আসসালামু আলাইকুম ট্রিকবিডির সবাইকে ।
আশা করি আপনারা সবাই ভাল আছেন।
তো পোস্টের টাইটেল দেখেই তো বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি।
তাই আমি বেশি বড় করব না পোস্টটা।
আমি পোস্টে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা চাইলে খুব সহজে আনলিমিটেড RDP ট্রায়াল নিতে পারবেন।
এবং ব্যবহার করতে পারবেন।
এজন্য আপনাকে সবার প্রথমে https://apponfly.com/ এই সাইটের মধ্যে আসতে হবে।
সাইটের মধ্যে আসলে আপনি নিচে দেখতে পারবেন “স্টার্ট ফ্রি ট্রায়াল” লেখা আছে।
সেখানে ক্লিক করবেন।
এবারে আপনি এই পেজের মধ্যে চলে আসবেন।
এখানে আবারও ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার সামনে আপনার ভার্চুয়াল কম্পিউটার টি ওপেন হয়ে যাবে।
এবং আমি এই ট্রাইলটি পেয়েছি ২০ মিনিট এর জন্য।
তো এভাবে চাইলে আপনি আনলিমিটেড ট্রায়াল নিতে পারবেন।
যদি কোন সময় IP LIMIT REACHED দেখায় তাহলে অবশ্যই ভিপিএন ব্যবহার করে আবারও ট্রায়াল নেওয়ার চেষ্টা করবেন।
অনেকেই আরডিপি বিভিন্ন রকম কাজে ব্যবহার করে থাকে। কাজের ক্ষেত্রে টাও ভিন্ন ভিন্ন । তো যার প্রয়োজন সে বিশ মিনিটেই তার কাজ সম্পন্ন করতে পারবে।
তো আশা করি আজকের এই পোস্ট থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন ।
দেখা হচ্ছে অন্য একটি পোস্টে ততক্ষণ পর্যন্ত Bye Bye.
আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতেও ভুলবেন নাঃ https://t.me/freepremiumtips24
5 thoughts on "দেখুন কিভাবে আনলিমিটেড RDP Trial নেওয়া যায় ।"