।

বটটির লিংক https://t.me/iPapkornFbot

প্রথমে বটটি অপেন করে start এ ক্লিক করে নিন

এরপর রিপ্লাই আসবে আপনি সেখানে মুভির নাম লিখুন।যেমন আমি লিখলাম Spiderman 3

দেখুন আমার ফলাফল চলে আসছে।এখন পছন্দ মতো ফাইলটি ক্লিক করে নিন।

দেখুন ফাইনাল রেজাল্ট চলে আসছে। এখন সেটি একটি কনট্যাক্টে ফর‌ওয়ার্ড করে রাখুন। এটি মূলত সেফটির জন্য যাতে কপিরাইট না আসে। এটি ফর‌ওয়ার্ড না করলে অটো ডিলিট হয়ে যাবে।

আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে।যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল।